রেখে যাওয়া স্বপ্ন

স্বাধীনতা (মার্চ ২০১৩)

জাজাফী
  • ১২
  • ৩৭
অনেকেই বলতেন একটি পতাকা পেলে সব ঠিক হয়ে যাবে
তাই আমি এবং আমার ভাইয়েরা মিলে
তাদের জন্য এনে দিয়েছি একটি পতাকা
এখন আমি তাদের সামনে মাথা উচু করে বলি
সব কিছু উজাড় করে আমরাতো
তোমাদেরকে একটা মানচিত্র এনে দিয়েছি
কিন্ত সেই মানচিত্রকে তোমরা কতটা অক্ষত রাখতে পেরেছ।


কেউ কেউ আবদার করে; সেই গানটা আরেকবার যদি শুনাতি
আমি আজীবন ঐ গানের সুরে হারিয়ে যেতে চাই
এখণ আমাদের গলা যে ধরে এসেছে তাই গাইতে পারিনা
“মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি।”


স্কুলের টিচারেরা বলতেন নতুন স্বপ্নের কথা
বলতেন একটা নতুন দেশের কথা
আমরা সেই স্বপ্নটাকে সত্যি করে দিয়েছি
এনে দিয়েছি একটা নতুন পতাকা
যেটি শুধুই আমাদের আর কারো নয়।


স্বপ্নের উপর ধুলোর পুরুট আস্তরণ পড়েছে
সেখানে আজ যারা আছে তারাতো কেবল স্বপ্নটাকে বিক্রি করতে পারে
সেদিনের সেই স্বপ্নবাজ মানুষগুলো নেই।


বুলেটে বারুদে ক্ষত বিক্ষত বুকের লালিত স্বপ্ন
আজীবন অধরাই থেকে গেল
অথচ এই আমরাই স্বাধীনতা নামক স্বপ্নটাকে ধরে এনেছিলাম
যে স্বপ্নটা আমরা তোমাদের দিয়েছি তা তোমরা রক্ষা করতে পারনি।


দিন বদলের সাথে সাথে তোমরা নিজেদেরকে বদলাতে পারনি
তোমরা বদলাতে পারনি তোমাদের ভিতরের পশুটাকে
এখন সময় বদলে যাওয়ার এখন সময় বদলে দেয়ার
এখন সময় আমাদের এনে দেয়া স্বপ্নটাকে স্বস্নেহে লালিত করা
পারবে কি সেই স্বপ্ন বাংলাকে তিলে তিলে বড় করতে ?
সেই অপেক্ষাতেই বসে আছি আমরা কজন মুক্তিযোদ্ধা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ কবির হোসেন ভাল লাগলো. ধন্যবাদ.
তাপসকিরণ রায় এ অপেক্ষার কি শেষ নেই ? দীর্ঘ প্রতীক্ষার সুন্দর ভাব ভাষার মাধ্যমে লেখা কবিতাটি ভালো লাগলো।ধন্যবাদ কবি!
শাহ আকরাম রিয়াদ স্বাধীনতা নিয়ে আমাদের অনেক অনেক অপূর্নতা। কবিতাটি ভাল লাগল।
জালাল উদ্দিন মুহম্মদ দিন বদলের সাথে সাথে তোমরা নিজেদেরকে বদলাতে পারনি তোমরা বদলাতে পারনি তোমাদের ভিতরের পশুটাকে এখন সময় বদলে যাওয়ার এখন সময় বদলে দেয়ার ----- তাই যেন হয় । আমরা যেন বদলাই ---
আবু ওয়াফা মোঃ মুফতি ভালো লাগলো প্রত্যাশার সাবলীল প্রকাশ।
এশরার লতিফ সুন্দর কবিতা, ভালো লাগলো. আমি নিশ্চিত একদিন আমাদের দেশ অনেক দূর যাবে..
রোদের ছায়া ভাবনার গভীরতা কবিতায় প্রকাশ পেল। প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত সাবলীল লেখনি ।
জসীম উদ্দীন মুহম্মদ অসাধারন একটি ভাবনা কবিতায় যথারীতি বিকশিত হয়েছে । সুন্দর ।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "সংসার”
কবিতার বিষয় "সংসার”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৫