সবার সুখে হাসি আমি, কাদি সবার দুখে। নিজের খাবার বিলিয়ে দেই, অনা হারির মুখে• প্রকৃতি হচ্ছে প্রতিভাবানদের শিক্ষক• অক্ষম লোকেরাই ভাগ্যের উপর নির্ভর করে• কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই,তার সাফল্য অনিশ্চিত• শরীর,পোষাক এবং আত্মা এই তিনটিকে সর্বদা পবিত্র রাখুন• যখন সবকিছু হারিয়ে যায় ভবিষ্যত্ তখনও থাকে• বিপদ চলে যাওয়া মাত্রই আমরা খোদাকে ভুলে যাই• সব নিষ্টুরতা দূর্বলতা থেকে জন্ম লাভ করে• যে জিনিসের উথান আছে তার পতনও আছে• যুক্তিতে না পারলে শক্তিতে দেখে নেব,ইহাই বর্বর নীতি• না বুঝেও বোঝার ভান করার চেয়ে নিজের অগ্গতা প্রকাশ করা অনেক ভালো• জীবন যতক্ষণ আছে,বিপদ ততক্ষণ থাকবেই• নিজের কথা ভেবে অন্যের বিচার করুন• প্রতারণার মত জঘণ্য কাজ আর পৃথিবীতে কিছু নেই• নির্দয় ব্যবহার সহনশীল লোকেরও ধৈর্য্যচ্যুতি ঘটায়• বিচ্ছেদের মুখে প্রেমের বেগ বাড়িয়া উঠে• গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আবেগকে প্রশ্রয় দেয়া উচিত নয়• টাকা পয়সা হীন মানুষ তীরহীন ধনুকের মতো• চমত্কার ব্যবহার আতিথেয়তার একটি গুরুত্বপূর্ন অংশ• বই পড়তে যে ভালোবাসে তার শত্রু কম• জীবন ছোট বলেই মহান• ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দূর্নীতি• বিপদের সময় যার বুদ্ধি লোপ পায় না,সে-ই যথার্থ বুদ্ধিমান• অপরকে ভালোবেসে উত্সর্গীকৃত জীবনই হচ্ছে সার্থক জীবন• মা এবং মায়ের মুখের ভাষা দুটোর মূল্যই সমান• ভালোবাসা,আশা,দুঃখ এবং বিশ্বাস দিয়ে গড়া মানুষের চরিত্র• উষর মরুর ধূসর বুকে যদি একটা শহর গড় ,একটা মানুষ-মানুষ করা তার চাইতেও অনেক বড়• ভীতু লোকের উচ্ছাস আর রাতে দেখা স্বপ্নের মধ্যে কোন প্রভেদ নেই• যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে• কোন ক্ষুধার্তকে পেট পুরে খাওয়ানো হলো সর্বোক্তম দান• বিশাল হৃদয়ের অধিকারীরাই কষ্ট পায় বেশী• বুদ্ধিমান লোক বিপদের সময় নিশ্চুপ থাকেন• নতুন দিনই নতুন চাহিদা এবং দৃষ্টিভঙ্গির উদ্ভব ঘটায়• সময় চলে যায় না আমরা চলে যাই,আর সময় থাকে• একটিমাত্র কাজ দিয়ে কাউকে ভালো বা খারাপ বলা যায় না• জীবন ছোট এবং সময় দ্রুতগতিসম্পন্ন• মন যখন বিগড়ে থাকে কোন সুরই তখন মধুর লাগেনা• স্বেচ্ছায় নেয়া দুঃখকে ঐশ্বর্যের মতোই ভোগ করা যায়• বেশী খাবার খাওয়া এবং বেশী কথা বলা দুটোই ক্ষতিকর• সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যাক্তিত্বহীন• যার করার কিছুই নেই তারই ব্যস্ততার ভান বেশী• কুসংস্কার মানুষকে বানায় বোকা,আর সন্দেহ তাকে করে পাগল• অনেক সময় ভালোকে ভালো বলার জন্য সত্সাহসের প্রয়োজন হয়• অসুস্হ লোকের চিন্তাভাবনাও অসুস্হ থাকে• সুন্দর পোষাক পরিহিত ব্যক্তি মাত্রই ভদ্রলোক নয়• ভিক্ষুকদের দলনেতা ভিক্ষুক ছাড়া আর কিছুই নয়• বিনা পরিশ্রমে যা অর্জন করা যায়,তা দীর্ঘস্হায়ী হয় না• খুব কম লোকই তার চাকরের প্রশংসা পেয়ে থাকে• নীরবতা মঙ্গল না করতে পারে কিন্তু ক্ষতি করে না• প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না• প্রত্যেকটি কথা ধৈর্য্য ধরে শোনা একটি ভাল অভ্যাস• জন্মদাতা হওয়া সহজ,কিন্তু পিতা হওয়া বড়ই কঠিন• বৃষ্টির জলে চিতাবাঘের শরীরের দাগ ধুয়ে যায় না• আত্মরক্ষা করা প্রকৃতির প্রথম আইন• পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়• একজন ভাগ্যবান ব্যক্তি সাদা কাকের চেয়েও দূর্লভ• সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈয্য ও চেষ্টা• পরিবেশ মানুষকে যে শিক্ষা দেয়,পাঠ্য পুস্তক তা দিতে পারে না• যেদেশে গুনীর সমাদর নেই সে দেশে গুনী জন্মাতে পারেনা• ভাবুক আর ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ট দরবেশ• নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন• বিড়ালের সঙ্গে যে খেলে তাকে মেনে নিতে হয় আঁচড়• বিলসীতা করার মধ্যেও সীমাবদ্ধতা থাকা উচিত• পথ পথিকের সৃষ্টি করে না,পথিকই পথের সৃষ্টি করে• বিপদ যত শীঘ্র আসে তত শীঘ্র যায় না• খালি পেটে কোন মানুষ বিচক্ষণ হতে পারে না• কর্মদক্ষতাই মানুষের সবচেয়ে বড় বন্ধু•
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর
কোন কাজে যার নিজস্ব
পরিকল্পনা নেই,তার সাফল্য
অনিশ্চিত• কথাটা স্মরণে রাখবেন কিন্তু লেখা চলতে থাকুক অবিরত, নতুন বছরের শুভেচ্ছো, আর শুভ কামনা।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।