মাকে নিয়ে লেখা

মা (মে ২০১১)

A.H. Habibur Rahman (Habib)
  • ১৫
  • 0
  • ১০
লিখব?
কাকে নিয়ে?
ও আচ্ছা ! মাকে নিয়ে?
মাকে নিয়ে লিখি বল কদ্দুর ?

তোমাদের লেখালেখি
মুগ্ধ তাকিয়ে দেখি,
ঝলমলে হেসে ওঠা রদ্দুর।

একটি শব্দ মা,
একটি বর্ণে যা,
পুরো অভিধান জুড়ে ব্যাপ্তি।

তাকে নিয়ে ভাবছি,
এলোমেলো আঁকছি,
কে জানে কি লিখব সমাপ্তি।

কালো কালো বর্ণে,
গোটা গোটা অক্ষর,
এগিয়েছি দুই লাইন মাত্র।

হুট করে থেমে যাই,
শঙ্কায় ঘেমে যাই,
আমি কি লেখার মত পাত্র ?

মার স্নেহ মমতা
বোঝাবার ক্ষমতা,
কালি-কলম আর সাদা কাগজে।

কার আছে সাধ্য?
এতো দুর্ভেদ্য,
আর কিছু নয় সেতো মাগো যে।

এত বড় পৃথিবী
কত তার পরিধি
শত ক্রোশ জুড়ে চারিপাশ যার।

তবু এত বড় নয়,
মার মন যত হয়,
বুক ভরা ভালবাসা রাশ তার।

পৃথিবীর যত গান,
যত সুর যত তান,
যত অপরূপ সব তুলনা।

সব কিছু মানে হার,
সেরা দান স্রষ্টার, মা আমার
একথাটি ভুলনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
junaidal সুন্দর হয়েছে ।
নাজমুল হাসান নিরো শুরুতে ধারনা করেছিলাম হাবিব মনে হয় আমাকে হতাশ করবে। কিন্তু তার পরিবর্তে পরবর্তীতে মুগ্ধ না হয়ে উপায় ছিল না। গতানুগতিক কবিতার চেয়ে অনেক বেশি নতুনত্ব আছে। বিশেষ করে কবিতার বিষয়টা ব্যতিক্রম আর সেটা ছন্দে ছন্দে সেটার প্রকাশটা দক্ষতার পরিচয় দেয়।
মা'র চোখে অশ্রু যখন অনেক সুন্দর হয়েছে কবিতা টা
নমিতা সুপ্তি কিছু লাইন অনেক ভালো লেগেছে। শুভ কামনা থাকলো।
আহমেদ সাবের গত বাঁধা কবিতার ভুবনে একটু নুতনত্ব। অসাধারন ......।
নিভৃতে স্বপ্নচারী (পিটল) অসাধারন লিখেছেন.......ভোটটাও করলাম হাসতে হাসতে.....সবাই এতো কষ্টের কথা লিখছে যে হাসতেই ভুলে যাচ্ছিলাম.........
বিন আরফান. বাহারে বাহারে বাহারে বা বা. আনন্দ পেলাম. একটু ভিন্নতা. একঘেয়েমিপনা কাটল. চালিয়ে যান. শুভ কামনা রইল.
ফারহানা রুমি ভাল লেগেছে তব কবিতা খানি।
এস, এম, ফজলুল হাসান অনেক ভালো একটি কবিতা , পড়ে ভালো লাগলো , ধন্যবাদ

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪