দ্বিধা নামক একটি শব্দ ছিলও অনেক আগে কোথায় যেনও চলে গেছে, তাইতও মানুষ পাষাণ হয়ে কর্ম করে দ্বিধা ঝেড়ে আপন সার্থটাকে আপন করে৷৷ মানুষ আজ চুরি করে দিনের আলোয় সাহস নিয়ে দ্বিধাটা যে হারিয়ে গেছে, রাতের আঁঁধারে কর্ম করতে আজ যেন তাহার সম্মানে লাগে সঙ্গে সে কিসের যেন অভাবে ভোগে৷৷ মানুষ আজ আপন স্বার্থে অপরের কান্নায় নিজে হাসে দিন—দুপুরে প্রকাশ্যে, সেটা আবার সঠিক লাগে সবার কাছে দ্বিধাটা যে কোথায় গেছে৷৷ অসুস্হ মানুষদের দেখতে গেলে সঙ্গে করে ফল নেওয়াটা রেওয়াজ ছিলও অনেক দিন আগে, আজ যেন কোথায় তা হারিয়ে গেছে ফল নিতে তাহার বিবেকে বাধেঁঁ শুন্য হাতে যাওয়াটাকেও উত্তম ভাবে৷৷ এই বঙ্গের মানুষ ছিলও ভুজন রসিক অনেক আগে জগৎ জুড়ে, এখন যেনও কি হয়েছে খাবার আগে বঙ্গ মানব কিসের যেনও গন্ধ খুঁঁজে৷৷ সন্তানের পাতে খাবার দিতে আজ জননীর হাতটা যেনও থরথরিয়ে কাঁঁপে, সন্তানের যেনও খাবার খেয়ে ক্ষতি না হয় এই কামনা,এই বাসনা তাহার মনে৷৷ আজ সকলের কি সে যে ভাল হবে সেটা ভেবে দিন গরিয়ে আঁঁধার নামে, ভালর সংংঙ্গাটা কি যে হবে সেটাও যেনও ভুলে গেছে,পথ হারিয়ে মন্দের ভাল খুঁঁজে৷৷ ভন—ভন শব্দে মোহিত ছিল অনেক আগে বঙ্গের প্রাণ জুড়ানো সোনালী যুগের সেই বাজারে, মাছিগুলো যেনও সব মরে গেছে আজকের আধুনিক চকচকে কিন্তু বির্বণ এই বাজারে৷৷ মানুষ আজ পাগল হয়ে সার্থের নেশায় বিশ মেশায় সব কিছুতে, দ্বিধাটা যে কোথায় গেছে আবার সে কবে আসবে, আবার কবে খাবার খাবও ফরমালিনটাকে বিদায় করে চিরতরে৷৷৷
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অবাক হাওয়া prosenjit
ধন্যবাদ সকলকে ৷ আপনাদের মূল্যবান মন্ত্যব আমার উৎসাহটা বাড়িয়ে দিল৷৷
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।