আমাদের অসম্পূর্ণ গল্প

অবহেলা (এপ্রিল ২০১৭)

আখতার উজ্জামান সুমন
  • ১১
  • ১৬
তোমার অস্তাচলে তাকিয়ে
আচলের সুদীপ্ত বলিরেখাটি বিলাপ করে,
আমি তা সহ্য করি;
ভস্মতূল্য স্মৃতিপদক বসনখানি রিক্ত বলে
শক্ত করে হুমকি দেয় বারবার,
আমি তাও সহ্য করি।
আমাদের অপূর্ণাঙ্গ ইচ্ছাসুখগুলো বিদ্রোহী হয়ে
আমার বিরুদ্ধবাদ শ্লোগান দেয়,
আমি তা হজম করি;
হিমস্নাত মুহূর্তগুলো বয়োজীর্ণ নুহ্য হয়ে
আবুল-তাবুল বকে সারাক্ষণ,
আমি তাও হজম করি।
হৃদয়ের নীলাম্বুধি তলগুলো অগ্নিদীপ্ত হয়ে
ক্ষষে ক্ষষে পরছে অনেককাল গহীনে,
আমি তা অনুভূতিহীন;
রৌদ্রদীপক মনোভবগুলো আঘাতসহ শোচ্য হয়ে
লাফিয়ে লাফিয়ে আঘাত করছে,
আমি তাও অনুভূতিহীন।
নিতন্দ্রা রজনীযোগের অবশিষ্টাংশ উন্মাদী হয়ে
আতকে আতকে আহাজারি করে,
আমি অবিচলিত থাকি;
নিরস্র অাকাঙ্খাগুলো মস্তিষ্কে রক্তজল ঢালে
ঝাঁজিয়ে ঝাঁজিয়ে ঝাঁজড়া করে,
আমি তাও অবিচলিত থাকি।
বিশ্বাসঘাতী কণ্ঠীত শব্দকোষগুলো দৃঢ় হয়ে
নিরবলম্বনের কারণ জানতে চায়,
আমি নিরব থাকি;
প্রশ্নদৃষ্টির চোখগুলো সোচ্চার আরোহী হয়ে
উত্তর জানতে চায় বারবার,
আমি তাও নিরব থাকি।

সকলজন্মা সমবেতভাবে একটি উত্তর জানতে চায়-
"একটাই গল্প, তাও আবার এতো অল্প?"
আমি চোখ বন্ধ করে অস্ফুটে বলি-
"হ্যা, তা-ই আমাদের অসম্পূর্ণ গল্প।"
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু darun shobder gathuni....besh laglo.kobi k dhonnobad.
সুমন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
মিলন বনিক ভালোই লাগলো...
নিজেও ধন্য হলাম। ধন্যবাদ।
Dr. Zayed Bin Zakir (Shawon) Darun laglo apnar kobita. Shuvo kamona.
ভোট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা নিরন্তর।
জয় শর্মা (আকিঞ্চন) দারুণ লাগলো। শুভকামনা আর ভোট।
ধন্যবাদ। সাথে শুভেচ্ছাও রইলো।
জসিম উদ্দিন আহমেদ কবিতা ভাল হয়েছে। তবে বানানের ব্যাপারে সর্তক হতে হবে। ভোট ও শুভেচ্ছা রইল।
ধন্যবাদ। দুঃখিত অনিচ্ছাকৃত টাইপ মিসটেকের জন্য।
সেলিনা ইসলাম এত্ত অবহেলা...! কবিতা বেশ ভালো হয়েছে। তবে বানানের দিকে এবং পাঠকের বুঝার সুবিধার্থে,সহজ শব্দ চয়নে বাক্য গঠনের দিকে আরও বেশি করে খেয়াল রাখতে হবে। শুভকামনা রইল।
আবোলতাবোল বানান। আর শব্দই কবিতার প্রাণ, তাই নয় কি?
ভোটের জন্য অআঙ্কক ধন্যবাদ।
প্রতীক onek valo laglo
ভোটের জন্য অআংকিক ধন্যবাদ।
আলমগীর কাইজার খুব সুন্দর । আবোলতাবোল বানানটা দেখে নেবেন। ভালোবাসা রইলো ।
কাজী জাহাঙ্গীর কবিতা হিসেবে উৎরে গেছে বলব না বেশ ভালই হয়েছে, শুধু বিষয়টার প্রতি অবহেলা আছে মনে হল বিনয়ের সাথে বলছি যা পাঠক হিসেবে হতেই পারে। অনেক শুভ কামনা, ভোট আর আমার পাতায় আমন্ত্রণ।
অনেক সুন্দর মন্তব্য। thanks for vote.
আলমগীর সরকার লিটন প্রশ্নদৃষ্টির চোখগুলো সোচ্চার আরোহী হয়ে উত্তর জানতে চায় বারবার, আমি তাও নিরব থাকি। --------------

১৭ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪