জননী ও জন্মভূমি

ত্যাগ (মার্চ ২০১৬)

জসিম উদ্দিন জয়
  • ৩৫
বিস্তৃর্ন নীল আকাশের সূয্যটা লাল হয়ে পশ্চিমা আকাশে হেলে পরেছে। কিছুক্ষন পর স্তব্ধ হবে আকাশের রংধনু, স্বাধীন পাখীরা ফিরে যাবে নীজ গৃহে মাটরি গন্ধ বুকে মেখে সারাদনিরে ক্লান্তি নিয়ে কৃষক লাঙ্গল কাধে ফিরে যাচ্ছে ঘরে নদীর ধারে আকাঁবাকা পথ মনে করিয়ে দেয় জীবননান্দ দাস এর রূপসী বাংলার কথা । “আবার আসিবো ফিরে ধানসিড়িঁ নদিটির তীরে” হয়ত মানুষ নয় শংকচিল শালিকের বেসে” এই সেই বাংলাদেশের প্রতিচ্ছবি, রবীন্দ্রনাথ, নজরুল, সুফিয়া কামাল, জসীম উদ্দীন, লালনের মতো হাজারো গীতি কবি, যারা ভালোবেসেছেন মা, মাটি দেশকে। মায়ের ডাকে সারা দিয়ে ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর সাতরিয়ে নদী পার হয়েছিলেন। আর এই মায়ের ভাষাকে রক্ষা করার জন্য ১৯৫২ তে সালাম, রফিক, সফিক, জব্বার, অকাতরে প্রাণ দিয়েছিলেন। এটা বিশ্বের জন্য একটি উজ্জ্বল নক্ষত্রের মতো। আজ বিশ্বের মর্যাদার আসনে বাংলা ভাষা। আর এই জন্মভ’মি মা‘কে রক্ষা করার জন্য ১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদ জীবন দিয়েছিলেন, হারিয়ে ছিলেন হাজার মা বোনের সম্ভ্রম। অথচ আজ এই যান্ত্রীক সভ্যতার যুগে, মা ও মাটির কথা কেউ ভাবে না। সামন্য নিজের স্বার্থটুকু দেশের জন্য বিসর্জন দিতে পারে না। ইত্যাদি নানা কথা ভাবতে ভাবতে লাল সুর্য্যটা পশ্চিমা আকাশ থেকে লুকিয়েই যাবে। ঠিক যেভাবে আমরা অন্যায় দেখলে উট পাখীর মতো মাথাটাকে লুকিয়ে ফেলি। যাই হোক প্রকৃতির নিয়ম সত্য এবং সুন্দর । মানুষের নিয়ম স্বার্থের বন্ধন। নেমে এলো অন্ধকার। তবে বেশিক্ষন নয় জোৎস্নায় আলোয় আলোকিত করে আকাশে উদয় হলো চাঁদ। নদীর রূপ পাল্টে গেলো । চাঁদের আলোয় ঝলমল করছে নদীর পানি। সামনে বৈশাখ মাস কখন আবার চাঁদ লুকিয়ে ঝড়বৃষ্টি শুরু হবে বলা যায় না। তরিঘরি করে হাটছি বাড়ি ফেরার উদ্দেশ্যে। গ্রামে বাড়ীতে বেড়াতে এসেছি প্রায় দের যুগ পড়ে। শহরের যান্ত্রীক জীবন মানুষকে বড়ই নিষ্ঠুর করে তুলেছে। সেই নিষ্ঠুরতা আমাকে গ্রাস করেছিলো। আমি কোন কিছু বুঝবার আগেই অনেকটা সময় পার হয়ে গেছে। নিজের স্ত্রী-সন্তানদের নিয়ে এতটাই স্টান্ডবাই সংসার করেছি যে নিজের শেকড় নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়েছি। সর্বদা নিজের স্ত্রী-সন্তানকে খুশি করা, আয় রোজগার করা ইত্যাদি নিয়ে তাদের সুখ শান্তি জীবন গড়া ইত্যাদি নিয়ে বেশী ব্যাস্ত সময় কাটিয়েছি । আজ বড়ই নিষ্ঠুর মনে হচ্ছে নিজেকে। যা হোক ভাবতে ভাবতে নদীর ধারে গায়ের একেবেকে মেঠো পথ দিয়ে পথ চলছি। সত্যই বিধাতা বড়ই সুন্দর করে এই জন্মভুমিকে সৃষ্টি করেছেন। ঠিক যেনো মায়ের আদর আর ¯স্নেহে মাখা আমার জন্মভুমি। অথচ শহড়ের যান্ত্রিক সভ্যতার মানুষগুলো বড়ই বিচিত্র জীবন যাপন করে, যারা দেশের ভাগ্যবিধাতা তারা ক্ষমতা লোভ ছাড়া আর কিছু বোঝে না । তারা দেশকে ভালোবাসতে পারে না । তারা জন্মভুমিটাকে নিয়ে শুধু রাজনীতি করে । আর নদীনালা খালবিল ভরাট করে চলে কোটি কোটি টাকার ল্যান্ড ব্যবসা । প্রকৃতির এই সৌন্দয্য নীলাভুমিকে ধ্বংস করে তারা টাকার পাহাড় করার কাজে ব্যাস্ত। রাতের অন্ধকার চলে নীলনকশার রাজনীতি। ইত্যাদি নানা কথা ভাবছি আর হাটছি, অনেকটা সময় পার হয়ে যায়। হঠ্যাৎ অন্ধাকার আকাশের চাঁদটি কোথাই যেলো লুকিয়ে গেলো। কালবৈখাখী ঝড়ের আলামত অনেকটা আমাদের দেশের রাজনীতি ব্যক্তিদের মতো হরতাল আর অবরোধ। ঠিক তাই ঘটলো পথ হারিয়ে ফেলেছি। অন্ধকারে আর কিছুই দেখা যাচ্ছে। কালো কুচকুচে অন্ধকার আর নদীর শোঁ শোঁ বাতাস, শরীরে কম্পন ধরিয়ে দিলো। শহরে যান্ত্রীক সভ্যতায় বড় হয়েছি এই ধরনের পরিবেশ আমার কাছে নতুন। নদীতে নিবু নিবু বাতি জালিয়ে অনেকগুলো নৌকা এপাড় ওপার পাড়ি দিচ্ছে। কোন কোন মাঝি মনের সুখে ভাটিয়ালি আর মুশির্দী গানে ঝংকার তুলছে। বড়ই সুন্দর, ভালো লাগছে, গল্প কবিতায় পড়েছি কিন্তু আজ বাস্তবে দেখলাম। ভালো লাগলে কি হবে মনে মনে ভয় লাগছে এই কালো ঘুটঘুটে অন্ধকারকে। রূপসী বাংলার রূপসী চাদঁটি কোথায় হারিয়ে গেছে। এখন মনে হচ্ছে ঐ দূরের রূপসী চাদঁটি আমার মা , যে আমাকে শৈশবে এমনটি করেই আলো দিয়েছিলো আমার পথ চলার মাঝে। কিছুদূর এগুতেই নদীর শো শো বাতাস আমার গায়ে লাগছে না। আমি এক বাশঁবাগানে মাঝে হারিয়ে গিয়েছি। বাঁশবাগানের কটমট শব্দে কি যেনে ভেঙ্গে ভেঙ্গে পরছে। একঝাক বাশেঁর ধাপ্পাস ধাপ্পাস শব্দে চিৎকার করে উঠলাম। কিন্তু আমার চিৎকার কে শুনে। দৌড়ে একেবেকে কোন রকম বাশঁবাগান থেকে বের হলাম। সামনে বড় একটি বিল। বিলের ধারে খোলা বড় জায়গা সেখানে একপাশে একটি কুড়ে ঘর। চিনে ফেলেছি বিল আর বিল নেই গড়ে উঠেছে হাট বাজার। একপাশের সেই কুড়ে ঘরটি ঠিকই আছে তবে তার ধরন পাল্টে পাকা ঘর হয়েছে। কুড়ে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির বটগাছটি ঠিকই আছে, শুধু বয়সের ভারে ঝুলে পরেছে ডালপালাগুলো। আচমকা আরেকটা বাতাসের ঝাপটায় গর্জে উঠলো আকাশ। মনের মাঝে খুব কনফিডেন্স বৃষ্টি নামবে ১০০% শিউর। বৃষ্টিতে ভিজলে আমার খুব খারাপ হবে। ঠান্ডা লাগলে আমার বুকে ব্যথা অনুভত হয়। একদিন তখন আমি ৮ম শ্রেণী ছাত্র। বর্ষাকাল মা আমাকে স্কুল থেকে নিতে এসেছে। ভুলে সেদিন ছাতাটা বাসায় রেখে এসেছিলো। মাঝপথে হঠাৎ বৃষ্টি নামলো। মায়ের শাড়ীর আচল দিয়ে আমাকে ডেকে ফেললো এতটুকু বৃষ্টির ফোটা আমার মাথার উপর পরতে দেয়নি মা। অথচ “মা” বৃষ্টিতে ভিজে চুবচুব হয়ে গেছে। বৃষ্টির ভিজার কারণে মা‘কে দুদিন ধরে বিছানায় পরে থাকতে হয়েছে আসুস্থ হয়ে। শুধু বৃষ্টি নয় এতটুকু রৌদের খরতাপ আমার গায়ে লাগতে দিতে না । পেপারের কাগজ, ছাতা, অথবা মায়ের হাতব্যাগ কিছুই না পেলে শাড়ীর আচল দিয়ে সবসময় আমাকে রোদ থেকে রক্ষা করতো মা। আজ আমি সব বুঝি, টাকা নামের যন্ত্রটা আর বউয়ের স্বার্থের ভালোবাসা আজ আমাকে সবকিছুই বুঝতে বাধ্য করেছে। মায়ের গভীর মমতা আর ত্যাগের কথা সব কিছুই খুব বেশী বেশী মনে পরছে। ভাবতে ভাবতে হঠাৎ বৃষ্টির আগমন। ঝরঝরে বৃষ্টির ঝাপটায় শেষমেষ আমাকে ভিজিয়ে ছারলো। তরিঘরি সেই বয়স্ক বটবৃক্ষের নিচের বাড়ীটার বারান্দায় আশ্রয় নিলাম। তখন আমি সম্পূর্ন ভিজে গেছি। স্বপন চাচাঁকে চিৎকার করে ডাকছি “ স্বপন চাচাঁ ও স্বপন চাচাঁ কোথায় তুমি ? কে শুনবে আমার ডাক ও বাড়ীতে কেউ থাকে না । স্বপন চাচাঁ মারা গেছে তাও প্রায় দু‘বছর হলো। তার ছেলেমেয়েরা এই বাড়ীতে থাকে না। সবাই বিদেশে থাকে। তারা কেহই এদেশে আসে না। তবে বিশাল এই বটবৃক্ষের নিচে ঘরটি ভীষন ভংয়কর মনে হচ্ছে। মনে মনে ভয় ভয় লাগছে। অথচ এই স্বপন চাঁচা ছোটবেলায় কত রপকথার গল্প শুনিয়েছিলো। আমরা যখন বাড়ীতে বেড়াতে আসতাম তখন স্বপন চাচাঁ আমাদের পুকুরধারে মাছ ধরতে নিয়ে যেতে। মাছ ধরার ফাঁকে ফাকেঁ এই সব রুপকথার গল্প শুনাতো। এখান থেকে বাড়ী অনেক দূর। পাশের গ্রামে মেম্বার বাড়ী পারি দিয়ে, আমাদের বাড়ী। বাড়ীতে যেতে হবে। “মা” আমার পথ চেয়ে বসে আছে, হয়ত বৃষ্টিতে ভিজে আমাকে খুজঁতে বেড়িয়েছে। বৃষ্টি না থামলে কিভাবে যাবো। বৃষ্টি বেগ আরো বেড়ে গেলো কালবৈশাখী ঝড়ের ঝাপটায় বাতাস বইতে লাগলো। আমি আরেকটু আড়াল হতেই। রুমের দরজাখুলো গেলে। ভয়ে চমকে গেলাম। থমকে গিয়ে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে দেখি । অনেকটা চেনা চেনা মনে হচ্ছে। বয়সের ভারে গায়ে চামড়ায় গুটি গুটি ভাজ পড়ে গেছে। আমাকে বললো “বাবা কে তুমি” ? কন্ঠ শুনে চিনে ফেললাম চাঁচীমা। উত্তরে বললাম চাচীমা আমি “বশির আহমেদ”। ও বশির তুই কেমন আছিস বাবা। আমি চোখে ভালো দেখতে পাই না। একলা একলা এই বাড়ীতে থাকতে থাকতে কেমন যেনো ভুতুরে হয়ে গেছি বাবা। আমার ছেলেমেয়েরা মাঝে মাঝে ৪/৫ বছর পরপর আসে। বলতে না বলতে কেঁদে ফেললেন চাচীঁমা, খোঁ খো করে কাশিঁ দিচ্ছেন আর কাদঁছেন। আসুখে বিসুখে চাচীঁমা কেমন হয়ে গেছে ভাবতে অবাক লাগছে। যে চাচীঁমা আমাদের দাদাঁ-দাদী পরিবারের সবাইকে দেখাশুনা করতো অথচ আজ কি অবস্থা হয়েছে। ঘরের ভেতর থেকে দেখাশুনা করার দায়িত্বে থাকা একজন মহিলা তাকে ঘরের ভেতর নিয়ে শুইয়ে দেয়। চাচীঁর মতো আমার ‘মা’ ও বৃদ্ধ হয়ে গেছে। আগের মাতো ভালো করে চোখে দেখতে পায় না। ঠিক ঠাক মতো হাটাচলাফেরা করতে পারে না। লাঠি ভর করে হাটে। ঠিকমতো হাটতে পারে না চোখেও ভালো দেখতে পায় না তবুও মা যেনো আমাদেরকে নিয়ে সারাদিন ব্যাস্ত থাকে। এটা সেটা এনে খাওয়ানো জন্য। সেই ছোট বেলায় আমাদের যেভাবে খাওয়াতো । আয়োজনের কোন কমতি নেই। মা যতটা সম্ভব ততটা আমাদের জন্য করবেই। মনে পরে যখন স্কুল শেষ করে কলেজে পড়ি । রাত জেগে পড়তাম। তখন মা আমাদের পাশে বসে থাকতো। শীতের রাত আমাদেরকে সুন্দর করে কাথা লেপ দিয়ে গুটিশুটি করে ঢেকে দিতে। আমরা আরাম করে পড়াশুনা করতাম। কিন্তু একদিন খেয়াল করালাম ‘মা’ শীতে ধরধর করে কাপঁছে। মা’, কে জিজ্ঞাসা করলাম ‘মা’ তুমি কাঁপছো কোন ? সেদিন মা কোন উত্তর দেইনি। আজ বুঝেছি। আমার বাবা খুব সাধারন আয়ের মানুষ ছিলেন। মাকে গরম কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য ছিলো না বাবার। আমাদের পরিবারে আমরা সাত ভাই বোন। আমার মা আমাদের কখনও অভাব বুঝতে দেই নাই। একদিন রাতের খাবার খেতে দেরী হচ্ছিলো মা বার বার আমাদের শান্তনা দিয়ে বলছিলো “আজ রান্না দেরী হচ্ছে। রান্নার চাউলগুলো খুব পুরোনো” তাই সিদ্ধ্য হতে একটু দেরী হবে । তোরা ঘুমিয়ে পর, রান্না হলো তোদের ঢেকে দেব। আমরা খিদে নিয়ে ঘুমিয়ে পরি। পরেরদিন সকাল হতেই বাবা বাজার করে বাসায় ফেরে। মা আমাদের তরিঘরি করে রান্না করে খাওয়ালো। আজ মনে পরে সেদিন ঘরে বাজার ছিলো না, মা সান্তনা দেওয়ার জন্য গরম পানি চুলোয় সিদ্ধ দিয়ে রেখেছিলো। আমরা না খেয়ে ঘুমিয়েছি বলে ‘মা’ সারারাত কেদেঁ কেদেঁ চোখ ফুলিয়েছে। আজ আমরা ৭ ভাই বোন সবাই অনেক বড় হয়েছি। অথচ অর্থের বিলাসিতায় ভাসছে আমাদের ভাইবোন গুলো। সবাই প্রয়োজনের দাগিতে ভিন্ন ভিন্ন জায়গা বসবাস করছে। বিচিত্র এই দুনিয়া রিতিনীতি এখন আর একসাথে কেউ নেই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন ভাল লাগল,আমার গল্প পড়ার আমন্ত্রন রইল। শুভ কামনা ও ভোট রইলো...
মোহাম্মদ সানাউল্লাহ্ এটাইতো আজকের বাস্তবতা । আপনার গল্পটা পড়তে পড়তে আবেগ এসে জাপটে ধরলো । প্রাপ্যটা দিয়ে গেলাম।
ইমরানুল হক বেলাল অনেক সুন্দর একটি গল্প। ভোট ও শুভেচ্ছা। আমার গল্প কবিতা পড়ার অনুরোধ রইল।
ফয়েজ উল্লাহ রবি বেশ ভাল ভোট ও শুভেচ্ছা।
ফুলকন্যা ফুলকন্যা চমৎকার একটি গল্প । মধ্যবিত্তের গল্প । ভালো লাগলো ।

১৮ নভেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪