প্রণয় ঋণ

ঋণ (জুলাই ২০১৭)

রংতুলি
  • ১৯
  • ১০
পিয়নের হাতের হলুদ খাম এবং একটি বিকেল
খেলাপি ঋণের নোটিশ! কিন্তু শূন্য হাত.....

বুকে চেপে রোজ চলি, উঁকি দেয়া সুফলাগন্ধা পথ
তোমার দেওয়া ঋণের বোঝায়, কষ্টের শিখর চূড়ায়;
আমি আজ দেউলিয়া, প্রেমহত দেনায়।

সিথানে পৈথানে রিণরিণে জ্বালা
দংশিল সঙ্খিনী সর্বাঙ্গে মোর পিরিত ঋণের বালা।
আমার পৃথিবী জুড়ে আজ তাই কালকূট-যবনিকা।

তবু এই অমায়িক কর্জের রাজ্য ভেঙে উঁকি দিলে শস্যবহ দিন
আমি ফিরে পাই ফেলে আসা এক পরিচ্ছন্ন মিল;

সত্যি, আজ আমি সর্বস্বান্ত
নেই শোধাক্ষমতা তোমার এই বিতৃষ্ণ ঋণ,
শুধু ফেরত চাইব আমার ফেলে আসা দিন।

অতি বিশ্বাসী মানুষ আমি, হৃদয়ে লালিত ভালবাসার মুখরতায়,
খুলে রাখি হৃদয় কপাট, কুয়াশার বুকে বিনিদ্র শিশির হয়ে
বপন করি নাতিদীর্ঘ ভাটি-সুর, মৌন অন্ধকারে ;

রক্তের ঋণ যত, আয়ুষ্কাল ভেঙে বাড়ছে
তোমার দেওয়া প্রণয়ের ক্ষত।

নৈঃশব্দের কপটতা মাড়িয়ে প্রসারিত দুবাহু
স্বজনস্নেহ খুন করে, বার বার, সুদিছি তোমার প্রণয় ঋণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Lutful Bari Panna চমৎকার লেখা। সাবলীল হাত।
অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা জানবেন।
Lutful Bari Panna চমৎকার লেখা। সাবলীল হাত।
কেতকী প্রণয় ঋণের কবিতা বেশ লেগেছে। ভোট সহ শুভেচ্ছা রইল।
আঁখি বিশ্বাস খুব ভাল লিখেছেন......."সুদিছি " শব্দ টা বুঝতে পারলাম না,,,,,,,,, ভোট রইলো,,,,,,,,,
অশেষ ধন্যবাদ আপু মূল্যবান সময় ও ভোট দেবার জন্য। আর সুদিছি শব্দটা দিয়ে বোঝাতে চেয়েছি, আমার ঋণ শোধাবার সামর্থ নেই, তাই তার সুদটাই দিয়ে চলেছি।
জসীম উদ্দীন মুহম্মদ অনেক ভালো লিখেছেন কবি।। শুভ কামনা জানবেন।
জাফর পাঠাণ শেষ লাইনের শব্দটা- “শোধেছি” হবে । ভালো লাগলো ।শুভাশীর্বাদ + ভোট
অনেক অনেক ধন্যবাদ। মূল্যবান সময় দেবার জন্য।
কাজী জাহাঙ্গীর ‘রক্তের ঋণ যত, আয়ুষ্কাল ভেঙে বাড়ছে তোমার দেওয়া প্রণয়ের ক্ষত।’-পুরো লেখাটাই প্রণয় নিয়ে লেখা, সেটাকে আবার এই লাইনে এসে রক্তের ঋণ বলছেন কেন বুঝলাম না। আর শেষ লাইনটায় শব্দটা ‘সুদিছি’ হবে নাকি ‘শোধিছি’ হবে - যাক তবু বেশ কিছু লাইন আছে যেখানে বেশ ভাল লিখেছেন , আশা রাখছি আরো গুছিয়ে নিবেন সহসাই । অনেক শুভকামনা আর ভোট রইল।
গুরুত্বপূর্ন মন্তব্য আর সময় দেবার জন্য অশেষ ধন্যবাদ।
আহা রুবন ভাল লাগল। শুভেচ্ছাসহ ভোট।
অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি খুলে রাখি হৃদয় কপাট, কুয়াশার বুকে বিনিদ্র শিশির হয়ে বপন করি নাতিদীর্ঘ ভাটি-সুর, মৌন অন্ধকারে ;...// ভালো লাগলো ... কবিতার শীরনাম অন্য রকম হতে পারতো। শুভকামনা রইলো ....
গুরুত্বপূর্ন মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
সেলিনা ইসলাম বেশ লাগলো। তবে আরও ভালো লেখা কাম্য। শুভকামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ, আপু।

০৪ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪