কাজী জাহাঙ্গীর
না পাওয়ার বেদনারা ধর্মঘট করেনা কখনো, সর্বদা সরবে প্রকট। তবু বর্তমান আমাদের টেনে নেয় ভবিষ্যতের ঐ খেয়াঘাঠে। দিদি’র কিছু কি/কী নিয়ে একটু মন দিতে হবে তাছাড়া সবকিছু যেন শরতের সফেদ মেঘমালা। অনেক শুভকামনা ভোট।
গোবিন্দ বীন
উত্তরে পাহাড়,
যার পাদদেশে ঘর বাঁধার বাসনা ছিল
সেই বাসনা আজ
পাহাড়ের পরতে পরতে
ভাঁজ পরে গেছে।ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।