স্বীকারোক্তি

ঐশ্বরিক (মার্চ ২০১৭)

নিশ্চুপ রুদ্র
  • ১২
আমার ছোট্ট একটা রাজ্য ছিল।
দিগন্ত তার আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিল,
ঘাসফড়িংয়ের স্বপ্নমাখা সবুজ কোনো স্নেহে।
পুবে একটা পদ্মপুকুর, গল্প লিখত
তার শান বাঁধানো ঘাটে।

সেথায় মায়ায় জড়ানো ছোট্ট একটা কুঁড়েঘর ছিল।
উত্তরে ছিল কারুকার্যে বিভোর ছোট্ট দেবালয়
তার সন্ধ্যা প্রদীপের ম্লান আলোকে,
উঠোনে আঁকা আলপনাটা আবছা দেখা যেত।

দেবালয়ের পাশ ঘেসে এক কৃষ্ণচূড়ারর গাছ,
বোশেখ এলেই লাল রঙে সে স্বপ্ন করত বিলি।
তাকে দেখেই কি যেন আবছা ভাসত আমার তৃষাতুর দুই চোখে,
তার ছায়ার কোলেই কাটত আমার উদাসী বিকেলগুলি।

মাঝে মাঝেই দক্ষিণ থেকে ভেসে আসত
চিরপরিচিত বেলি ফুলের ঘ্রাণে মাতাল হাওয়া।
ভয়ার্ত চোখে ফিরে তাকাতেই একই দৃশ্য-
দক্ষিণের সিংহদ্বারটা খোলা।

একই অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে সে
চারপাশেই ধোঁয়া, সে যেন তার রাণী।
তার গায় জড়ানো লাল পেড়ে সাদা শাড়ি
কৃষ্ণচূড়ার রঙে মাখা সিঁথির সীমানা।
দুচোখ জুড়েই শ্রাবণ দিনের ধূসর মেঘের মত
স্পষ্ট কিছু বিষণ্ণতা আঁকা।

তারপর, প্রশান্তির বদলে বিরুপিকা যন্ত্রণায়
দগ্ধ হওয়া আমি,
মৃত্যু চেয়ে আপনার কাছে
যতবার দিয়েছি আবেদন,
আপনি দিয়েছেন কঠিন তীরস্কার।

অতঃপর ঘোর পরিকল্পনা করে
আপনাকে আমার রাজ্যে আনতে বাধ্য হলেম যমরাজ।
বিশ্বাস করুন নিজের তৈরি এত শূন্যতায়
কোন অমানুষই বাঁচতে পারে না, আমিও পারিনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ভূবন khub valo kobi. amar kobita porar jonno amontran..
মোঃমোকারম হোসেন দারুন লিখেছেন আমার পাতায় আমন্ত্রণ আসবেন ভোট রেখে গেলাম
Dr. Zayed Bin Zakir (Shawon) Mon chhuye gelo. Shundor drishsayan korechhen.
ইনজাম সায়েম বেশ ভালো লাগলো। কবি কে শুভেচ্ছা
মোঃ নুরেআলম সিদ্দিকী হে কবি, কৃঞ্চচুড়া ও বেলী ফুলের কথা মনে করে দিলেন। বেশ ভালো লাগলো। শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
কাজী জাহাঙ্গীর কৃষ্ণচুড়া আর ঘাসের সবুজ কার্পেট ছেড়ে যমরাজকে চাইনা ভাই, বেশ লিখেছেন,আপনার ভোটিং বন্ধ তাই সিল মারা হল না, আমার পাতায় আসবেন কিন্তু।
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

৩০ নভেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪