আমি কিছুটা সময় ধংস হতে চেয়েছি কিছুটা সময় অন্ধকারে কাটাতে চেয়েছি আমি কিছুটা সময় তোমাকে ছুয়েঁ দগ্ধ হতে চেয়েছি কিছুটা সময় তোমাকে হারানোর যন্ত্রণার দীর্ঘশ্বাসে লন্ডভন্ড হতে চেয়েছি আমি কিছুটা সময় আমার কাছে আমি অপরিচিত হতে চেয়েছি কিছুটা সময় তোমাকে অচেনা দেখতে চেয়েছি আমি কিছুটা সময় পেয়ে পেয়ে হারিয়ে ক্লান্ত হতে চেয়েছি কিছুটা সময় মরিচীকার পেছনে ছুটতে চেয়েছি আমি কিছুটা সময় তোমার বুকে আমার দীর্ঘশ্বাসের শব্দ শুনতে চেয়েছি কিছুটা সময় আমার বুকে তোমার অহংকারের আগুন জ্বলতে দেখতে চেয়েছি আমি কিছুটা সময় আকাশের বুকে নি:সঙগ পাখি হতে চেয়েছি কিছুটা সময় অভিশপ্ত দমকা হাওয়ায় আহত হয়ে নিচে পড়ে যেতে চেয়েছি আমি কিছুটা সময় কান্নার নোনা জলের স্বাদ পেতে চেয়েছি। কিছুটা সময় শ্যাওলা হয়ে ভাসতে চেয়েছি আমি কিছুটা সময় হিংস্র বনের বাঘিনী হতে চেয়েছি কিছুটা সময় প্রান ভয়ে পালিয়ে যাওয়া নিরীহ হরিনী হতে চেয়েছি আমি কিছুটা সময় নিভে যাওয়া প্রদীপ হতে চেয়েছি কিছুটা সময় অনেক আকাংক্ষিত আকাশের চাঁদ হতে চেয়েছি
যা চেয়েছিলাম সবই পেয়েছি তবে কেন এই শূন্যতা? কার জন্য অপেক্ষা?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।