সমুদ্র সংসার

বন্ধু (জুলাই ২০১১)

এস, এম, ফজলুল হাসান
  • ৯৩
  • 0
  • ৩৭
নদীর ঘোলাতে অস্বচ্ছ জল
সাদা-বেগুনী ফুল থোঁকায় থোঁকায় কচুরিপানা,
তুমি কি দেখেছ কভু প্রিয়া ?
সবুজ আভায় ভাসমান আলপনা \\

তোমার ছোট্র মনে
কত রঙ্গিন স্বপ্ন বোঁনে-
আকাশের তারারা, হয় যে গোলাপ
গভীর রাতের নির্জনে \\

প্রিয়া ! তুমি কি কখনো ভেবেছ ?
সেই কচুরিপানার দুঃখ গুলো,
অবিরাম ক্লান্তিহীন ভাবে
ছুটে চলে গ্রামের পর গ্রাম,
কোথাও বাঁধা পেয়ে স্থির হয়ে থাকে
দিনের পর দিন।
নাহ্! তুমি কখনো ভাবনি এমন করে
ময়লা নর্দমায় কিংবা ঘোলাটে নদীতে
কচুরিপানা জন্মায় বলে,
তোমার কাছে এর মূল্য নেই কিছুই,
কিন্তু আমিও যে এক কচুরিপানা
ছুটছি জীবনের লক্ষ্যহীন পথে \\

প্রিয়া, তুমি কি কখনো দেখেছ
তোমারই ঘরের কোণে
চড়ুই পাখির ছোট্র বাসাটিকে,
বারবার ভেঙ্গে দেওয়ার পরও
আবার গড়ে তোলে আপন মহিমায়।

আমিও স্বপ্ন দেখি
একটি সুখের সংসার,
ছোট্র প্রানের নব অস্তিত্বের,
ঘরময় ছুটাছুটি নতুন জীবনের।
তুমি কি পারবে না প্রিয়া ?
পৃথিবীর সকল জঞ্জাল সরিয়ে
সোনালী আলোয় সাহসী বুকে
বিদ্রোহের আগুন জ্বালাতে -

তুমি কি পারবে না ?
সকল বাধা পায়ে দলে
আমার সমুদ্র সংসারে ঢেউ তুলতে।

প্রিয়া, অতীতটাকে চেয়ে দেখ
শুধুইতো বন্ধু ছিলে তখন,
গুটিগুটি পায়ে হয়েছ মনের রানী-
আরো কিছু সাহস, বুকে করে সঞ্চয়
আমার গৃহ রানী হতে দোষ কি বলো?

একটি সংসার, তুমি-আমি
এইতো স্বপ্ন,
প্রতীক্ষায় রইলাম সেই দিনটির \\
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ফজলুল হাসান লুতফুল বারি পান্না ভাই , আমার কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |
Lutful Bari Panna আমরাও প্রতীক্ষায় রইলাম...
এস, এম, ফজলুল হাসান কুতুব উদ্দিন কনক ভাই, আমার কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |
কুতুব উদ্দিন কনক সামান্য কচুরিপানায় ঢাকা থাকে পুকুরের পরিস্কার টলটলে পানি । অথচ এই কচুরিপানাকেই জঞ্জালের মত এধার-ওধার ভেসে বেড়াতে হয়। ভাই আপনার জীবনটা এই রকম যেন না হয় । কবিতাটা খুব কষ্টের মনে হইলো।
এস, এম, ফজলুল হাসান রোহান শিহাব ভাই, আমার কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |
রোহান শিহাব কবিতাটার শব্দ চয়ন অনেক সুন্দর । ভালো লেগেছে ।
এস, এম, ফজলুল হাসান সুমন কান্তি দাস দাদা , আপনার সুন্দর কমেন্ট খুব ভালো লাগলো | ধন্যবাদ আপনাকে |
সুমন কান্তি দাস আমরা বেঁচে আছি,ছিলাম,থাকবো শুধু স্বপ্ন দেখবো বলে................আপনার স্বপ্ন পূরণ হউক,আনন্দ আলোয় উদ্ভাসিত হউক আপনার আগামী................
এস, এম, ফজলুল হাসান ইউনুস ভাই , আমার কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |
এস, এম, ফজলুল হাসান মোঃ ইকরামুজ্জামান ভাই, আমার কবিতাটি পড়ার জন্য অনেক ধন্যবাদ |

০৬ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪