নগ্ন পথিক

ভৌতিক (ডিসেম্বর ২০১৮)

Mohammad Sharif Uddin
  • ৯২
নিদেনপক্ষে বাহাদুরি এইতো সম্বল তোমার
ঘটে যাওয়া অপরাধের মাসুল দিতে হবে তোমায়
মাটি পোড়া গন্ধ আসে জীবনের ক্ষত থেকে
তা সারানোর মহৌষধ ঢেলে দিয়েছ জলাধারে!
সেদিন উসকে দিয়েছিল তাই হুঙ্কার দিয়েছিলে মাঠে
ভাবোনি একটিবার কী হতে পারে পরিণাম ঘটে?
ভুগতে হবে আয়ুস্কাল ব্যাপী সমাজ সংসারে
নরাধম খ্যাতি পাবে- কুখ্যাত হবে সবার চোখে!
জগতের কাছে উপাধি পেয়েছ- নাম কামিয়েছ ভীষণ
আরও কি যেতে চাও তলানিতে উচ্ছিষ্ট ভাগাড়ে?
জীবন নদীর এপারে দুর্যোগ আসে ক্ষণে ক্ষণে
সেসব ঢেকে দিতে শক্তি ক্ষয় করেছিলে প্রবল পরাক্রমে
ভেবেছিলে তুমি সব জগত সেরা সজীব ধরাধামে
ভাবোনি তুমি চলে যেতে হবে দূরে নগ্ন পথিক হয়ে
একদিন আমার মতোই নিঃশেষ হবে কঠিন বিশ্বাস
তোমার অহংকার ধূলিসাৎ হবার সময় এসেছে এবার!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী খুব সুন্দর লেখা। তবে লেখার ভঙিটা আরেকটু চমৎকার করে তুলে আনার চেষ্টা করতে হবে। শুভ কামনা।।
নাজমুল হুসাইন বেশ ভালো লেগেছে।নরাধামেরা যেন কোনদিন খ্যাতি না পায়।ভোট রইলো।আমার পাতায় আসবেন।
মাইনুল ইসলাম আলিফ দারুণ লিখেছেন ভাই।অহংকারের পরিণতি যে কি ভয়াবহ হবে সেই ভয় দেখিয়ে দিয়েছেন।শুভ কামনা আর ভোট রইল।আসবেন আমার পাতায়।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। শুভ কামনা রইল।
রঙ পেন্সিল নরাধমের পরিণতি গুছিয়ে লেখাটা খুব ভালো লাগলো। অনেক শুভকামনা কবি এবং কবিতার জন্য
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা চৎকার মন্তব্যের জন্য।
আবু আরিছ নরাধম খ্যাতি পাবে, কথাটা ভালো লাগলো, কিন্তু কবিতাতো শুধু ভিলেনরই জয়গান নয়...
সুন্দর বলেছেন ভাই। ভিলেনের জয়গান নয়। সমাজ সংসারে যারা মটিতে পা ফেলে না তাদের প্রতি এক ভয় জাগানিয়া সতর্ক বাণী এই কবিতা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতায় একজন উদ্ধত অহংকারী মানুষের কথা বলা হয়েছে যে হুঙ্কার দিয়ে কথা বলে। সে সাধারণের কাছে কুখ্যাত একজন মানুষ (?)। অথচ তার এসবে কোন ভয় নেই। সে জগত সংসারে কাউকে ভয় করে না। তার অহমিকাই তাকে উচ্ছিষ্ট ভাগাড়ে নিক্ষেপ করেছে- তাতেও তার কোন ভয় নেই। অথচ মানুষ হিসাবে অহংকারকে পরিহার করে চলা উচিৎ। সত্যিকারের মানুষ হতে হলে আমাদেরকে সুন্দর হতে আচরণে। কাজ দিয়ে কুখ্যাতির পরিবর্তে খ্যাতি অর্জন করতে হবে।

০১ সেপ্টেম্বর - ২০১৬ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪