অঝর ধারায় নয়ন বারি ঝরে ছিল যে দিন বেজে ছিল বিরহের বীণ ভুলতে পারি নাই সেই দিন । আজো তারে মনে করে নিরবে অশ্রু ঝরে কতটা আঘাতে বুক ফাঁটে কান্নার সুরে । ভাষা নেই বুঝা বার বাটখারা নেই ওজন দেবার কতটা দুঃখ পেয়েছি সেই দিন । কতটা উওাপে বরফ গলে চিওের পৃথিবী হয়েছে বিলীন আঘাতের দীঘ শ্বাসে হাসি মাখা বদন খানি হয়ে যায় মলিন । মনে করে সেই দিন হারানোর ব্যথায় ব্যথিত যারা শুধু যানে তারা কষ্ট কত সীমাহীন । আত্নার আপন মানুষ পর হয়েছিল যেই দিন ভুলতে পারি নাই সেই দিন ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু
বিরহের কষ্ট সত্যিই অনেক বড়। এটা যে কতটা যাতনাময় তার মাত্রা ভাষার মাধ্যমেও বুঝানো যায় না আবার বাটখারা দিয়ে পরিমাপও করা যায় না। হ্যাঁ, ঠিকই লিখেছেন, যারা ব্যথায় ব্যথিত মানে যারা ভুক্তভোগী কেবল তারাই টের পায় হারানোর কষ্ট কত সীমাহীন। খুবই মানসম্পন্ন লেখা। শ্রদ্ধা জানবেন। শুভকামনা রইলো। ভাল থাকবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।