অন্ধত্ব চাই

কোমল (এপ্রিল ২০১৮)

হোসাইন আল মামুন
আমায় অন্ধ করে দাও হে প্রভু, আমায় অন্ধ করে দাও।
আমি দেখতে চাইনা মহাকালের পরতে পরতে লুকিয়ে থাকা অবারিত সৌর্ন্দয্য এই সৃষ্টির কাব্যিকরূপ!
প্রভাতে শিশিরস্নাত দূর্বাঘাসের ডগায় সূর্যের সোনালী আলো-
কিংবা পূর্ণিমা রাতে গাছের পত্র-পল্লবে ঢেউখেলা জোৎস্না।
আমি দেখতে চাইনা।
পাহাড়ের বুক চিড়ে গড়িয়ে পড়া ঝর্ণাধারা,
সমুদ্রের বুকে ঘুমিয়ে পড়া সূর্যের নববধুর ন্যায় সলজ্জ রক্তিম হাসি,
আমি দেখতে চাইনা।

আমি আজ ভীত-সন্ত্রস্ত।
চিতাবাঘের তাড়া খাওয়া হরিণীর ন্যায় আমি ভয়ে অস্থীর!
আমি দেখতে চাইনা, চোখ খুলতে চাইনা-কি দেখতে হবে এই ভয়,
আমায় তাড়া করে বেড়ায় পাগলাকুকুরের ন্যায়!

কেউ কি দেখতে চায়-যাদের মাঝে মনুষত্ত্ব বেঁচে আছে এখনও?
সকালে ঘুম থেকে ওঠে খবরের কাগজে খুলে কে দেখতে চায়-
পাঁচ বছরের একটা মেয়ে শিশু ধর্ষণের শিকার!
যৌনতা কি সে অনুভূতিটুকু্ও যার নেই।
হায়েনাদের কামনা ভয়ঙ্কর, পৃথিবিতে আর কোন প্রাণী এমন আছে কি?

আমি দেখতে চাইনা।
গভীর রাতে খোলা মাঠে প্রসব যন্ত্রণায় কাতর কোন পাগলিনীর আত্মচিৎকার।
গণ ধর্ষণের শিকার কোন কিশোরির বিভৎস মৃত দেহ কিংবা
তাঁর বাবা-মায়ের সন্তান হারানোর হাহাকার।
আমি দেখতে চাইনা।

আজ মেয়ে শিশু-কিশোরী, যুবতী-নারী কেউ নিরাপদ নয় এ জনপদে,
হায়েনার চক্তচক্ষু আর রাক্ষুসে জিহ্বা যেন গুখরো সাপের ফণা তুলে আছে,
ছোবল দিবে কিংবা খাবলে-গিলে খাবে, নিশ্চিত মৃত্যু!

প্রতিবাদের ভাষা নেই আমার,
আমি বিদ্রোহী নই, ভীতু-কাপুরুষ!
আমি দেখতে চাইনা এসব তাই অন্ধত্ব চাই!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কবিতা ।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়।
মোঃ নুরেআলম সিদ্দিকী সকালে ঘুম থেকে ওঠে খবরের কাগজে খুলে কে দেখতে চায়- পাঁচ বছরের একটা মেয়ে শিশু ধর্ষণের শিকার! যৌনতা কি সে অনুভূতিটুকু্ও যার নেই। হায়েনাদের কামনা ভয়ঙ্কর, পৃথিবিতে আর কোন প্রাণী এমন আছে কি? চমৎকার কবিতা। এর জন্য আপনাকে একটি করতালি দেওয়া উচিৎ। সবাই অন্ধত্ব থেকে মুক্ত হতে চাই, আর আপনি অন্ধ হতে চেয়েছেন। কারণ কবিতা বুঝাতে চেয়েছে যে, এই নির্মল পাপ যখন প্রতিবাদের সাহস যোগাতে সক্ষম নয়, সেখানে চোখে দেখে কি আর হবে। বরং তার চেয়ে অন্ধ হয়ে যাওয়া ভালো। শুভকামনা কবি।
মোঃ মোখলেছুর রহমান কবি প্রথম কবিতা,শব্দ প্রয়োগ,ভাষা বেশ জুড়ালো।শুভকামনা কবির প্রতি।
সাদিক ইসলাম অসহায় নারী, শিশু, তরুণীর জন্য মমতা প্রশংসাযোগ্য। শুভ কামনা আর ভোট। কবিতায় আমন্ত্রণ।
মামুনুর রশীদ ভূঁইয়া মানবীয় গুণাবলীর আরেক রূপ হচ্ছে কোমলতা। সেই কোমলতা না থাকলে মানুষ তাঁর মানবীয় গুণাবলী হারিয়ে ফেলে, হারিয়ে ফেলে কোমলতাও; হয়ে উঠে পশুর মতো। সমসাময়িক ঘটনাবলীকে কবি স্থান দিলেন কবিতায়। তবে কবিতাটি অন্ধ পর্বে দিলে হয়তঃ আরো বিষয়ভিত্তিক হতো। তারপরেও মানুষের মানবীয় গুণও এক ধরণের কোমলতা; সে বিবেচনায় ভোট রইল শুভকামনাসহ। তবে কবিতাটি আমার বেশ ভালো লেগেছে। আরো লিখবেন।

১৬ এপ্রিল - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪