মাকে আমি যেথায় খুঁজি

মা (মে ২০১৯)

অবাক হাওয়া prosenjit
  • ৮৭
সূর্য যখন মেঘে ঢাকা, আঁধার নামে দিনে,
আমি তখন তোমায় খুঁজি লুকিয়ে থাকা ওই সূর্যপানে ৷

ভোরের আলোয় ফুল ফুঁটে যখন গাছে -গাছে,
আমি তখন তোমায় খুঁজি স্নিগ্ধ সকালের ওই ফুলের মাঝে৷

দিনের আলোর প্রথম স্পর্শে  পাখিরা যখন করে আপন ভাষায় কলরব, আমি তখন তোমায় খুঁজি পাখিদের ওই অজানা ভাষার মাঝে ৷

দিনের আলোয় যে ফুল চেয়ে থাকে সূর্যমুখে,
আমি তখন তোমায় খুঁজি সূর্যমুখী ওই ফুলের মাঝে৷

চৈত্রের শেষে খাঁ খাঁ  তেজদীপ্ত ওই ভর দুপুরে ,হঠাৎ যখন কালো ওই আকাশ হতে ঝুম ঝুমিয়ে বৃষ্টি নামে স্বর্গীয় সুধা হয়ে আমি তখন তোমায় খুঁজি প্রতি ফোঁটা ওই জলের মাঝে ৷৷

বসন্তের ওই ফাগুণ হাওয়া যখন নতুন দেহে নতুন করে প্রাণশক্তি সন্চার করে,
আমি তখন তোমায় খুঁশি ফাগুন এর ওই হাওয়ার মাঝে ৷

কামার যখন নিজের দুই হাত দিয়ে অনবরত লোহা পিঠায় তালে তালে, আমি তখন তোমায় খুঁজি কামার ভাইয়ের ওই দুই হাতের মাঝে ৷

চায়ের রানী কাজ করে যখন মানুষ পিঠে বেধে,
আমি তখন তোমায় খুঁজি কাজ করা ওই রানীর মাঝে৷

কৃষক যখন ঘাম ঝরিয়ে ফসল ফলায় জমির বুঁকে,
আমি তখন তোমায় খুঁজি  প্রতি ফোঁটা ওই ঘামের মাঝে ৷

মানুষ যখন ব্যর্থ হয়েও সফলতার আশা বুনে,
আমি তখন তোমায় খুঁজি আশা দেখা ওই সপ্নের মাঝে৷

জীবনে যখন  ঝড় এসে সব করে দেয়  ওলট-পালট,
আমি তখন তোমায় খুঁজি সর্বনাশা ওই ঝড়ের পরে ৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম নি র মো হা ম্ম দ চমৎকার লাগলো। অনেক শুভকামনা ।ভোট রেখে গেলাম।।আমার কবিতায় আমন্ত্রণ!
মোঃ নুরেআলম সিদ্দিকী চৈত্রের শেষে খাঁ খাঁ তেজদীপ্ত ওই ভর দুপুরে ,হঠাৎ যখন কালো ওই আকাশ হতে ঝুম ঝুমিয়ে বৃষ্টি নামে স্বর্গীয় সুধা হয়ে আমি তখন তোমায় খুঁজি প্রতি ফোঁটা ওই জলের মাঝে ৷৷ খুব সুন্দর একটি লেখা। বেশ ভালো লেগেছে। শুভেচ্ছা কবি।।
ধন্যবাদ ভাই ৷ আপনার সুন্দর মন্ত্যব আরেকবার সাহিত্য চর্চা করতে উৎসাহ পেলাম ৷৷
মাইনুল ইসলাম আলিফ সুন্দর কবিতা।ভোট রইল।আসবেন আমার পাতায়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতাটি মা বিষয়টি সঙ্গে সামন্জস্য পূর্ণ ভাবে ৷ এখানে আমি মাকে ও মায়ের মমতাকে খুঁজার চেষ্টা করেছি অপরুপ প্রকৃতির মাঝে,কঠোর পরিশ্রমের মাঝে,আশা—নিরাশার মাঝে ৷

১৫ এপ্রিল - ২০১৬ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪