মুখোশধারী

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

Md Kamrul Islam Konok
  • ১৪
মুখোশধারী আমি মুখোশধারী,
ধ্বংস করি তাঁদের সকল বাড়ী
পোড়াইয়া দেই তাঁদের গাড়ি
যারা আছে সমাজে দুষ্কৃতিকারী
আমি মুখোশধারী।

হোটেল ধ্বংস করি সারি সারি,
দেহ ব্যবসায়ীদের অগ্নিদগ্ধ করি
মুখোশধারী আমি মুখোশধারী।

তাদের মুখোশ উন্মোচন করি,
যারা সমাজে ধরে হরি
নারীর শ্রেষ্ঠ সম্পদ রাতের আধারে করে চুরি
আমি মুখোশ ধারী।

হুশিয়ার সাবধান জানাই আহ্বান,
ধরো সাম্যের গান,নারীরে কর সম্মান
নইলে প্রস্থাবে পালোয়ান।

নয়তো আমি শান্তিকামী আনিব অশান্তির বার্তা,
ধরিব সমাজের কর্তা
পায়ের তলায় পিষাইয়া তাঁদের বানাবো ভর্তা।

আমরা পুরুষ সমাজ,নারীর করি সর্বনাশ,
তাদের বানাই প্রতিতা,করি নষ্টা
ভুলিয়া যায় নারীরা অর্ধেক সমাজের স্রষ্টা।

চলো এবার ধরায় রচনা করো নতুন গান
মুছে দাও সমাজ থেকে দেহ ব্যবসার গ্লান।

যদি তা'না পার
আমার মতো মুখোশ পড়ো
আমার মতো অস্ত্র ধরে যত্রতত্র হামলা চালায়
দেহ ব্যবসাকে ধ্বংস করো।

নারীদের প্রতি আহ্বান জানাই
নিজেকে অবলা মনে করিয়া বসে থেকনা।
তোমরা কী দোকানের পণ্য?
তোমরা কী পরুষের ভোগের জন্য?
তোমরা তো খোদার অশেষ দান,
খোদা মোদের করেছে মেহেরবান
তোমাদের সৃষ্টি করিয়া, মোদের করেছে সম্মান।

তবে তোমরা কেন হায়!
দেহ ব্যবসায়ীদের কাছে মাথানতো করো ভাই।
দেহ ব্যবসায়ীদের গালে জুতো মেরে
নারীর সম্মান তুলো ধরে
এই আহ্বান আমি নরনারী উভয়কে জানাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আমরা পুরুষ সমাজ,নারীর করি সর্বনাশ, তাদের বানাই প্রতিতা,করি নষ্টা ভুলিয়া যায় নারীরা অর্ধেক সমাজের স্রষ্টা।....// খুব ভালো বিদ্রোহী ভাব.....আমন্ত্রণ রইলো আমার পাতায়..........
নাজমুল হুসাইন মুখোশধারিদের পরিচয় করিয়ে দেবার জন্য ধন্যবাদ,তবে লেখাটা আরো প্রাসঙ্গিক হলে মনটা আরো ভালো লাগে।লেখা কিন্তু চালিয়ে যান।আর সময় পেলেই অন্যের লেখা পড়েন।
রাকিব মাহমুদ হুশিয়ার সাবধান জানাই আহ্বান, ধরো সাম্যের গান,নারীরে কর সম্মান" সুন্দর বক্তব্য তুলে ধরার চেষ্টা। সাধু আর চলিত শব্দের দিকে নজর দেয়ার আহ্বান থাকবে। ভোট আর শুভকামনা রইল।
মাইনুল ইসলাম আলিফ ভাল লেগেছে। শুভ কামনা আর ভোট রইলো।পাতায় আমন্ত্রণ।
Md Kamrul Islam Konok আপনার মূল্যবান সময় নিয়ে আমার কবিতাটি পড়া ও মন্তব্য করার জন্য ধন্যবাদ।
মোঃ নুরেআলম সিদ্দিকী আপনি পুরো কবিতাটি দুই ভাবে প্রকাশ করেছেন, ১ম দিকে এক ভাবে এবং দ্বিতীয় দিকে একভাবে..... খুব ভালো লেগেছে....

১০ জুন - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪