একলা আকাশে একাই পুড়ি, একাই হই শঙ্খচিল-
তুমি তো বিস্ময়কর; হঠাৎ এসে হঠাৎ বাজিয়ে যাও বীণা-
আমি তো একাই ভিজি, একাই ডুবি-
মেঘের শহর গুলিয়ে উজাড় শ্রাবণ ভিজিয়ে তুলে যেমন!
এই যে প্রতিনিয়ত স্মৃতির বিলাপে, অভিমান-অনুশোচনারা হাতছানি দিয়ে ডাকে
দিনলিপির জলভোজে ভালোবাসারা বিমর্ষতার কথা বলে-
বিষণ্নতার রক্তস্রোত বুকের উপর উত্তাল ঝড়ের মতো বয়ে চললে,
বেদনার জমাট রক্তক্ষরণ হাতে-পায়ে আর মুখে তুলে নিই-
তবুও প্রত্যাশা জমে, অপেক্ষা আর উপেক্ষার জীবন্ত উত্তাপে নব-স্বপ্ন এসে জোৎস্নায় জল রঙ আঁকে।
এই যে নিবেদিত অন্ধকার রাত আর অবজ্ঞার ঢেউ-
নিপিড়ীত নাট্যমঞ্চ আর হৃদয়হীনার খেলাঘর
সমুদ্রের কিনারায় এসে যেমন প্লাবিত করে দু'চোখ-
প্রাপ্তি এবং অপ্রাপ্তির নিরুত্তাপ বোবা কান্না আসক্তির ধ্রুব সূত্রে এসে-
অনুতপ্ত আর অপবাদের আঁধারচিত্র বানিয়ে ফেলে যেমন
তেমনি একটা মায়া, একটা প্রীতি শূন্যতায় দাঁড়িয়ে ভালোবাসা পুষে প্রতদিন!
ধীরে ধীরে প্রত্যাশার তীব্র ইচ্ছা-আকাঙ্খা আর
ভালোবাসা সমুদ্রনীলের গভীরে হারিয়ে যায়-
সেখান থেকে তুলে আনি, প্রত্যাশার শব্দ বুনি
কালবৈশাখী ঝড়ে পাওয়া আর না পাওয়ার জমাট
রক্তক্ষরণে এখনো ফের তুমি-
জানি হয় তো একদিন ফিরবে নয় তো আমাকে শূন্যতা
বানানোর সমস্ত অভিমান পুষে সাগর বানাবে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
সে বুঝে যে সত্যিকার ভালোবাসে। হয় তো কারণে-অকারণে হারিয়ে যায় কিংবা ভুল বোঝাবুঝির কঠিনতম শব্দে নিজেদের মাঝে অনেক বড় অভিমান জমে। অতঃপর অনেক বড় ফারাক। সে ভুলের প্রায়শ্চিত্তে এসে প্রেমিক গুণতে থাকে দীর্ঘ একটা প্রত্যাশা। দিনকে দিন আর অন্ধকার রাত্রির গভীরে জমানো অভিমান পুষতে পুষতে আঁধার ঢেকে আসে জীবনে। অথচ তার বিপরীত মানুষটি বিশাল সুখ নিয়ে পড়ে থাকে তখন। অবশেষে কথা দিয়ে কথা না রাখার একটা অভিমান একসময় কোন কারণে তার বুকে এসেও বিষণ্নতার ঝড় তুলে। তখন সে নিশ্চয়ই বুঝতে পারে কারো স্বপ্ন-ইচ্ছা আর আকাঙ্খায় উত্তাল ঢেউয়ে কতটা অভিশাপ লেখা থাকে। 'শূন্যতা' বিষয়ের সাথে উক্ত বিষয়াবলী বিবেচনা করলে আমার 'সমুদ্রনীল' কবিতাটি শতভাগ সামঞ্জস্যতা পাবে বলে আমার বিশ্বাস।।
২২ ডিসেম্বর - ২০১৬
গল্প/কবিতা:
৬৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।