আমরা যতই,,,,,

স্বপ্ন (জানুয়ারী ২০১৮)

মোঃ ফরহাদ হোসেন
  • ১৬
আমরা যতই যতন করে,
বানায় প্রাসাদ বাড়ি।
বিলাষ বহুল জীবন গড়ি
চড়ি দামের গাড়ি।
আধার থেকে আলোক প্রানে,
যায়না যতই সরে।
কালি মাখা আধার কেবল,
আসেই জীবন ঘিরে।
আকাশ ছুয়ার ইচ্ছে ছিলো,
ছিলো রং এর আশা।
ভয় করে তার জীবন বেলা,
জুড়ায় বাধে বাসা।
ভায়ের মায়ের বাবার সৃত্মি,
চোখের কোনে ধরে।
কখন যেন হাড়িয়ে গেলো,
কালের অতল ঘরে।
রুপের পরশ রাখতে ধরে,
এই করি ঐ করি।
খানিক পড়ে ভাটির বেলা,
তাওতো হলেম বুড়ি।
বিদ্যে ছিলো গর্ভ করার,
সৃত্মির ক্ষয়ে ক্ষয়ে।
শক্তি সাহাস সব হাড়ালো,
এই ভয়ে ওই ভয়ে।
কত জনার প্রিয় ছিলাম,
কেউ ছিলো মোর প্রিয়।
এখন তো আর কেউ বলে না,
খানিক খবর নিও।
কেউ ডাকে না আয় খেলে যা,
দৌড়ে খানিক ভোরে।
সন্ধ্যে বেলার বাশের বাঁশি,
সেও বাজেনা সুরে।
যতই হাসির বান ধরেছি,
ততই হাড়ায় সুখ।
অস্ত বেলার খোয়ব দেখি,
হুতুম পেঁচার মুখ।
যতই বাঁচার বান ধরি না,
ততই যাবো মরে।
উঁচু প্রাসাদ দামের গাড়ি,
থাকবে সবই পরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম নি র মো হা ম্ম দ কালি মাখা আধার কেবল, আসেই জীবন ঘিরে। আকাশ ছুয়ার ইচ্ছে ছিলো, ছিলো রং এর আশা।।ভোট ও শুভকামনা রইল।।আমার লেখা পড়ার আমন্ত্রণ।।
মাইনুল ইসলাম আলিফ ভাল লেগেছে কবি।শুভ কামনা আর ভোট রইল।আমার পাতায় আমন্ত্রণ।(কিছু বানান ভুল আছে,প্লিজ একটু খেয়াল রাখবেন)।
মোঃ মোখলেছুর রহমান অন্ত অনুপ্রাসে সহজ কবিতা, সহজেই শেষ হল,কিছ বানান সমস্যা,হয়তো অগোচরে হয়েছে,সেদিকে খেয়াল রাখা দরকার।চর্চা চলুক এই প্রত্যাশা,ধন্যবাদ।
মামুনুর রশীদ ভূঁইয়া মূল্যহীন নয়, অমূল্যকেই মূল্য দিলাম কবি। চমৎকার লিখেছেন। আরো ভালো কবিতা চাই। ধন্যবাদ। আমার গল্পের পাতায় আমন্ত্রন।

০৮ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“ফেব্রুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ ফেব্রুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী