চলে যাবো

ভৌতিক (ডিসেম্বর ২০১৮)

ওমায়ের আহমেদ শাওন
  • ৩১
চলে যাবো দুপুরের বিজন ছায়া ছেড়ে
দীর্ঘ নিলীমায়
অস্থিরতার প্রহর দৃষ্টিকটু হতে পারে
চলে যাবো তীব্র টানে-
ধুলোমাটি পথ ছেড়ে গভীর অচেনা অরণ্যে।
চলে যাবো অন্ধকারে
বুকের ওপরে রবে ঘাসফুল ভরে
দেহের দু’টো পাখনা দু’দিকে যায়
অবাক আশ্চয- নেবে কোথায় !
চলে যাবো শব্দহীন-কথাহীন-বাকহীন মুখে
বড় ভুম ধরে পৃথিবীর পথে।
চলে যাবো নির্জনে- অসীম আহ্বানে
বাশবন-ঝাড়বন-ঝাউবন পেড়িয়ে
দুপুর রোদে চলে যাবো
অর্জুনের গুটিগুটি পাতা নেড়ে।
রক্ত চন্দনের কান্ড নেতিয়ে পড়া আর দেখা হবেনা
কোলাহল, উম্নুক্ত উৎসবে শরীক হবনা
সব চলে যাবে- বাধ্যতার কিছু নেই,
কলমীর ডালে ভরা দিঘী আর পানা ভেসে চলা নদী
খুজে পাবেনা একবার-
কোথা সে ভুলে যাবার!
চলে যাবো কোমল শব্দে; বন্দী প্রেম ছেড়ে
চিরমুক্ত হবার তরে
যা রয়েছে সব ভুলে চলে যাব।
চোখের কিণারায় সমুদ্রের সৈকতে প্রসারিত
চাহনি উৎসেই ফিরে আসবে- চলে যাবে,
যন্ত্রণাকাতর জননী ছেড়েও যেতে হবে!
তরুণীর সংগে ফুলশয্যার বাসরেও।
জীবন সর্বস্ব স্তব্ধ হয়ে যাবে
কিংবা প্রণয়ের গাঢ় গিট খুলেও,
চলে যাবো নভোমন্ডলের সূদীর্ঘতা ফেলে
দিক বদলের সে চিহ্নও দেখতে পাবনা।
ঘৃণা-অবহেলা-শাপ সব ঠেলে
শিশিরের জলের মতন শুকিবে কৌশলে
আমি চলে যাবো বলে-।
এলোচুল ওড়ে ছাদের ওপরে
অবয়বে; দৃষ্টি ফেরাহীন যৌবনভরে
আমি চলে যাবো বলে-?
চলে যাবো ক্ষুধার তাড়না লয়ে
অতৃপ্ততা আর যন্ত্রণা বয়ে
যেতে বড় ভয়- বড় মায়া হয়
তবুও নিশীথের পরেও মুছে না যায়
চলে যাবো সব ছেড়ে
স্মৃতিগুলো রবে শুধু অসীম হৃদয় ভরে।



আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রণতূর্য ২ ভালো লেগেছে কবিতা টা।শুভকামনা রইল।আমার পাতায় আমন্ত্রন। :)
নাজমুল হুসাইন উপমা গুলো ভলো দেবার চেষ্টা করেছেন।শুভ কামনা রইলো।আমার পাতায় আসবেন দাওয়াত দিলাম।
মোঃ মোখলেছুর রহমান বেশ পরিপুষ্ট লেখা।
মাইনুল ইসলাম আলিফ দারুণ লিখেছেন শাওন ভাই।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়,আমন্ত্রণ রইল।
আবু আরিছ চলে যাব নীলিমায়, মানে আকাশে, মৃত্যুর কথা বলছেন নাতো? যদি তাই হয়, চলে যাওয়ার আগের সাধনা, কবিতায় এলে আরো ভালো হতো...
রঙ পেন্সিল খুব ভালো লিখেছেন। বিষয়বস্তুও চমৎকার। অনেক শুভকামনা কবির জন্য।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

এই মায়াময় পৃথিবী ছেড়ে চলে যেতে বড় ভয় করে।

২৫ ফেব্রুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪