বিমূর্ত বন্ধু

বন্ধু (জুলাই ২০১১)

ইমরান খান
  • ২৪
  • 0
  • ৭৫
আমি প্রতিদিন তোমার অপেক্ষা করি
সকাল থেকে সন্ধ্যা। আমাকে বিছানায় রেখে
সাত সকালে তুমি বেরিয়ে যাও; তোমার ঘর-বিছানা
শূন্য পড়ে থাকে। খা খা করে হাহাকার করে লেখার টেবিল,
অবিন্যস্ত সাজানো বইয়ের স্তূপ, অগোছালো বিছানো,
অচল হয়ে থাকে বিমূঢ় নিম্নমুখী বৈদ্যুতিক পাখা।
হঠাৎ জানালায় বাড়ি খেয়ে ফিরে যাওয়া এক ঝলক ফেরারি হাওয়ার মতই আমি
এ ঘরের চৌহদ্দিতে ঠোকর খেয়ে বেড়াই, শূন্য বিছানাকে
রিক্ত করে বসে থাকি নির্বীর্য হয়ে। অন্ধকার নামার আগে
পাব না জেনেও অযথা খুঁজে ফিরি তোমাকে। হয়ত বাতাস হয়ে আসবাবের ফাঁক ফোঁকরে কিংবা
বায়ুতাড়িত ধুলো হয়ে বইয়ের পাতায়। না পেয়ে ক্ষুব্ধ হয়ে
পরিণত হই তাণ্ডবে; বিছানার ধূসর চাদর
ওলট পালট করে খুঁজি। দাঁড়াই আয়নার মুখোমুখি।
কিন্তু সে আমাকে তোমার প্রতিচ্ছবি দিতে পারে না।
শূন্য শূন্য। শূন্য আমি তুমি ছাড়া।
তুমিও আমায় খোঁজ জানি অযথাই; কর্মব্যস্ততার ফাঁকে
চায়ের কাপে, মাঠের ধারে, সিগারেটের ধোঁয়ায়, আড্ডায়, মেয়েমানুষে।
কিন্তু পাওনা। পাবে কী করে? আমি তো শুধু আমাতে।
শূন্য শূন্য। শূন্য তুমি আমি ছাড়া।
দায়ী আমিই। জানি আমি। নিরুপায়ও আমি।
যমজ আমরা, জন্মেছি এক সাথে। তোমার অস্থিমজ্জার নিচে
অন্য এক শরীরে পুষ্ট হয়েছি। পরজীবী নই আমি।
যতই উঠেছি বেড়ে, আলাদা হয়েছি তত। আমাদের সেই ভুবন
আমারই আছে। তোমারে নিয়েছে কেড়ে এই জগত
সন্ধ্যায় তুমি ফিরলেই অদ্ভুত এক রসায়ন তোমাতে আমতে।
পূর্ণ হয় শূন্য ঘর, তাণ্ডব থেমে যায়, ঝরে যায়
বইয়ের পাতার ধুলোরা, রিক্ত বিছানা হয় সিক্ত।
উটোপিয়াতে শুরু হয় আনন্দ যজ্ঞ।
বাতি নিভিয়ে শুয়ে পড়ি আমরা। দুটি সত্তা এক হয়ে
ওঠে অনুরণন। পরদিন আবার প্রতীক্ষা।
তুমি তুমি? আমি তুমি? তুমি আমি? নাকি আমি আমি?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সজীব আহমেদ ওলট পালট করে খুজি ৷দাড়াই আয়নার মুখোমুখি ৷ অনেক সুন্দর ৷
সূর্য বিবেক/আত্মা আর শরীর দুটো সত্ত্বা নিয়ে লেখা। [[লেখাটা একটা ভাল গল্পের শুরু বলে মনে হয়েছে। ধার আছে আছে কল্পনা শক্তিও,,,,,,,,, তো সামনে এগিয়ে যাওয়া আর কি?]] একই লেখা বারবার দিয়ে নিজের সাথেই প্রতারণা (না হলে আর একটা গল্প/কবিতা লেখা হতো নিশ্চয়) করা উচিত না।
মামুন ম. আজিজ যমজ বন্ধুর কথা ভালো লেগেছে
প্রজাপতি মন চমত্কার লেখনি !
Akther Hossain (আকাশ) বাতি নিভিয়ে শুয়ে পড়ি আমরা। দুটি সত্তা এক হয়ে ওঠে অনুরণন। পরদিন আবার প্রতীক্ষা। তুমি তুমি? আমি তুমি? তুমি আমি? নাকি আমি আমি? অনেক মজার কবিতা !
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) আলহামদুলিল্লাহ ভাই ভাল একটি কবিতা পড়লাম । নিয়মিত হন
বিন আরফান. অসাধারণ কবিতা নিয়মিত না হলে বিজয়ী হওয়া দুঃস্বপ্ন. অন্যদের লেখা পড়ুন মতামত দিন. ভাবছেন কথাগুলো কেন বললাম. আপনি নিজেই বুঝে নিন. আমি ডায়রেক্ট হিট করিনা.

০৫ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪