বিপিন কাকার আঁধারগুলো অনুবাদ করে দেখেছি আমি, হুজুগের বছরে বৃষ্টির মত কেঁদেছিল মা ঝাউয়ের শাখার সাঁই সাঁই উড়েছিল গুলি; আমাকে আড়াল করে বাবা পেতেছিল তার প্রশস্ত বুক। মুঠো মুঠো চুল ওড়নার সাথে উড়েছিল দিদির চিৎকারে এতটা বছরে জ্বেলে দেখি সে সব,দেখি বিড়ির আগুনে- ঘুমের মতন লেপ্টে আছে বাঁচার স্বপন,জমাট আঁধার।
পথ্যের আকালে গলাগলি ধরে পাঁচ বছরের মেয়ে যেমনটা কেটেছে তার কুকুর ছানার সাথে যুদ্ধে শৈশবে। ওভার-ফ্লাই ছিলনা বলে নিকষ অন্ধকার ছুঁয়ে ঘুড়ির সুতোর মত ছেড়ে ছেড়ে জীবনের তল- হেটেছে ফুটপাতে;সেও কী হয়েছে জয়- মেয়ের মুখ-আগুনের তীক্ষন আঘাতে!
বিড়ির আগুন জ্বলে দুটো চোখে রাত্রির কিনার ধরে গলে বেড়ার ফাঁকে পথিকের শ্বাস তার কুটিরের মত থমকে দাড়ায় কিছু পথিকের কথা; চিতার অনল দহে বাঁচবার শত গ্রাস।
আমি দেখেছি অনুবাদ করে আলোগুলো তার, নিজেকে দিয়েছে সপে আঁধারের মন্ডপে কড়াল-দাঁতে হাসে পিচাশ আঁধার,পড়ে থাকে অনুনয় প্রসাদ, অদ্ভুদ! অদ্ভুদ রকম হাসিতে- পুনঃজন্ম নেয় যেন মেয়েটি আবার। বিড়ির আগুনে পুড়ে ভালবাসা তারপর দাবানল পিতৃত্বের নিঝুম কাননে।
তারপর কিযে হল! কাঁসার বাসন-কোসন পুঁতে ফেলা, খাবারের থালা নিয়ে দৌড় দৌড় খেলা, আছে তো এখনও দৌড়ের উপড় পেছনে আসছে ধেয়ে শুধু অন্ধকার নিথর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna
আপনার হাতটি চমৎকার। যাকে বলে কবিত্ব, সেই ঝলকটি আছে। ভাবনার বিস্তার দারুণ। চর্চার ক্ষেত্র আরো সম্প্রসারিত হোক। সম্পাদনায় আরো একটু সময় দিন। এটুকু দাবি থাকলো।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সুপ্রিয় পাঠক,
বিপিন কাকার সারা জীবন আঁধারে ঢাকা। শৈশব, যৌবন, এবং শেষ বয়সেও আঁধার এসেছে তার বিচিত্র রূপ নিয়ে। সে আঁধারের কেউ দেখার নেই, কেও শোনার নেই। বিপিন কাকা অসম্ভব রকমের বিড়ি খায়; একটার পর একটা, কখনও তার মুখ থেকে বিড়ি পড়তে দেখা যায়না। মনে হয় তার আঁধারগুলো পুড়ে ফেলবার প্রচণ্ড রকম চেষ্টা ( ভুলে থাকার চেষ্টা ) অথচ বিড়ির আগুনই ( বিড়ি ) তাকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে । জীবন যুদ্ধে ( আঁধারের কাছে ) তিনি এক পরাজিত মানুষ ।
১৯ মার্চ - ২০১৭
গল্প/কবিতা:
৫৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।