আমার দাদীর পরা শাড়ী

শাড়ী (সেপ্টেম্বর ২০১২)

Abu Umar Saifullah
  • ৩৮
  • ২৩
দাদার মুখে দাড়ি
দাদী পরেছে শাড়ী।
পিছন ফেরে দাদা তাই
দেখছে আড়াআড়ি।
যাচ্ছে দাদা শুশুর বাড়ী
করছে তাড়াতাড়ি।

দাদীর শাড়ীর রঙ্গিন বাজ
দাদা ভীষণ খুশী আজ।
খোকা-খুকি হাসীর নাঁচ
দাদা-দাদীর লাজের কাশ।
সকল ভাবনা ভেঙ্গে দিয়ে
স্মৃতি সাগর দিল কি রে পাড়ী
দাদী পড়েছে শাড়ী।

হঠাৎ একদিন দাদার চোখের
ঝরলো কেন জল!
পাড়া-পড়শী এসে সবে
বললঃ কি হল রে বল।
চোখের জলে দাদার হায়রে!
ভিজে গেল দাড়ি।
পাড়া-পড়শী জানল কারণ
দাদী আজীবনের দিয়ে দিল আড়ি।

সেই শাড়ীটি বুকে জুড়ে
দাদার অনত্দর নিল মাড়ি
সে যে গেল দাদা আমার
ফিরল না আর বাড়ী।

বুড়াবুড়ির গল্প ছিল
ঐ না রঙ্গিন শাড়ি
মনের টানে প্রেমের টানে
হয়ত সবকে দেবে নাড়ি

একে একে সবাই হায়রে
হবে ছাড়া-ছাড়ি।
শুধু স্মৃতি ঘরে জামা-কাপড়
আর পড়ে থাকবে শাড়ী।
দুঃখ নিয়ে লিখতে গেলে
হয়রে বাড়াবাড়ি ।
আমার দাদীর পরা শাড়ী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সূর্য মিতা সুন্দর হয়েেছ দাদা-দাদীর গল্প (ছন্দের তালে) তবে বেশ কটা লাইনে স্বর আটকে যায় (পড়ার তালে সমস্যা হয়) কিন্তু
ভালো লাগেনি ২৫ সেপ্টেম্বর, ২০১২
মিতা আপনাদেরকে পাই বলেই অনেক বেস্ত থাকার পর ও লোভ সামলাতে না পেরে কবিতার শিরোনাম টেনেই পোস্ট করে পেলি. পরে বাচায়ক্রিত লিখা পড়ে লজ্জাবোধ করি? আপনাদের মত ছবি আর বিজয় ভোট নাইবা পেলাম! এইতো আসল বিজয় যে আপনাদের সংগে আছি আত্মার একাত্ত হয়ে, আপনার প্রতি অনেক অনেক ভালবাসা ও অদেখা কাব্য মিতাল.
ভালো লাগেনি ২৭ সেপ্টেম্বর, ২০১২
ওবাইদুল হক মনের টানে প্রেমের টানে হয়ত সবকে দেবে নাড়িঅনেক ভাল লাগা এটা কবিতা তবে আরেকটু সময় নিয়ে লিখলে আরো ভাল হত । আশা করি জয়ের ধারায় ।
ভাই আপনাদেরকে পাই বলেই অনেক বেস্ত থাকার পর ও লোভ সামলাতে না পেরে কবিতার শিরোনাম টেনেই পোস্ট করে পেলি. পরে বাচায়ক্রিত লিখা পড়ে লজ্জাবোধ করি? আপনাদের মত ছবি আর বিজয় ভোট নাইবা পেলাম! এইতো আসল বিজয় যে আপনাদের সংগে আছি আত্মার একাত্ত হয়ে, আপনার প্রতি অনেক অনেক ভালবাসা ও অদেখা কাব্য মিতাল.
রি হোসাইন ছড়া কে কবিতা হিসেবে পোস্ট করা উচিত হয় নাই
ভালো লাগেনি ২১ সেপ্টেম্বর, ২০১২
ভাই আপনাদেরকে পাই বলেই অনেক বেস্ত থাকার পর ও লোভ সামলাতে না পেরে কবিতার শিরোনাম টেনেই পোস্ট করে পেলি. পরে বাচায়ক্রিত লিখা পড়ে লজ্জাবোধ করি? আপনাদের মত ছবি আর বিজয় ভোট নাইবা পেলাম! এইতো আসল বিজয় যে আপনাদের সংগে আছি আত্মার একাত্ত হয়ে, আপনার প্রতি অনেক অনেক ভালবাসা ও অদেখা কাব্য মিতালি.
SK. Mohshin Uddin Masum দাদার কথা মনে পরে না তবে দাদীকে মনে করে। আর এখন মনে হয় দাদা থাকলে হয়তো আপনার কবিতার মত অনেকটা মিলে যেত। ধন্যবাদ
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১২
ভাই আপনাদেরকে পাই বলেই অনেক বেস্ত থাকার পর ও লোভ সামলাতে না পেরে কবিতার শিরোনাম টেনেই পোস্ট করে পেলি. পরে বাচায়ক্রিত লিখা পড়ে লজ্জাবোধ করি? আপনাদের মত ছবি আর বিজয় ভোট নাইবা পেলাম! এইতো আসল বিজয় যে আপনাদের সংগে আছি আত্মার একাত্ত হয়ে, আপনার প্রতি অনেক অনেক ভালবাসা ও অদেখা কাব্য মিতালি.
সাওয়াফ এডরিন পবিত্র আবেদনময়ী কবিতা ।বার বার হাতড়িয়ে ফিরে অতীতের সুখ স্বৃতি ।যা হৃদয়কে দোলা দিয়ে যায় ।গুড লাক পয়েট ।
ভালো লাগেনি ১৫ সেপ্টেম্বর, ২০১২
ভাই আপনাদেরকে পাই বলেই অনেক বেস্ত থাকার পর ও লোভ সামলাতে না পেরে কবিতার শিরোনাম টেনেই পোস্ট করে পেলি. পরে বাচায়ক্রিত লিখা পড়ে লজ্জাবোধ করি? আপনাদের মত ছবি আর বিজয় ভোট নাইবা পেলাম! এইতো আসল বিজয় যে আপনাদের সংগে আছি আত্মার একাত্ত হয়ে, আপনার প্রতি অনেক অনেক ভালবাসা ও অদেখা কাব্য মিতালি.
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১২
আহমেদ সাবের কেন জানি কবি জসীম উদ্দিনের "কবর" কবিতাটার কথা মনে পড়ে গেল। সেখানে "দাদীর কবর" আর এখানে দাদীর স্মৃতি, শাড়ীকে ঘিরে। চমৎকার বিষয়বস্তু। বেশ ভাল লেগেছে কবিতাটা।
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১২
ভাই আপনাদেরকে পাই বলেই অনেক বেস্ত থাকার পর ও লোভ সামলাতে না পেরে কবিতার শিরোনাম টেনেই পোস্ট করে পেলি. পরে বাচায়ক্রিত লিখা পড়ে লজ্জাবোধ করি? আপনাদের মত ছবি আর বিজয় ভোট নাইবা পেলাম! এইতো আসল বিজয় যে আপনাদের সংগে আছি আত্মার একাত্ত হয়ে, আপনার প্রতি অনেক অনেক ভালবাসা ও অদেখা কাব্য মিতালি.
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১২
নিলাঞ্জনা নীল সুন্দর লিখছেন :)
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১২
বোন আপনাদেরকে পাই বলেই অনেক বেস্ত থাকার পর ও লোভ সামলাতে না পেরে কবিতার শিরোনাম টেনেই পোস্ট করে পেলি. পরে বাচায়ক্রিত লিখা পড়ে লজ্জাবোধ করি? আপনাদের মত ছবি আর বিজয় ভোট নাইবা পেলাম! এইতো আসল বিজয় যে আপনাদের সংগে আছি আত্মার একাত্ত হয়ে, আপনার প্রতি অনেক অনেক ভালবাসা ও অদেখা কাব্য মিতালি.
ভালো লাগেনি ১৯ সেপ্টেম্বর, ২০১২
নৈশতরী ভালো লিখেছেন সাইমুম ভাই, এগিয়ে যান সুভকামনা রইলো !!
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১২
ভাই আপনাদেরকে পাই বলেই অনেক বেস্ত থাকার পর ও লোভ সামলাতে না পেরে কবিতার শিরোনাম টেনেই পোস্ট করে পেলি. পরে বাচায়ক্রিত লিখা পড়ে লজ্জাবোধ করি? আপনাদের মত ছবি আর বিজয় ভোট নাইবা পেলাম! এইতো আসল বিজয় যে আপনাদের সংগে আছি আত্মার একাত্ত হয়ে, আপনার প্রতি অনেক অনেক ভালবাসা ও অদেখা কাব্য মিতালি.
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১২
রোদের ছায়া অন্তমিল দিয়ে লেখা কবিতাটি ভালো লাগলো বেশ , তবে শব্দ চয়নে এবং কবিতা বুননে আরো যত্ন নেয়ার অবকাশ আছে .......শুভকামনা থাকলো..
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১২
বোন আপনাদেরকে পাই বলেই অনেক বেস্ত থাকার পর ও লোভ সামলাতে না পেরে কবিতার শিরোনাম টেনেই পোস্ট করে পেলি. পরে বাচায়ক্রিত লিখা পড়ে লজ্জাবোধ করি? আপনাদের মত ছবি আর বিজয় ভোট নাইবা পেলাম! এইতো আসল বিজয় যে আপনাদের সংগে আছি আত্মার একাত্ত হয়ে, আপনার প্রতি অনেক অনেক ভালবাসা ও অদেখা কাব্য মিতালি.
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১২
ম তাজিমুল ইসলাম ভাল লাগলো............
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১২
ভাই আপনাদেরকে পাই বলেই অনেক বেস্ত থাকার পর ও লোভ সামলাতে না পেরে কবিতার শিরোনাম টেনেই পোস্ট করে পেলি. পরে বাচায়ক্রিত লিখা পড়ে লজ্জাবোধ করি? আপনাদের মত ছবি আর বিজয় ভোট নাইবা পেলাম! এইতো আসল বিজয় যে আপনাদের সংগে আছি আত্মার একাত্ত হয়ে, আপনার প্রতি অনেক অনেক ভালবাসা ও অদেখা কাব্য মিতালি.
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১২

০৯ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪