ভীষণ নীরবতা

শূন্যতা (অক্টোবর ২০২০)

মোঃ নুরেআলম সিদ্দিকী
  • ১৭০
দক্ষিণা মেঘে এক পশলা বৃষ্টি প্রতিনিয়ত ভিজিয়ে দেয়;
সুখ-দুঃখ আর একমুঠো হাসি বাক্সবন্দী আজ হৃদয়ের কারাগারে
ফের হঠাৎ কারা যেন আসে আবার হঠাৎ কারা যেন চলে যায়!
অথচ বেঁধে দেয় ফ্রেমে আঁকা কাব্যিক শহর,
বর্ণমালার প্রেম আর স্মৃতির শহর জুড়ে ভুলে না যাওয়া নির্ভুল ইতিকথা!
এভাবেই চলতে চলতে নীরবে কেটে যায় কত রাত,
কত দিন___ ফেরারি বসন্ত, কোকিলের সুর, কেটে যায় এক আলোকিত দিন, স্বপ্নোজ্জ্বল রাত;
মায়াময় এ দিন অতিবাহিত হতে হতে অতঃপর একদিন আবার কারা যেন আসে,
একবুক অট্টহাসি নিয়ে ঘিরে দেয় অভিমান;
জমাট বাঁধে মেঘালয় আর বিষণ্নতার শূন্যতায় বাঁধা ভীষণ নীরবতা!
তবুও পথিক হেটে চলে এ পথ,
আশা জাগায় গুমোট বাঁধা এই বিষাদের রাত্রির শহরে
হয় তো কিছুদূর গেলেই মিলবে আলোকোজ্জ্বল এক স্বপ্নের সিঁড়ি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার ভাল বলেছেন । কাব্যে+++
ভালো লাগেনি ২০ ফেব্রুয়ারী, ২০২১
Lutful Bari Panna সুন্দর
ভালো লাগেনি ১৪ জানুয়ারী, ২০২১
কেতকী সুন্দর লেখা।
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত বিষয় আর উপস্থাপনা বেশ ভাল লাগল । ভাল থাকবেন ।
সুদীপ্তা চৌধুরী ভীষণ নীরবতা জন্ম দেয় শূন্যতার হোক জীবন, অনুভূতি কিংবা সম্পর্কের

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মানুষ বাঁচতে শিখে। আর এ বাঁচার আপ্রাণ চেষ্টায় স্বপ্ন দেখে একদিন অনেক বড় হবে। অথচ কাছের মানুষগুলো যখন বারবার আঘাত দেয় তখন নিজেকে একাকীত্ব কিংবা শূন্যতা ছাড়া আর কিছু মনে হয় না। তবুও বারবার এ ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে একদিন স্বপ্ন দেখে আরো বড় হবার। আশা জাগে আরেকটু এগিয়ে যাওয়ার। হয় তো আরেকটু এগিয়ে গেলে মিলবে সুখ কিংবা পূরণ হবে বড্ড এ একাকীত্ব কিংবা শূন্যতা! শূন্যতা বিষয়ের সাথে কবিতাটির ব্যাখ্যা এ এভাবে নিলে বিষয়ের সাথে আমার ভীষণ নীরবতা কবিতাটি সম্পূর্ণ মিল পাবে বলে আমার বিশ্বাস।

২২ ডিসেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৬৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫