মা'র জন্য

মা (জুন ২০১৪)

ধ্রুব সরকার
  • ৬১
কেন জানি জীবনের এই সময়টায় মাকে খুব মনে পড়ছে।প্রতিটি দিনের অনেকটা সময় কাটে কেবল মাকে ভেবে তাঁর সাথে অতীত হয়ে যাওয়া মুহূর্তগুলো নিয়ে।
খুব দেখতে ইচ্ছে করছে মাকে।অনেকদিন দেখিনা,তাঁর সাথে কথা বলিনা।মা আমার মাথায় হাত বুলায়না, আমার সেই ভাল লাগা খাবারগুলো তৈরী করে খাওয়ায়না।আমার সামান্য কষ্টের খবরে যার বুক ভাঙ্গা চিৎকার শোনা যেত এখন আর সে চেয়েও দেখেনা কষ্টের নিচে চাপা পড়ে থাকা তাঁর ছেলেটাকে।এতো অভিমান কেন মা তোমার ? খুব বেশি অন্যায় করে ফেলেছি না? ব্যর্থতায় পর্যবশিত আমার বর্তমান জীবনের জন্য তোমার অভাবটাকেই আমি দায়ী করি মা। এতো অনাদর,অবহেলা আমি ভাল নেই মা।মা, তুমি কি পারনা সব অভিমান থেকে নিজেকে মুক্ত করে আমার কাছে আসতে।তোমার স্নেহতলে শান্ত হব, ভাল মানুষ হয়ে গড়ে উঠবো।
মা সেই কথাগুলো কি তোমার মনে আছে? আমি যখন ক্লাশ টু’তে পড়তাম।ঢিল মেরে একটা মা শালিকের পাখা ভেঙ্গে দিয়েছিলাম,সেদিন খুব জোরে একটা চড় মেরেছিলে আমার গালে। আমি অনেক্ষণ কেঁদেছিলাম ব্যাথা পেয়েছিলাম বলে কিন্তু তুমি কেন কেঁদেছিলে তথন তা বুঝিনি।এখন বুঝি কিন্তু তুমি আর এখন কাঁদনা।আমি একাই কাঁদি - গভীর রাতে কিংবা কেবল বেঁচে থাকার জন্যই কষ্টে।সেদিন তুমি আমায় বুঝিয়েছিলে মা পাখিটার উপরই কেবল বাচ্চা দুটো নির্ভশীল।মায়ের যত্ন আর যোগানো আহার ছাড়া বাচ্চাগুলোর সুস্থতা বা বেঁচে থাকা সম্ভব নয়।মা আমি সত্যিই আজ খুব অসুস্থ তোমাকে ছাড়া।আমার সুস্থতার জন্য একবার তুমি তোমার জীবন উৎসর্গ করেছিলে।তোমার ত্যাগে ফিরে পাওয়া জীবনে তোমার চাওয়ার পূর্নতা মেলাতে পারিনি বাড়িয়েছি কেবল পাপ।এক বারও আমি প্রর্থনা করিনি আমার জীবন ত্যাগে তোমার সতেজতা।মা বিশ্বাস কর আমি তখন বুঝিনি এসব।মা’হীন অজস্র সন্তানের চেয়ে মাতৃস্নেহে একটি সন্তান অনেক বেশি সজ্জিত।মা পাখির ডানা ভেঙ্গে যাওয়ায় তোমার খুব দুশ্চিন্তা হত ওর বাচ্চা দুটোকে নিয়ে।মা আমিতো সেই তৃতীয় শ্রেণী হতে তুমি হারা, আমার জন্য তোমার চিন্তা হয়না ? কখনো কি ভাবনা হয়না তুমি ছাড়া কেমন আছে তোমার খোকা।অসুখ হলে এখন আর কেউ তোমার মত রাত ভর পাশে জেগে থাকেনা।তখন খুব কষ্ট লাগে আর অভাব অনুভব হয় তোমার।মা ক্ষমা করে দিও আমাকে। আমাকে নিয়ে তোমার স্বপ্নের প্রতিফলন ঘটেনি বলে।মা স্রষ্ঠা তোমাকে খুব ভালবাশে বলেই না তোমাকে নিয়ে গেছে তাঁর কাছে।তুমি স্রষ্ঠাকে একটু বল তিনি যেন আমার জীবনটাকে বদলিয়ে দেয়।একটা সুন্দর স্বাভাবিক জীবন চাই যা মাতৃস্নেহে গড়ে ওঠা সুস্থ সুন্দর জীবনের মত। মা তুমি ভাল থেক।আবারও লিখবো..........
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু হৃদয়কে স্পর্শ করার মত লেখা উপহার দিয়েছেন। খুব ভাল লাগল। শ্রদ্ধা জানবেন।

০৫ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫