সেই কাশঁবন দেখবে

আঁধার (অক্টোবর ২০১৭)

জসিম উদ্দিন জয়
ঝরঝর বৃষ্টি। প্রতিদিনই বর্ষা। বৃষ্টি অরিপের খুব প্রিয়। আর অপি তো বৃষ্টি বলতেই পাগল। বৃষ্টির পানিতে ঢাকা আজ জলঢাকা । ঢাকার রাস্তায় পানিতে আটকে পরেছে অনেক গাড়ী। অরিপ ও অপির গাড়ীটিও আটকে পরেছে বৃষ্টির পানিতে । কোন ভাবেই ষ্টার্ট নিতে পারছে না অরিপ । প্রচন্ড বৃষ্টি, অপি গাড়ী থেকে রাস্তার দিকে তাকিয়ে দেখে টিপটিপ বৃষ্টির ফোটাগুলো যখন রাস্তায় সদ্য জমে ওঠা হাটু সমান পানিতে পরছে। খুব সুন্দর লাগছিলো। বিশাল পিচঢালাইয়ের পথ পানিতে ডুবে আছে। পানির ¯্রােত দেখে ছোটখাটো নদী মনে হচ্ছে। অপি কৌতুহলবসত: রাস্তায় এত পানি দেখে গাড়ী থেকে নেমে পরে। অঝর বৃষ্টির মাঝে দুই হাত মেলে ধরে আকাশের দিকে। মুঠো ভরে হাতে বৃষ্টির পানি নিয়ে ছড়িয়ে দিচ্ছে নিজের দিকে। রাস্তায় হাটু সমান নোংরা পানি। সেদিকে তার একটুও খেয়াল নেই। বৃষ্টির পানিতে তার গায়ের সাথে জড়িয়ে থাকা জামা আঠার মতন লেগে আছে। ফুড়ঁফুড়ে যৌবন নদীর টেউয়ের মতো বেঁকে যাওয়া গায়ের গঠন । উৎসুক জনতা রাস্তার দুই পাশে অপির কান্ড দেখতে থাকে। অপি সেদিকে কোন কর্নপাত না করে বৃষ্টির পানিতে ভিজনোর জন্য গাড়ি থেকে অরিপকে টেনে বের করে। এরই মধ্যে তাদের সাথে যোগ দিয়েছে বেশ কয়েক পথশিশু। অপি আর অরিপ সবাই মিলো রাস্তার মাঝখানে অনন্দ হই হুল্লোর করতে থাকে। বৃষ্টির গতিবেগ ও কিছুটা বেড়ে যায়। পথশিশুদের সাথে বল নিয়ে এদিক থেকে ওদিক ছুটাছুটি করছে।
অপি কিছুদিন হবে বাংলাদেশে এসেছে । অপি জানে না বাংলাদেশের রাস্তাঘাটে রয়েছে মরনফাদঁ। লন্ডনের মাটিতে বড় হয়েছে। অরিপ কিছুদিন বিদেশ, কিছুদিন স্বদেশ, এভাবেই বড় হয়েছে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় । কিছুক্ষন পরেই একটা চিৎকার ।
: অরিপ বাচাঁও .. !
অপির চিৎকার । অরিপ চারপাশ তাকিয়ে দেখে। কিছুটা দূরেই অপি চিৎকার করছে। এবং সে পানির নিচে ডুবে যাচ্ছে । অরিপ এক দৌঁড়ে অপির হাত ধরে বসে । একটি বিশার বড় ম্যনহোল এর মধ্যে পরে গেছে অপি। পানির ¯্রােতে প্রায় ডুবে যাচ্ছিলো। অরিপ দুই হাত শক্ত করে ধরে অপিকে টেনে তুলে । কিন্তু অপির পায়ে প্রচুর রক্ত বেরুচ্ছে। ঘোলাটে ময়লা পানিও রক্তে লাল হয়ে যাচ্ছে^। অরিপ দ্রুত তাকে কোলে তুলে নেয়। গায়ের জোর বাড়িয়ে দ্রুত গতিতে হাটতে লাগলো। তখনও অপির পা থেকে অঝড়ে রক্ত ঝড়ছে। বৃষ্টির তান্ডব আরো বেড়েই চলছে। রাস্তার পানি কোমর সমান । অরিপ তার গাড়ীর দিতে তাকাতেই দেখতে পায় তার গাড়ি পানিতে ভাসিঁয়ে নিয়ে যাচ্ছে। অরিপ গাড়ীর মায় না করেই অপিকে কোলে তুলে নিয়ে ছুটলো হাসপাতালের উদ্দেশ্যে। রাস্তায় প্রচন্ড পানির ¯্রােত । কিছুদূর যাওয়ার পরই উচু রাস্তার সন্ধান পায়। কিন্তু উচু রাস্তাধরে বেশীদূর এগুতে পারলো না । কোন গাড়ী কোন রিক্স্রাও রাজি হচ্ছে না হাসপাতালে যেতে। বরং রাজী না হয়ে একটু টিম্পুনি কেটে বলে উঠছে উহ! এ যুগের লাইলি-মজনু একেবারে কেলো তুলে হাসাপাতালে যাতি হবি নে ” । অরিপ কারো কথায় কর্ণপাত না করে তার হাটার গতি আরো বাড়িয়ে দিলো। কেননা হাসপাতাল আরো আধা মাইল হবে। এদিকে সন্ধের সূর্য্যটাও ডুবে গেলো । হাসাপাতালের সামনে আধামাইল জুরে পানি আর পানি । দেখে মনে হয় যেনো অতই দরিয়ার পানি । সেই বৃষ্টির জমেথাকা ময়লা পানিতে নেমেই সাবধানে পা বাড়াচ্ছে অরিপ। অপি জ্ঞানহীন অবস্থায় আরিপের কাধেঁ। কিছুক্ষণ আগে চলে যাওয়া বৃষ্টি আবারও আঝড়ে শুরু হলো। অরিপ ও অপি কোন রকম দুঃর্ঘটনার স্বীকার না হয়ে হাসপাতালো পৌঁছালো । ততক্ষনে তার অপির অতিরিক্ত রক্তক্ষরণে জ্ঞান হারিয়ে ফেলে। তরিঘরি হাসপাতালো ভার্তি করালো অপিকে । অরিপ এতটাই ক্লান্ত যে কোন দিকে না তাকিয়ে একটু বিশ্রামের জন্য চটকরে হাসপাতালের মেঝোতেই শুয়ে পরে । সেও অসুস্থ্য হয়ে পরে। অপির পায়ের অবস্থা খুবই শেচনীয় । দুইজনই পাশাপাশি বেডে শুয়ে । অপির পায়ের হাড় ভেঙ্গেছে ও অতিরিক্ত রক্তপাতের কারনে রক্ত শুন্যতা দেখা দিয়েছে । জরুরী ভিত্তিতে অপির জন্য রক্ত লাগবে। রক্তের গ্রুপ “এ” পজেটিভ । কি আশ্চর্য মিল অরিপের রক্তের গ্রুপও একই । হাতাপাতালে ক্লান্ত- শান্তা শুয়ে থাকা অরিপ কাতরাতে কাতরাতে বিছানায় উঠে বসে। ডাক্তারকে উদ্দেশ্য করে কাঁপা-কাঁপা কন্ঠে বলে উঠে-
“ ডাক্তার আপা আমার রক্ত “এ” পজেটিভ ।
ডাক্তার : আপনি তো নিজেই অসুস্থ হয়ে পরেছেন । এই অবস্থায় রক্ত দিবেন ।
: না ডাক্তার আপা আমি সুস্থ্য । অপনি নিশ্চিন্তে রক্ত নিতে পারেন। ও সেরে উঠলেই আমি আমার জীবন ফিরে পাবো । কিছুদিন পরেই আমাদের বিয়ে । ডাক্তার আপা দ্রুত ব্যবস্থা করুন ।
অরিপের দেওয়া রক্তে অপি জ্ঞান ফিরে পেলো । কিন্তু তার পা অপারেশন করতে হবে । অপির পা ভালো হতে ১ থেকে ২ বছর সময় লাগবে।
অপি এই অবস্থা দেখে
অরিপের অভিভাবকরা বিয়ের ব্যপারে খানিকটা বেকে বসে ।
এবং এক সময় বলে উঠে-
“ বিয়ের আগেই কণ্যের এই দশা, বিয়ের পওে, না জানি কি হয়।
কেউ কেউ বলে উঠে, “ খোড়া মেয়েকে বিয়ে করালে সমাজে মুখ দেখাবো কি করে”
অরিপ সমাজের এই সমস্ত কথা মেনে নিতে পারলো না । নিজের অভিভাবকের কথা পাত্তা না দিয়ে, সমাজকে পেছনে ফেলে। নিজের সিদ্ধান্তে আটল থাকলো।
এক সময় অপির অপারেশন হলো। কিছুদিন পরে অপি খানিকটা সুস্থ । হুইল চেয়ার ছাড়া সে কোথাও চলাচল করতে পারবে না। স্বাভাবিক ভাবে হাটতে তার বছর খানেক সময় লাগবে।
অপি বিষন্ন চোখে তাকায় অরিপের দিকে । দুইজনের চোখে আলো-আধাঁরের মাতে সাঝেঁর মায়া লেগে আছে । অতীত স্মৃতি । কাশঁফুলের বাগানে ছুটে চলা, লুকোচুরি খেলা । প্লেয়ারস ক্লাবে খেলাধুলায় সময় কাটানো। বৃষ্টি ভেজা, হুইহুল্লোর । সবকিছুই ভেসেঁ উঠেঁ চোখে । অপির চোখ বেয়ে পানি পরতে থাকে। অরিপের দিকে তাকিয়ে বলে উঠে ”
: অরিপ আমাদের বুঝি আর বিয়ে করা হবে না । আমার মতো খোড়া মেয়েকে বিয়ে করে তুমি ঠক্বে।
অরিপ হেসে উঠে বলে এক মিনিট . . . . ..
: অরিপের এক মিনিট কথাটা বুঝতে না বুঝতেই । অপি দেখতে পেলো হাসপাতালের কেবিনে অপি ও অরিপের বন্ধু বান্ধব সহ, অরিপের মামা এক কাজী নিয়ে হাজির । কাজীর হাতে বিয়ের রেজিষ্টারী খাতা
: হাসপাতালের কেবিনে বিয়েটা হয়ে গেলো । বন্ধু-বন্ধাবরা সবাই তাদেরকে স্বাগত জানালো। তারপর মিষ্টি খেতে খেতে, যে যার বাসায় চলে যায় ।
: অরিপ ছুটে এসে অপির হাত ধরে বলে “ আমিই তোমার হুইল চেয়ার” আমার কাধেঁ ভর করে তুমি হাঁটবে . . . .. .
সেই কাশঁবন দেখবে . .. . . .
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরিফুল ইসলাম ভালো লাড়গার
পন্ডিত মাহী আরো চেষ্টা প্রয়োজন । আ ভালো হতে পারতো
সেজান খন্দকার গল্পের শুরুটা হয়েছিল আমাদের বহুল পরিচিত দৃশ্য দিয়ে। মাঝপথে বৈচিত্রের মোড় ঘোড়াতে চেয়েছিলেন, হয়ত পাঠক বান্ধব হয় নি বলে সেদিকে একটু ঢিলেমি ছিল। মানে বানানে ভুল তো ছিলই আবার বাক্য সাজাতেই কিছুটা গড়মিল হয়েছিল। প্রথম দিকটা ভালভাবে ফুটে উঠছিল, পরে মনে হয় আপনি নিজেই হতাশ হয়েছেন বলে দায়সারা ভাবে লিখেছেন। একটু সংযত নজর আর মন দিয়ে লিখলেই ভাল করতেন্। তবে কাহিনিটা ভাল ছিল।
জসিম উদ্দিন আহমেদ গল্প মোটামুটি বলব, মিতা। আপনার গল্প নিয়মিতভাবে পড়ি। কেন জানি মনে হচ্ছে আপনার মানের হয়নি।
Fahmida Bari Bipu গল্প খুব আটকাতে পারেনি বলতে বাধ্য হচ্ছি। বানান ভুল আছে অনেক। কিছু শব্দে অনাবশ্যক চন্দ্রবিন্দু পড়ে গেছে দেখলাম। কিছু বাক্যগঠন জনিত সমস্যা আছে বলেও মনে হলো। চর্চা চালিয়ে যান। শুভেচ্ছা।
ফেরদৌস আলম বৃষ্টির বর্ণনা এত সুন্দর করে কীভাবে দিলেন, বলেন তো? আমি সতিই ইমোশনাল হয়ে গিয়েছিলাম । ভোট না দিয়ে থাকতে পারলাম না। অসাধারণ এবং অসাধারণ। আগামী লেখার অপেক্ষায়..............
কাজী জাহাঙ্গীর একেই বলে ডেসপারেসি, মান্না দে’র ভাষায় ‘চাইনা বাঁচতে আমি প্রেম হীন হাজার বছর... অনেক শুভকামনা, ভোট আর আমান্ত্রণ ।
মোঃ নুরেআলম সিদ্দিকী ১মে মনে হলো নাম্বার-১ সাকিব খান ছবির গানেন বর্ননা, শেষে পুরোটা পড়ে বুঝতে পারলাম। খুব ভালো লেগেছে। অনেক শুভকামনা সহ ভোট রইল। সময় হলে আমার পাতা ঘুরে আসুন.....

১৮ নভেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫