চটারং

স্বাধীনতা দিবস (মার্চ ২০১৯)

মোঃ মোখলেছুর রহমান
  • ১৩
  • ৯৪
সাত নড়ি রঙে রংধনু কাঁপে
সিধে রং বিঁধে যেনো ধনুতে,
গুরু মেঘ লঘু মেঘ তড়াসে;
টেনে আনে অনুনয় মোহময়
রংটুকু তাও দেয় গরাসে।

পোড়ো,পোড়াও দ্রাবিড়ে
দার্ঢ্য দাড়ি কমা খাসা তাই;
চটা রং চেটে চেটে সাতাশে,
মিহি নলা গিলে ওই বয়সে
স্বার্থের কল, নড়ে তাই বাতাসে।

একাএকা অজুহাত নড়ে না
রং মেখে ঢং দেখে ফিকে হাসি
খেলা চলে নিরামিশ আমিষে,
পরমায়ু পরমে পরশে-
কতোখানি নামী ছিল;
কতোখানি দামী সে।

বপুদেব শুলে পরে আলিসে
প্রচলিত হয় যদি সবিশেষ,
মনু মুনি ধরে নমঃ নামতা;
জোড়া-তালি দিতে ছেঁড়া জীবনে।

গ্রন্থের গিট-পাঠ সুতোতে জটলা-
গিট্টু খেয়ে খেয়ে 'বেঁচে থাকা' বাঁচিলে,
স্বাধীনতা ঝুলে থাকে আরামে-
ক্ষয়ে পড়া সমাজের পাচিলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম আলিফ দারুণ কবিতা।
শুভকামনা মাইনুল ভাই।
Jamal Uddin Ahmed ক্ষয়ে পড়া সমাজের পাচিলে এত দঢ় কবিতা লিখেছেন মোখলেছ ভাই। পাচিল কি ধরে রাখতে পারবে? খুব সুন্দর। শুভ কামনা। দেরি জনিত কুণ্ঠা মার্জনীয়।
শুভেচ্ছা জানবেন। দেরি! ৩১ তারিখ পুরতে এখনও বাকি আছে,ভাই আমিও দেরি করি,সময় পেলেই আসতে চেষ্টা করি
শুভেচ্ছা জানবেন। দেরি! ৩১ তারিখ পুরতে এখনও বাকি আছে,ভাই আমিও দেরি করি,সময় পেলেই আসতে চেষ্টা করি। ভাল থাকবেন।
শুভেচ্ছা জানবেন। দেরি! ৩১ তারিখ পুরতে এখনও বাকি আছে,ভাই আমিও দেরি করি,সময় পেলেই আসতে চেষ্টা করি। ভাল থাকবেন
কাজী জাহাঙ্গীর ওরে বাবা দাঁত বাত সব ভাঙি ফাইলছেন ভাই, হা হা হা...। অনেক শুভকামনা , ভোট রইল।
দুঃখিত আমার আইডিতে সমস্যা হয়েছিল তাই দেরি কবি। শুভকামনা রইল।
রঙ পেন্সিল চমৎকার কবিতা। খুব ভাল লাগলো।
দুঃখিত আমার আইডিতে সমস্যা হয়েছিল তাই দেরি কবি। শুভকামনা রইল।
সেলিনা ইসলাম শেষ প্যারাটা বেশ ভালো এবং যথার্থ! শুভকামনা রইল।
দুঃখিত আমার আইডিতে সমস্যা হয়েছিল তাই দেরি কবি। শুভকামনা রইল।
রণতূর্য ২ ভাষা বুঝতে একটু কঠিন লেগেছে;কিন্তু ছন্দের যাদু দৃশ্যমান।আমন্ত্রন রইল আমার কবিতা পড়ার। :)
দুঃখিত আমার আইডিতে সমস্যা হয়েছিল তাই দেরি কবি। শুভকামনা রইল।
মোঃ নুরেআলম সিদ্দিকী গ্রন্থের গিট-পাঠ সুতোতে জটলা- গিট্টু খেয়ে খেয়ে 'বেঁচে থাকা' বাঁচিলে, স্বাধীনতা ঝুলে থাকে আরামে- ক্ষয়ে পড়া সমাজের পাচিলে। অসাধারণ ও মনোমুগ্ধকর একটি কবিতা। যদিও আমি বুঝেছি, কিন্তু একটু কঠিন লেগেছে।। বরাবরের মতই শুভ কামনা যেন দাদাভাই।।
দুঃখিত আমার আইডিতে সমস্যা হয়েছিল তাই দেরি কবি। শুভকামনা রইল।
আমজাদ হোসেন বেশ লাগল।
দুঃখিত আমার আইডিতে সমস্যা হয়েছিল তাই দেরি কবি। শুভকামনা রইল।
মাসুম পান্থ একা একা অজুহাত নড়ে না- সঠিক লাইন । খুব ভালো লাগল অর্থবহ কবিতা।
দুঃখিত আমার আইডিতে সমস্যা হয়েছিল তাই দেরি কবি। শুভকামনা রইল।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত খুব খুব সুন্দর । ভাল থাকবেন । শুভকামনা রইল ।
দুঃখিত আমার আইডিতে সমস্যা হয়েছিল তাই দেরি কবি। শুভকামনা রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

অবক্ষয় মুক্ত স্বাধীনতাই প্রকৃত স্বাধীনা।

১৯ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ৫৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫