ধর্ষিত পতাকা, ধর্ষিত স্বাধীনতা

স্বাধীনতা (মার্চ ২০১৩)

আহমেদ সাবের
  • ৩৫
তালিয়া বাজাও বলে জাদুকর এক
আলখাল্লা বিবর থেকে যাদু দণ্ড নিয়ে
ঊর্ধ্বাকাশে তুলে হাত - আইফেল টাওয়ার।
আগডুম-বাগডুম শব্দে ক্রধোন্মত্ত কুটিল বরাহ,
নিমেষে মানচিত্র থেকে মুছে ফেলে রক্তিম গোলক -
ডেভিড কপারফিল্ডের, অপসৃত মূর্তির মতন।

ধন ধান্যে পুষ্পে ভরা, কুশীলব সব,
গগন বিদারী শব্দে আরশ কাঁপায়।
ভালোবাসি ভালোবাসি,
মৌমাছির অবিচ্ছিন্ন অনন্ত গুঞ্জনে
ধান্য খশে, পুষ্প খশে দ্রৌপদীর বস্ত্রের মতন -
কৃষ্ণ ধন বেঁচে থাকে, জলে ভাসা বড়শির শোলা।

মাতৃচিহ্ন তিরোহিত। স্বাধীনতা, সবুজ পতাকা
বিকোয় মুদ্রার মূল্যে,পতিতা যেমন।
রাজপথ জনাকীর্ণ নতুন প্রেমিকে -
মুখোশ সম্মুখে ধরে হাস্যমুখী নৃশংস জল্লাদ।

ধুলো ঢাকে ইতিহাস, হাড়ে বাড়ে ভাইরাস,
সন্তানেরা চোখ ঢাকে, ঐক্যহীন, ক্লীব অপবাদে;
ধর্ষিতা জননী কাঁদে - অসহায়,শিকারীর ফাঁদে।




সিডনী ফেব্রুয়ারী ১৮, ২০১৩
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মনির খলজি ধর্ষিতা জননী কাঁদে - অসহায়,শিকারীর ফাঁদে।.....এভাবে আর কতবার ? সরকারী - বিরোধী উভয়ই তো + আপনি আমি সবাইতো এজন্য দায়ী.......আমরা দেশ-সাবা করি ..নাকি ক্ষমতা সেবা করি ?.... এজন্য তৃতীয় শক্তি অবশ্যই মজা লুটবে...তবু-ও আমাদের বোধদয়-তো হবে না !!! খুব-ই ভালো লিখেছেন ... শুভকামনা রইলো.
মোঃ কবির হোসেন অসাধারণ একটা কবিতা পড়লাম এবং হৃদয় ছুয়ে গেল. ধন্যবাদ.
মোঃ সাইফুল্লাহ ধুলো ঢাকে ইতিহাস, হাড়ে বাড়ে ভাইরাস, সন্তানেরা চোখ ঢাকে, ঐক্যহীন, ক্লীব অপবাদে; ধর্ষিতা জননী কাঁদে - অসহায়,শিকারীর ফাঁদে .................... সত্যিই চমত্কার//
সূর্য সাবের ভাই বলতে পারেন দোষ কার? এই যে হাজার হাজার মানুষ অদৃশ্য যাদুকরের ইশারায় পতাকা ফালা ফালা করলো, শহীদ মিনার ভেঙ্গে ফেলল, আগুন জ্বেলে দিল হিন্দুদের ঘরে মন্দিরে এর দায় কার? মানুষের মানুষ হতে গেলে যে বিবেক বোধটুকু থাকা দরকার আমরা সাধারণ মানুষগুলোর কি তা আছে? আমরা যতদিন খেলার সামগ্রী হয়ে থাকব ততদিন ওরা আমাদের নিয়ে খেলবেই। হয়তো আমাদের মতো কিছু বেপরোয়া মানুষ নতুন আশায় স্বপ্ন বাধবো নতুন করে শাহবাগে জমায়েত হব আর পুরনো খেলোয়াররা সেই খেলাই চালিয়ে যাবে। আর একে একে নিশ্চিহ্ন করে যাবে আমাদের। ভোট দেয়ার সুযোগ থাকলে আপনার এ কবিতায় সর্বোচ্চটা দিতে দ্বিতীয়বার ভাবতাম না।
সাজিদ খান মনে হয় কবিতাটি রবি ঠাকুর লিখেছেন । সত্যিই চমত্কার..
ওয়াছিম ভালোবাসা দিয়ে গেলাম।
ওবাইদুল হক অসাধারণ এক কাব্য গাতুনি দাদা । ইতিহাস আর বাস্তবতা আমাদের কাছে এক করুনাময়ী ভাষা হয়ে উঠেছে , যেখান থেকে আমরা রেহাই পাওয়ার কোন পথ দেখছিনা । তবে আপনার কবিতায় সেই আশা সুন্দর করে তুলেছে ।
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন বিকোয় মুদ্রার মূল্যে,পতিতা যেমন...। উপমাময় বাস্তবতা! চোখে আংগুল দিয়ে দেখালেন, কিন্তু আমরা হয়তো অন্ধ। দারুণ লিখেছেন। শুভেচ্ছা রইল।
ধন্যবাদ ওয়াহিদ ভাই। "অন্ধের দেশে কানা রাজা" বলে একটা প্রচলিত গল্প আছে। আমাদের অবস্থাও তাই। ভালো থাকবেন।
নিরব নিশাচর চমত্কার কবিতা সবের ভাই... সত্যিই চমত্কার...
ধন্যবাদ নিরব নিশাচর। অন্তহীন শুভেচ্ছা।
খোন্দকার মোস্তাক আহমেদ সন্তানেরা চোখ ঢাকে, ঐক্যহীন, ক্লীব অপবাদে;/ ধর্ষিতা জননী কাঁদে - অসহায়,শিকারীর ফাঁদে...সাবের ভাই অসাধারন লাগলো !
ধন্যবাদ খন্দকার মোস্তাক আহমেদ। শুভকামনা রইলো।

০৭ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪