একটি নিঝুম দ্বীপ আর একটি অন্ধকারাচ্ছন্ন রাত এলেমোলো দুঃপ্নের ঘুমকে যে ভাবে ছুঁয়ে দেয় ব্যর্থতার স্পর্শানুভূতি;
যে ভাবে একটা অভিমান ধারালো ছুরির মতো আঘাত হানে বুকের কোণে জ্বালিয়ে দেয় নীরবতার সব প্রজ্ঞাপন
ঠিক সেইভাবেই চমকে উঠি, ঠিক সেইভাবেই ভেংগে যায় মন, ভেংগে যায় হৃদয়ের প্রস্ফুটিত খেলাঘর!
এই যে প্রতিনিয়ত রং-তামাশার খেলা চলে,
ছলনার ছলাকলে রৌদ্রজ্বল শহর ভিজে
আত্মীয়তার দাপটে সুক্ষ্ম হৃদয় বিষণ্নতার কথা বলে,
নিদ্রাতুর দু'চোখ জাগিয়ে জাগিয়ে একাকীত্ব চাঁদের সাথে ভীষণ কথা বলে!
ঠিক সেইভাবেই জড়ানো ঘাসের গালিচা বেদনা জাগিয়ে তুলে
ক্লান্ত শরীরটা অদ্ভুত রাতের কথা তুলে আনে,
ঠিক সেইভাবেই দুর্দান্ত এক অগ্নিঝরা দেয়াল জলে ভেজা চোখের কথা বলে
ভীষণ বিভীষিকাময় রাত্রি আচমকা বুকের ভিতর একাকীত্বের ঝড় তুলে___
যদিও কামড় বসিয়ে দেয় ঠিক হৃদয়ের কোণে, যদিও বুকফাটা চিৎকার ভেসে আসে
তবুও হাসি, তবুও মাতি____ মিষ্টি ছন্দের পথে হেটে চলি
যার সময় তার ভালোবাসা, তার আত্মীয়তা; আপন না হয় পর হলাম, হয় তো সেই পরই একদিন যোগাবে আপনের খেলাঘর!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
জীবনে দুঃখ আছে, বেদনা আছে, কান্না আছে____ ঠিক তেমনি আছে হাসি। তবে সেই আসল বীর, যে দুঃখের সময় কষ্টকে সংগোপন করে মুখে হাসি আনে। আরেকটি ব্যাপার হল একজন কাছের মানুষ, আপনজন যখন কারো দুঃখ দেখেও তা নিয়ে হাসি ঠাট্টা করে তারা সত্যিকারের আপনজন হতে পারে না। সুতরাং জীবনে বেদনা আছে, আর সেই বেদনাকে সংগোপন করে একদিন সুখ আসবেই ইনশাআল্লাহ। না হয় তখনো আত্মীয়-স্বজনকে ভালোবেসে বুঝিয়ে দিবো, আসলে এতো হাসি ঠাট্টার সময় পার হয়ে এখন আমার সুখের সময়েও আমি তাদেরকে অনেক ভালোবাসি।
অতএব এই প্রেক্ষাপটকে নিয়ে আমার এই কবিতাটি লেখা হয়েছে। আশা করি, বিষয়ের সাথে সম্পূর্ণ মিল পাবে।।
২২ ডিসেম্বর - ২০১৬
গল্প/কবিতা:
৬৯ টি
সমন্বিত স্কোর
৪.৯
বিচারক স্কোরঃ ১.৯ / ৭.০পাঠক স্কোরঃ ৩ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।