আমার মা

মা (মে ২০১১)

আল-আমিন
  • ২৭
  • 0
  • ৭৫
আমার মায়ের মত মা
ত্রি ভুবনে নাই
শয়নে স্বপনে তাই তো
মাকে দেখতে পাই।
মা যে রে ভাই কত আপন
তারাই কেবল বোঝে
এই দুনিয়ায় যাদের মা
নাই রে আজি বেঁচে।
মা কথাটি মুখে নিতে
লাগে যে মধুর
মায়ের মুখের কথা সে যে
আরও সুমধুর।
মাকে আমি ভালোবাসি
মা যে চোখের মনি
এই জগতে মাকে আমি
সব চেয়ে আপন জানি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার নাহিদ হোসেন ছন্দ নিয়ে আমি খুব কম জানি তাই সে বিষয়ে বলার কোন মানে নাই। শুধু এটুকুই আপনার কবিতাগুলো সব একই রকম লাগলো। আশা রাখি সামনে বিভিন্ন থিম এ লিখবেন।
সূর্য সুন্দর লিখেছ.....
সৌরভ শুভ (কৌশিক ) তোমার লেখার ভালোমন্দ কিভাবে যে বলি ,তাইত আমি একা একা নিরবে পথ চলি /
আল-আমিন বাংলা ছন্দ ৩ প্রকার। ১. স্বরবৃত্ত প্রতি পর্ব ৪ মাত্রার। যেমন- ছিপ খান তিন দাঁড়, তিন জন মাল্লা কিংবা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ , ইত্যাদি। ২. মাত্রাবৃত্ত প্রতি পর্ব ৬ মাত্রার। যেমন-গগনে গরজে মেঘ ঘন বরষা কূলে একা বসে আছি নাহি ভরসা। কিংবা এই খানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে, ইত্যাদি। ৩. অক্ষরবৃত্ত প্রতি পর্ব ৮ মাত্রার। যেমন- হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এর বাইরে আছে অমিত্রাক্ষর ছন্দ। আর সংস্কৃতিতে আছে ত্রিপদী এবং পয়ার। সব কবিতাতেই কিন্তু মাত্রা মেলে না কোনটি আবার অপূর্ণ মাত্রার থেকে যায়। যেহেতু ব্যাকরণ পরে এবং ভাষা আগে সুতরাং কবিতা আগে মাত্রা বা ছন্দ পরে। আর আমরা যেহেতু শিখছি অতএব চেষ্টাটা আগে। ধন্যবাদ।
মামুন ম. আজিজ আধুনিক ছন্দের প্রকারভেদের শেষ নেই। সেখানে আবৃত্তির সময় তাল বজায রাখতে পারলেই ভালো একটা কবিতা । অনেকে এই তালটা ধরতে পারে না। আবার অনেকে সব কবিতায পারে না। কিছু কবিতায় পারে। যে যত তাল আর ভাবের সমন্বয় ঘটাতে পারে তার কবিতা ততো ভাল। স্বরবৃত্ত আর মাত্রাবৃত্ত পুরো এড়িয়ে গেলেই ভালো , আর এদের হাজির করলে সেটাও গদ্র কবিতার নিজস্বতা নষ্ট করে দেয়। তোমার শুরুটা মাত্রাবৃত্ত বলেই এটা বললাম। শুরু থেকই গদ্য কবিতার তাল এলে সেটা আরও ভালো হত। অথবা পুরোটা যদি মাত্রাবৃত্ত হত( আগেরকালের ষ্টাইলে) সেটাও একটা ভালো হত। ...আশা করি দুএকটা উপদেশ কাজে লাগতেও পারে। ধন্যবাদ
সঞ্জয় কুমার কবিতার ব্যাপারে বলতে পারি খুবই অপরিপক্ক হাতে কবিতাটি লেখা, ভাবের বা শব্দের গভীরতা নেই, যদিও শব্দমালা, যেটা মাকে নিয়ে লেখা হয় তা ভালো লাগাটাই স্বাভাবিক l
সঞ্জয় কুমার কিন্তু মামুন ম আজিজ, আমি কিন্তু আধুনিক কবিতায় কোনো ছন্দ খুঁজে পাই না , মাত্রাবৃত্ত বা ছন্দবৃত্ত l এখানে ছন্দটা পাঠকের মনে তৈরি হয় বলে আমার জানা l আপনার কাছ থেকে এই ব্যাপারে একটু জানার আশা রাখি l
মামুন ম. আজিজ আমার মায়ের মত মা//৩+৩+২+1 ত্রি ভুবনে নাই//২+৩+২ শয়নে স্বপনে তাই তো//৩+৩+২+১ মাকে দেখতে পাই।//২+৩=২ ..................প্রথম চারলাইন আমার যতটুকু জ্ঞান ছন্দের সে হিসেবে মাত্রাবৃত্ত হিসেব করে দেখলাম ৯, ৬, ৯, ৬ .......ছন্দ তাই সুন্দর তো হতেই হবে। নিয়ম যে মিলে গেলো।
আনিকা মজুমদার এক ধাছের সব কবিতা..........!

০৭ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪