স্বাধীন বাংলা

মুক্তিযোদ্ধা (ডিসেম্বর ২০১২)

ডা. মো. হুসাইন আলী
  • ২৯
  • ১৫
দুশত বছর গোলামীর পরে,
জাগিল এদেশ গৌরবে।
শিল্পের জয় জয়কারে এবার,
ভরে কি মা দেশ সৌরভে।
শির উঁচু করে ইমারত গড়ে,
উঠোক মাটি ভেদ করি।
হাত পাতে নিক বিশ্ব আজি,
মোদের ধন টাকা কড়ি।
আর ভয় নাই কোন ভয় নাই,
যদি শ্যামল মাটি হয় খাটি।
সোনালী ফসলে ভরে যাবে মাঠ,
ধন্য হবে তাই এই মাটি।
তবু হেথা মৃত্যূ কবরী অঞ্জলী দেয়,
আজি রক্ত নিয্যাস ঢেলে যারা।
তাদের দেহে কি ফিরিবেনা শক্তি,
চিরদিন কি দুর্ববল রবে তারা?
মুক্ত আলো বাতাস কভু পায়নি হেথা
স্বাধীন এদেশ করলো যারা।
কিন্তূ আজো চোখ রাঙায় রক্ত নিশায়,
দানব কুল বসে বসে।
বাংলা মায়ের বুক চিড়ে যারা,
এক সাথে রক্ত শোষে।
ক্ষুধার কাতর মানুষ ‍দিন দিন,
কণ্কাল সার হয়ে গেছে সবে।
স্বাধীনতার স্বাদ পেলনা যে তারা,
অন্ন বস্ত্রহীন সে কত রবে?
চারিদিকে ভয়াল সর্প ফনা তুলে,
মাথা উচু করে আছে দেখ আছি।
হেথায় বহু শহীদ হয়েছে তারা,
এবার তারা হবেই গাজি।
জাগছে হেথায় সব সর্ববহারা,
ক্ষেপে আছে তারা মনে মনে।
প্রলয় তূরয্যে এবার লড়বে তারা,
এক সাথে রক্ত শোষীদের সনে।
তাই বজ্র ধ্বনি উঠছে শুনি,
আকাশ ফেটে মেঘ ঝরে।
ক্ষুব্দ ক্ষেপা বাঙ্গালী নেমেছে পথে,
ফিরবেনা সে আর ঘরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ।।
ধুমকেতু খুব ভালো কবিতা। ভালো লাগলো।
ম্যারিনা নাসরিন সীমা ছন্দে ছন্দে চমৎকার ভাবের কবিতা !
মোঃ সাইফুল্লাহ বাংলা মায়ের বুক চিড়ে যারা, এক সাথে রক্ত শোষে------------------------ ভালো লাগল//
তাপসকিরণ রায় কবিতা ভালো লেগেছে--তবে কথাও কথাও ছন্দের মেল বন্ধনও হারিয়েছে.
হিমেল চৌধুরী সুন্দর কবিতা আর ভাল লাগলো।
Lutful Bari Panna বৈজ্ঞানিক কল্পকাহিনীতে দাদুর লেখা না থাকাটাই স্বাভাবিক ছিল যেমন তেমন এই সংখ্যায় থাকাটাই স্বাভাবিক। দাদুকে পেয়ে ভাল লাগল।
সূর্য সুন্দর কবিতা, শ্রদ্ধা রইল ডাঃ মোঃ হুসাইন আলী ভাইয়ের জন্য
ডা. মো. হুসাইন আলী সজীব ভাই,ধন্যবাদ।

০৫ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪