আমি পাহাড়ি ঝর্নাকে প্রশ্ন করেছি
তোমার চোখে এত জল,
চোখের জলে নামে ঢল,
সুন্দরীতম রূপের ঝলমল,
কে তুমি তোমার এত বল ?
পাহাড়ি ঝর্না হেসে বলে আমি মুক্তমনা,
বিলিয়ে দেয় রূপসাগরের যত ক্ষুদ্রকনা,
মিলিয়ে দেয় মুক্তমনাদের যত শব্দকনা।
আমি সাগরের টেউকে প্রশ্ন করেছি
তোমার বুকে কেন এত গর্জন,
বাতাসপ্রাণে ছুটে বেড়ানো তজর্ন,
অসীম আকাশে সীমাহীন অর্জন ?
সাগর হেসে বলে আমি মুক্ত স্বাধীন,
আমার ভুবনে কোন প্রাণী নেই পরাধীন।
দুর্দান্ত গতিতে চলা আমার আনন্ত পথ,
এ পথ রুদ্ধ করে নেই কারও হিম্মৎ।
আমি আকাশ কে প্রশ্ন করেছি
তোমার সীমনা কোথায়,
মেঘের ভেলায় ভাসতে ভাসতে যেথায়,
সীমানা খোজার চেষ্টাটা ছিলো বৃথায় ?
আকাশ হেসে বলে আমি অসীম আসমান
স্বযতেœ লালিত পৃথিবীর প্রকৃতি আর জমিন
চাষীরা করে চাষ ঘরে নেয় ধান
মুক্তমনে ছুটে চলা বাউলের গান ।
আমি মুক্তমনা মানুষকে প্রশ্ন করেছি
তোমার কেন এত মুক্ত চিন্তা ?
মুক্তমনা মানুষটি হেসে বলে,
বিলিয়ে দিতে চাই পৃথিবীর যত সভ্য,
সৃষ্টিসুখের উল্ল্যাসে রচনা আর কাব্য।
জালবো আলো, খোচাবো যত অন্ধকার,
কুংস্কার রুদ্ধ করে খুলবো আমি বদ্ধদ্বার।
আমি কবিকে প্রশ্ন করেছি
এত কথা কেন হৃদয়ে মাঝে,
সময়ের শত বাধা শত কাজে।
কবি হেসে বলে
আমি কবি যুগ থেকে যুগান্তরে আমি শুদ্ধ,
কার এমন সাহস কবিদের হাত করে বদ্ধ,
মুুক্তচিন্তার মুক্তমনাদের কন্ঠ করে রুদ্ধ।
আমরা আছি, আমরা কবি, আমরা জোয়ান,
জঙ্গীবাদ সাহসায় যদি হও আগুয়ান ,
আজ সূর্য্যদয় হাজার কবির ভীর,
স্পর্দা তোমার পা বাড়লে কাটবো তোমার শীর।
তোমার কালো হাত আজ হবে বলিদান,
চারিদিকে মুক্তমনা মুক্তির জয়গান।
১৮ নভেম্বর - ২০১৫
গল্প/কবিতা:
২৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪