ছদ্মবেশী

নগ্নতা (মে ২০১৭)

নাজমুল হুসাইন
  • ১৪
  • ২৩
হে চিরচেনা-
মুখোশের আড়ালে মুখোশ ধারী।
তোমার লালায়ীত নখর,
সংগোপনে আঁচড়ে চলেছে পাজর।
ক্ষয়ে যাওয়া পাথরের ভাঙা প্রাচিরের পাশে,
জীর্ণ বস্ত্র,ছিন্ন হয়েছে, তোমার হিংস্রতার বিষে।
বৃদ্ধ পিতার যন্ত্রনার আর্তনাদ,
মায়ের চুপসে যাওয়া বছরের পর বছর,
নর্তকীর ঘুঙুরের ঘ্রাণে,
ধূলোয় ফেলেছ হাশর।
তুমি সমাজের প্রতাপশালী,অতি সম্মানী,
বহুজন দেখেনা তোমার,
বিবেকের বায়ুপথ চেরা শঠতার নোংরামী।
জুলুমের মায়াজাল, হাসি ভরা মুখে,
নেশাতুর ছদ্মবেশীর রুপে,
চালিয়েছ ছোরা অনাহারীর বুকে।
তোমার পদচারণায় বসে গুনীজন সমাবেশ,
নষ্টের গোড়া তুমি,জানতে পারেনা দেশ।
টেবিলের নিচে রাখা হাতে,
চাঁদ জাগা রাতে,যে করেছে দান,
ভয়ে কম্পিত,ওষ্ঠাগত যার প্রান,
সে চিনেছে মুখোশধারী।
যে কিনেছে আহার,দিয়ে দেহ ধন।
এ নয় কলঙ্ক তার,আমাদের অপমান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ হোসেন খুব সুন্দর লেগেছে ভাই । নীতিবোধের কবিতা ভাল লাগে ।
পুস্পিতা আখি সুন্দর কবিতা... ভাল লাগ্ল ভাই।
Lutful Bari Panna ভালো লেখক আপনি। আরো ভালো আশা করি। বানান নিয়ে আরো একটু সচেতন হবেন। খুব কঠিন তো কিছু নয়। পোস্ট করার আগে একটু অভিধান থরে চেক করে নেয়া। শুভকামনা রইলো।
আলমগীর সরকার লিটন যে কিনেছে আহার,দিয়ে দেহ ধন। এ নয় কলঙ্ক তার,আমাদের অপমান।----------
তানি হক Chomotkar likhechen bhai... Dhonnobad janai
এই মেঘ এই রোদ্দুর চমৎকার লিখেছেন অনেক শুভেচ্ছা রইল
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতা থেকে কিছু রসমালাই খোঁজে পেলাম। আপনাকে কাছে পেলে দুজনেই একসাথে ভাগাভাগি করে খেয়ে নিতাম.... হে হে হে... অনেক অনেক শুভকামনা, ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
পৃথিবী গোল,দেখা হলে রসমালায় খাওয়ানোর চেষ্টা অবশ্যই করব, ভাই।
জয় শর্মা (আকিঞ্চন) খুব ভালো লাগলো, আমার পাতায় আমন্ত্রণ।
কাজী জাহাঙ্গীর বেশ লিখেছেন ভাই , বিষয়টা কি আড়ালে ঠেলে দিলেন হা হা হা...। অনেক শুভকামনা ।

২৯ সেপ্টেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৩৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫