মুছে দাও ,মুছে যাও।
কি পাবে আমার কাছে ?
চলে যাও, চলে যাও,
এই ঘরে আলো নেই ,
এই ঘরে চুলো নেই।
কি হবে এখানে থেকে ?
চলে যাও, আমি বলছি - চলে যাও,
চলে যাও সুখের দেশে ,
মিশে যাও সবুজের আবরণে।
এখানে সবুজ নেই ,
এখানে সজীবতার ঘ্রান নেই।
কি পাবে এখানে থেকে ?
চলে যাও, বলছি না - চলে যাও।
চলে যাও
রূপকথার দেশে ,
মিশে যাও নীল নীল আকাশে ,
ভেসে যাও শুদ্ধ বাতাসে।
এখানে স্বপ্ন নেই , এখানে নীলিমার নীল নেই।
কি করবে এখানে থেকে ?
চলে যাও, আমি বলছি-চলে যাও।
চলে যাও
এই অন্ধকার থেকে ,
জীবনটা ভরে নাও প্রদীপ্ত আলো মেখে।
এখানে আলো নেই , এখানে স্বচ্ছ এক ফোটা জলও নেই ,
কিছুই পাবে না এখানে থেকে ,
ভালো হয় , খুব ভালো হয়, তুমি চলে যাও,
আবেগ গুলো মাঝে মাঝে কতটা নিষ্ঠুর হয়ে যায় , তাই না ?
বস্তুতপক্ষে তুমি এখানে নেই বলেই -
তোমাকে দূরে ঠেলে দেবার মিথ্যা প্রচেষ্টার আকুলি , আবেগী কটাক্ক কথার ভাজন ভাজা।
সত্যি যদি তুমি এখানে থাকতে ,
তাহলে এই ঘরে আলো থাকতো , এই ঘরে চুলো থাকতো।
আমার প্রকৃতি হতো মন মাতানো সবুজের সমাহার ,
সত্যি যদি তুমি এখানে থাকতে ?
রূপকথার দেশ বানাতাম বুকের ভিতরে ,
নীলিমার সবটুকু নীল কিনে দিতাম তোমারে ,
সত্যি যদি তুমি এখানে থাকতে ?
তুমি এই ঘরে নেই , অথচ তুমি এখানেই আছো ,
আমার কল্পনার সমগ্র পৃথিবী জুড়ে তুমি দীপ্ত বসে আছো -
প্রদীপ্ত চঞ্চলা সরসী এক অনন্য কিশোরী ।
তুমি এখানে হেসে যাও , খেলে যাও , দোলে যাও।
তুমি ভুলে যাও তোমার অস্তিত্ব , তুমি এখানেই মিশে মিশে প্রতিনিয়ত অভ্যস্থ
আবার তুমি এখানেই হারিয়ে যাও ,
আমার কল্পনার প্রিয়ন্তি ,
তুমি এখানেই হারিয়ে যাও আমার কল্পনার পৃথিবীতে ।
১৭ আগষ্ট - ২০১৭
গল্প/কবিতা:
১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪