কিছুই বুঝতামনা আমি
তুমি কাছে এলে,
ভালবাসা কি জানিয়ে দিয়ে
অনেক দূরে চলে গেলে।
জীবন মানেই যন্ত্রণা
তুমিই দিলে শিখিয়ে ,
আর মন খারাপ হয়না
নিয়েছি আমি মানিয়ে।
কষ্ট পেয়ে পেয়ে আমি
হয়েছি খাঁটি সোনা ,
তোমার কাছে আমার তাই
হয়েছে অনেক দেনা।
আর কি পাবোনা তোমাকে
শোধ করবোনা এই ঋণ ?
এই কষ্ট তাড়িয়ে বেড়াবে
মন পোড়াবে সারাজীবন ।
advertisement
হয়েছি খাঁটি সোনা ,
তোমার কাছে আমার তাই
হয়েছে অনেক দেনা। .........।।খুব সুন্দর উক্তি .........।