বৈষ্ণবী

একটি বিয়ে (আগষ্ট ২০১৯)

নাজমুল হুসাইন
মোট ভোট ২১ প্রাপ্ত পয়েন্ট ৪.৭৮
  • ২৯
  • ১০
ফাগুনে ফাগুনে,আগুন প্লাবনে,
পুড়ে পুড়ে আজ,অঙ্গ লালে লাল।
মেহেদী পাতাতে,সঙ্গম সুখেতে,
বাশরে বাঁশরি,সুরেতে মাতাল।
বেলা ডুবে আসে,প্রেয়সী পিয়াসে,
আশাতে নেশাতে,চুপে চুপে মিশে,
চাঁদ মাখা রাত,কেটে কেটে যাক,
শিশিরের ঘাসে,ভিজুক সকাল।
গেঁথে গেঁথে কথা,অল্প স্বল্প ব্যথা,
কামনায় এসে,প্রতি রাতে হেসে,
গুন গুন গান গায়,বসন্ত তমাল।
দক্ষিন গগণে,উড়ন্ত পবনে,
বালি হাঁস ঠোটে,লুটেপুটে চাঁটে,
বিস্বাদ মাকাল!
ধীরে ধীরে তারে,প্রহরী প্রহারে,
এপারে ওপারে,ডাকে কামনায়,
লাজুক লজ্জাতে,আধেক আঁখিতে,
প্রেমেতে মাতাল!
অভিসারে যাব,চিরতরে পাব,
ডেকেছে সমাজ,কালেমাতে আজ,
মোহরানা হবে,আকাশ-পাতাল!
এলোকেশী ফুল,হয় হোক ভুল,
বকুলে মুকুলে,উত্তাল দুকূলে,
এলো বুঝি ঢল,ডুবেছে দামাল।
আসুক না ঝড়,ভাঙুক না ঘর,
লুটপাট হোক,খুন রাঙা চোখ,
হেম বিষে শেষ,মন প্রাণ দেশ!
ছাড়বনা হাত,গিলে খাব রাত,
আগুনে প্রভাতে,প্রতিটি আঘাতে,
মিলনে বেঁহুশ,প্রেমাত্নার দল।
প্রতিক্ষাতে বঁধু,ফিরে এসো জাদু,
আরতো পারি না,পরাণ মানে না।
কুলুকুলু জলে,বড় বাঁধা চলে,
নিশীথে গোপনে,পুড়ি যে আগুনে,
গৃহদ্বার জুড়ে,সর্পের আঁতাল!
ঝর ঝর ঝরে,তরু পাতা ঝরে,
সুখ সুখ পাখি,যায় বুঝি উড়ে!
সখির আঁচলে,দুলদুল দোলে,
যৌবন অকালে,বড্ড যে নাকাল!
ফাগুনে ফাগুনে,আগুন প্লাবনে,
পুড়ে পুড়ে আজ,অঙ্গ লালে লাল।
বারি ঢালো অলি,ফোঁটে যদি কলি,
ওগো মহাকাল,দেখেছ কি হাল?
তুমিযে এলে না!আঁচলে কালিমা,
সিঁথেনে রোদন,সদা প্রহসন,
ক্ষণ কাটে গুনে,দেহ চাঁটে ঘুণে,
শিরশির জ্বরে,আঁকুপাকু করে,
ইশারায় ডাকে,ফাঁদ পাতা জাল!
মরি মরি করে,তোমার অধোরে,
স্বাদ ছিল ঢের,ঘ্রাণ দেব ফের,
নেচে-গেয়ে ফুঁটে,হয়ে শতদল।
জল বয়ে গেল,কলি বাসি হল,
তুমিত এলেনা,তুমিত এলেনা?
চাঁদোয়া আঁধার,শুকনো পাথার,
ছুড়ে মারে মুক্তো,ফেলেছি হেলায়,
কি হবে ওসব?বৈষ্ণবী কপাল!
অবশেষে এলে,কাজল ফুরালে,
কেন তুমি এলে?কেন ফিরে এলে?
নদীতে এখন,স্যাঁতসেতে জল,
বিকৃত কমলে,শ্যাওলা দুকূলে,
ভাঙা খেয়া জুড়ে,ছেড়া ফাঁড়া পাল।
ওগো হল বুঝি,মিলনের কাল?





আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাসুম পান্থ অভিনন্দন কবি
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১৯
মোঃ মোখলেছুর রহমান অভিনন্দন কবি!
ভালো লাগেনি ২৬ সেপ্টেম্বর, ২০১৯
Jamal Uddin Ahmed এবং অভিনন্দন।
ভালো লাগেনি ১৭ সেপ্টেম্বর, ২০১৯
মোঃ নুরেআলম সিদ্দিকী কি ব্যাপার, আপনার লেখাটি পড়ে আমি কমেন্ট করেছিলাম, কিন্তু সেটা কই গেল?? তবুও অভিনন্দন দাদাভাই।।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৯
আমিও ঠিক বুঝতে পারছি না আলম ভাই।তবে ধন্যবাদ আপনাকে।
ভালো লাগেনি ১৮ সেপ্টেম্বর, ২০১৯
মাইনুল ইসলাম আলিফ অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৯
বিশ্বরঞ্জন দত্তগুপ্ত অনেক অনেক অভিনন্দন আর রইল ভালবাসা সহ শুভকামনা ।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৯
জুলফিকার নোমান অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৯
Fahmida Bari Bipu অভিনন্দন আপনাকে।
ভালো লাগেনি ১৬ সেপ্টেম্বর, ২০১৯
Jamal Uddin Ahmed যত্নের সাথে সুন্দর শব্দমালা দিয়ে সাজিয়েছেন কবিতাখানি। ভাল লেগেছে। শুভ কামনা রইল।
Asraful Islam ছোট ছোট শব্দ মিশ্রণে এত সুন্দর একটি কবিতা অনেকদিন পড়া হয়না। অসম্ভব ভালো হয়েছে শুভকামনা ও ভোট রইল।
আপনার দেয়া অনুপ্রেরণা সত্যিই আমাকে অনুপ্রাণিত করলো প্রিয়।ধন্যবাদ।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কোন এক বৈষ্ণবীর মনে,মিলনের আকুলতা,প্রিয়তমের জন্য ছটফটানী,অবশেষে মিলনের সে দিন আসে,কিন্তু বৈষ্ণবী যে,যৌবন পেরিয়ে এসেছে!

২৯ সেপ্টেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৩৭ টি

সমন্বিত স্কোর

৪.৭৮

বিচারক স্কোরঃ ২.৬৮ / ৭.০ পাঠক স্কোরঃ ২.১ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪