প্রথম অনুনয় তোমার আমার

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৬)

সাজ্জাদ আলম
নীলচে আকাশের নিচে সমুদ্রের গর্জন এ
তোমার আমার দেখা,
চলেছি পাশাপাশি তবে
হাতটা ছুঁয়ে দেখা হয়নি
তাতে কি মন যেখানে ছুঁয়েছে
সেখানে শারীরিক স্পর্স্টা
খুব বেশি মূখ্য বলে মনে হয়নি।

হয়ত সময় টা আর ও গভীর হত,
হয়ত সন্ধ্যা তারা গুলো দুজনের পথের দিশারী হত,
হয়ত আজ রাতের আকাশের চাঁদ টার দিকে তাকিয়ে দুজনের অনুনয় হত,
হয়ত আজ রাতের আধারে দুজনের প্রণয় হত।

থাক না যা কিছু হয়নি,
থাক না কিছু ভালবাসা গচ্ছিত তোমার কাছে,
থাক না কিছু কথামালা জমা তোমার আমার।

ছোট ছোট আশাতে
অনেক ভালবাসা থাকে
তা আজি মনের বাতায়নে জানান দিল।

জানি না তুমি প্রিয়সী না শ্রেয়সী তবে এইত জানি তোমাকে চিনতেছি,
বুঝতেছি আর সাথে আমার ভাললাগা টা তোমাকে দিতে পারাটাও আমার কাছে অনেক বেশি কিছু পাওয়া।

তোমার মুখের এই স্তব্ধতা কেমন যেন
অকৃত্রিমরূপ ভালবাসা সৃষ্টি করেছে,
সন্ধ্যার আবছা অন্ধকার
সমুদ্রের নোনাজলে সেই ভালবাসা ছড়িয়ে পড়েছে।

আর ও কিছুক্ষণ হাঁটলাম
এ যেন কোলাহল থেকে দূরে -
বৃথা চেষ্টা যাওয়ার,
সূর্যের অস্তগমন আর চাঁদের হাতছানি স্বরণ করে দিতাছে নীড়ে ফিরে যাওয়ার পালা এবার।

নেই আর দূরত্ব আমাদের,
সমুদ্রের কিনারে ঢের ঝাউবন-
এর মাঝদিয়ে চলেছি আমরা দুজন,
তোমার চোখে দৃষ্টি রেখে হারিয়ে যাওয়া যায় তবে তোমার শরমমাখা মুখখানি আমাকে তোমাতে আবদ্ধ করে রাখেন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
দ্বিপদী ঊর্ণনাভ শেষ শব্দটি বোধ হয় "রাখে" হবে। আর চিনতেছি, বুঝতেছি শব্দ দুটি বেখাপ্পা মনে হচ্ছে। অন্যথায় খুব ভালো লিখেছেন।
কাজী জাহাঙ্গীর সবুজ ভাই এর সাথে একমত। কয়েকটা জায়গা ছাড়া শুরু থেকে শেষ পয্যন্ত বেশ সাবলিল হয়েছে। এগিয়ে যান দৃঢ় পায়। শুভকামনা আর আমার গল্প , কবিতায় আমন্ত্রণ ।
সাইদুল ইসলাম বেশ ভাল ছিল ।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) বেশ ভাল ছিল । কিছু কিছু জায়গায় , পড়তে গিয়ে পাঠকের অনিহা আসার কথা কিন্তু কবি অ চতুর রোমান্টিক ভাব খানা যা চমৎকার । টা পাখক কে আকৃষ্ট করবে নিশ্চিত । অনুরধ থাকবে সবার লেখা পড়ুন। মতামত দিন, উতসাহিত করুন। আরও পড়ুন ।
গোবিন্দ বীন আর ও কিছুক্ষণ হাঁটলাম এ যেন কোলাহল থেকে দূরে - বৃথা চেষ্টা যাওয়ার, সূর্যের অস্তগমন আর চাঁদের হাতছানি স্বরণ করে দিতাছে নীড়ে ফিরে যাওয়ার পালা এবার। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
জয় শর্মা (আকিঞ্চন) স্বার্থক প্রেম আপনার, আবদ্ধ থেকে যান! খুব ভালো লিখেছেন।

০৮ অক্টোবর - ২০১৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫