জীবনের অপূর্নতা

আমার স্বপ্ন (ডিসেম্বর ২০১৬)

বুলবুল মাসউদ
  • 0
কোথায় যেন কতকাল
সে ছিল বিহ্বল-বেসামাল,
চোখের সম্মুখে রোদ আসে রোদ যায়
বৃষ্টি এসে যায় ঝড়ে যায়
পাখীরা গান গেয়ে যায়
ফুল গুলো ফুটে যায়
চাঁদ উঠে হেসে যায়
তারা জ্বলে নিভে যায়
এসব কিছুর মাঝে আমি খুঁজে নেই, বুঝে নেই, চিনে নেই
কেবলই তোমায়।
কয়েকতলা বিল্ডিং; ইট-সিমেন্টের নয়
মন থেকে মন, মন থেকে মন
এসব মনের কক্ষ এখানে নেই কোন বারান্দা,নেই কোন করিডোর
নেই কোন জানালা
তবে হ্যা! এই পুরো বিল্ডিংটাই আমি।
যার নিচতলায় আমার বসবাস
যেখানে নেই ইলেকট্রিসিটি, নেই রেফ্রিজারেটার, নেই গ্যাস, নেই ফ্যান
কোন কিছু নেই শুধু আমি আর আমার নিথর দেহ, অচল-অস্থির মন
এই আমি সারাক্ষণ
বাকি এ্যাপার্টমেন্ট, বাকি রুম, বাকি বাথরুম, বাকি সব ভাড়া দেওয়া
ওগুলো আমার মনের কক্ষ
ওখান থেকে ভাড়া সহ সুদ আসে
যা আমি ব্যাংকে রেখে দেই;
এগুলো এমনভাবে রাখা যা আর কোনদিন উঠানো যাবে না
আসলে আমি সুদকে ভালবাসতে শিখেনি
ভালবাসতে শিখেছি দূ:খকে, বেদনাকে।
সে যাই হোক
তুমিতো অনেক আগেই ঢের দূরে
যাতে আমার কষ্ট বাড়েও না কমে না,
তবে যতটুকু দূ:খ না হলেই নয় ততটুকু আমি পাই
তখনি যখন আমি বুঝতে পাই, দেখতে পাই, খুঁজে পাই, স্পর্শ করতে পাই
তোমার নির্মল হাসি।
আমি সেই আগের মত তোমায় ভালোবাসি
অযত্ন, অবহেলায়, অগোছালো ভাবে তোমায় খুব বেশী ভালোবাসি,
যা তোমার কাছে গ্রহনযোগ্য নয়
অথচ এ নিয়ে আমার নেই কোন ভয়
তুমিতো আগে যা ছিলে তার চেয়ে বেশ ভালো আছো আরও ভালো থাকবে
এটাই আমার সর্বোচ্চ চাওয়া।
আমি কেমন আমি আছি
কতটা তোমায় ভালোবাসি
আমি কেমন থাকতে চাই, কেমন বা থাকতেই পাই
এ নিয়ে তোমার মাথা ব্যাথা, শরীর ব্যাথা, আঙ্গুল ব্যাথা এমনকি নক ব্যাথাও ছিল না
না থাকাটাই তো স্বাভাবিক; তাই না বল
আজ আর থাক অন্য কোন স্বপ্নে চল
জীবনের অপূর্নতা না হয় স্বপ্নে পূরণ করব।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন আমি কেমন থাকতে চাই, কেমন বা থাকতেই পাই এ নিয়ে তোমার মাথা ব্যাথা, শরীর ব্যাথা, আঙ্গুল ব্যাথা এমনকি নক ব্যাথাও ছিল না না থাকাটাই তো স্বাভাবিক; তাই না বল আজ আর থাক অন্য কোন স্বপ্নে চল জীবনের অপূর্নতা না হয় স্বপ্নে পূরণ করব।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ১৪ ডিসেম্বর, ২০১৬
কবিবন্ধু ধণ্যবাদ। আপনার পাতায় আসব।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৬
জয় শর্মা (আকিঞ্চন) ভাবনা বেশ! উপস্থাপন ও করেছেন ভালোই, শুভকামনা।
ধন্যবাদ অপিরমেয়।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৬
কাজী জাহাঙ্গীর ‘এ নিয়ে তোমার মাথা ব্যাথা, শরীর ব্যাথা, আঙ্গুল ব্যাথা এমনকি নক ব্যাথাও ছিল না’-এরকম বেশ কিছু লাইনকে অতিকথন মনে হয়েছে , যেটা কবিতার মান আদৌ বাড়ায়নি। শব্দ চয়নে আর একটু সতর্ক হতে হবে, তবে বুঝা যাচ্ছে অনুভুতি বেশ তীক্ষ্ণ, এগিয়ে যান, অনেক শুভ কামনা।
নিরন্তর ধন্যবাদ। মূল্যবান শিক্ষামূলক সমালোচনা করার জন্য।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৬

০৪ সেপ্টেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী