ডুবে যাই আবার

মা (মে ২০১১)

ধ্রুব
  • ২৯
  • 0
  • ৮৫
ডুবে যাই আবার
অলস,অবশ আমার মস্তিষ্ক

সময় এর মাঝে আমাকে রেখেছিল আটকে,

এক সংকীর্ণ খাঁচার মাঝে মাঝে,

যেখানে হাত বাড়ালেও আলোর স্পর্শহীন থাকতে হয়।

একদিন মুক্তি আমি পাই

আবার পৃথিবীর শুকনো মাটিতে পা দেই

প্রথম সূর্যের আলো দেখে আমি লুকিয়ে যাই,

হারিয়ে যাই নতুন দুঃস্বপ্ন গুলোর মাঝে,

স্বপ্ন দেখার দুঃসাহস হয়না এখন আর।



আমি স্বপ্ন দেখা বাদ দিয়েছি,

এখন নিজের মৃত্যুর তৈলচিত্র এঁকে যাই,

অন্ধকার ঘরে একা বসে।

আলো চেয়েছিল আসতে,

আমি চাইনি তাকে।

কারণ আলো ছুতে গিয়ে আমি দেখতে পাই

দেখতে পাই আমার মত অনেককে যাদের নিজেদের সত্তা

গলায় দড়ি দিয়ে ঝুলে আছে,

শুধু দেহটাই রয়ে গিয়েছে পৃথিবীর পথে পথে ঘুরে শ্রান্ত হওয়ার জন্য।

আমাদের দেহগুলোও বারে বারে পথ হারিয়ে ফেলে।

বারেবারেই পথ হারিয়ে ফেলাদেরকে ঈশ্বরও ভুলে যেতে পছন্দ করেন হয়তোবা।

নিজের গলায় নিজেই ছুরি ঠেকিয়ে আয়নাতে অন্যের প্রতিবিম্ব দেখলে

ঈশ্বরকে দোষী ভাবাটাই একমাত্র নিয়তি।



আমি ডুবে যেতে থাকি ধীরে ধীরে দুঃস্বপ্নের কারখানা অলি গলিতে,

আর ডুবে যেতে যেতে দেখি আমার স্বপ্নগুলোকে কে যেন ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে।

আমি হাত বাড়াতে গিয়ে থেমে গেলাম............তারপর ডুবে যেতে থাকি আবার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ধ্রুব abaro porar জন্য ধন্যবাদ,কিন্তু একটা কথা এই যে,আমি ভোটের জন্য লেখিনা,নিজের অনুভুতির প্রকাশটাই আমার কাছে জরুরি,কেউ যদি ভোট দিতে গিয়ে দেখেন আমার লেখা বিষয়ভিত্তিক না,তাহলে কোনো সমস্যা নেই,পাঠকদের ভালো লাগাতেই আমার tripty
সূর্য এ যুগে কেন জানি আমি বেমানান। যারা আধুনিক গদ্য কবিতা নামে ছাইপাশ লিখে সেগুলোকে কবিতা বলে চালিয়ে দিতে চান, আমি মানতে পারিনা । কিন্তু এই কবিতার মতো যদি কেউ লিখে, যা পড়া যায় গোপন একটা তালে, ছন্দে, তা কবিতা হিসাবে মেনে নিতে বরং ভালই লাগে তখন মনে হয় আসলে গদ্য কবিতা হতে পারে। অনেক সুন্দর আবেগ আছে কবিতাটায়। আর লেখককে অনুরোধ বিষয়টা যেন লেখায় প্রতিফলিত হয়। নয়ত কবিতাপ্রেমীরা একটা যন্ত্রনায় ভোগে যোগ্য প্রতিদান(ভোট) দিতে না পারায়
Akther Hossain (আকাশ) গদ্য কবিতা ভালো
খন্দকার নাহিদ হোসেন মা নেই, তবুও তোমায় ৫ না দিয়ে পারছি না। এরকম ভাবনা আমার মাথা থেকে কেন বের হলনা তা ভেবে খুব আফসোস হচ্ছে। অনেক দোয়া রইলো ভাইয়া।
ধ্রুব হা হা হা,আমার হাতে মা বিষয়ক কোনো লেখা ছিলনা,ja ছিল তাই দিয়ে দিয়েছি.সবাই পছন্দ করেছেন বলে ভালো লাগলো এবং পরার জন্য ধন্যবাদ sobaike
ফাতেমা প্রমি কবিতা পড়তে পড়তে পাঠকও কোথায় যেন ডুবে যাচ্ছিল (আমি)....নিজের অনুভুতিতে অন্যকে ভাসানোর ক্ষমতা সবার থাকে না,শুভাশীষ... বিঃ দ্রঃ - মা বিষয়ক না হওয়াতে আপনাকে কবিতার যোগ্য ভোট দেয়া গেল না...
sakil ভালো লেগেছে .
সাইফ চৌধুরী নিহিত ভাবনা গুলো কবিতার মাঝে সুন্দর করে সাজিয়ে তুলেছেন ভাই। ভালো লাগলো কবিতাটি। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রহিল ধ্রুব।
নাসির . কবিতাটি ভালো,অনেক ভাল লাগলো

০৮ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫