যে দিন তোমায় দেখেছি প্রথম

কোমল (এপ্রিল ২০১৮)

আবু রায়হান মিছবাহ
যে দিন তোমায় দেখেছি প্রথম,
দৃষ্টি মোর ছিলো গরম।
ছিলে তাকিয়ে নিচে তুমি,
লজ্জাশীলা দৃষ্টি ধ্যানি।

মোর সলাজ চোক্ষু দেখেছে স্বপন,
ভিত চঞ্চল বুকের কাপন।
মোর তন্ময় মন ভাবছে তখন,
কী বলব তোমায় এখন!

ছিলে ওরনা মাথায় সামনে বসে,
সাদা নকশা কাপর পরে।
তোমার সাজবিহিন প্রাঞ্চল রূপ,
যেন রক্তের উপর ভাসছে দুধ।

তোমার কুঙ্কুম ঠোঁট মন জগীষু,
নিখুদ সৃষ্টি করেছে বিভু।
তোমার আদুল বুকের ছোট্ট তিল,
কেরেছে নযর উদাসী দিল।

আমি ভিতু সাহসে বলেছি কথা,
শুধু 'জী' ছিল তোমার কথা।
তোমার কোমলতায় মুগ্ধ আমি,
তাই সঙ্গী হতে হয়েছি রাজি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ওয়াহিদ মামুন লাভলু লজ্জাশীলা মেয়েকে খুবই ভালো লাগে। তাই সেরকম মেয়েকে প্রথম দেখলে দৃষ্টি গরমই থাকে। যে মেয়ে স্বল্পভাষী সে কোমল মনের হয়। তাই তার কোমলতায় মুগ্ধ হয়ে তাকে সঙ্গী বানাতে ভীষণ ইচ্ছা জাগে। অনেক ভাল লাগল। আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। সবসময় ভাল থাকবেন।
ধন্যবাদ প্রিয় কবি।
সাদিক ইসলাম বাবান আর ছন্দে একটু সচেতন হলে খুব ভালো কবিতা আপনার কাছে পাবো আমরা ভোট রইলো কবিতায় আমন্ত্রণ
মামুনুর রশীদ ভূঁইয়া ভালো লিখেছেন কবি। প্রথম দৃষ্টি বিনিময়, প্রথম কথা... বিপরীতে লাজ, ভয় সংকোচ... এগুলোই প্রেয়সীকে করে প্রিয়তমা। ভালো লাগল অভিব্যক্তিগুলো। ভোট রইল। সময় করে একবার আমার পাতায় মন্তব্য জানিয়ে যাবেন।

১০ সেপ্টেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪