অতঃপর মানুষ

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

তুহেল আহমেদ
  • ১১
ভার্চুয়াল তুই ভার্চুয়ালই থাকবি ...
'রিয়েল'য়ের বালিশে পড়বে না মাথা তোর
লাগবে না কখনো গায়ে স্বচ্ছ বাতাস ,
এসি ঘরে বসে তুই সভ্যতা গিলবি 'রেডবুল'য়ের সাথে,
টিউবওয়েলের পানি রুচবে না মুখে
চাই মিনারেলের নামে কতগুলো বিষে ভরা বোতল ..
খা আজ তুই বিষ'ই খা ..
আড়ালে থেমে কাঁদে ইদুরের ওষুধ ছিটানো ভাঙ্গা থালাটা ..
তোর বিষে বিষাক্ত বিষ'ই মরে কিনা ভাবি !
ভার্চুয়াল তুই ভার্চুয়ালই থাকবি ...
হোক না তোর সাথে হাজারও মিউচুয়াল
লাইক আর কমেন্টসের ছড়াছড়ি ,
পোকের জানালার কাঁচ ভেঙ্গে গেছে দেখি !
ট্যাগের ঝড়ে হারিয়েছি অনেক বার,
তবু খোঁজে পেয়ে গেছিস আমাকে তুই ভার্চুয়াল ..
জানি পাবি না কখনো পাওয়ার মতো ,
সকাল-সন্ধ্যা কাকের বাসায় এক্কাদোক্কা খেলা আর
শালিকের ডানায় তীর ছুঁড়া
কোকিলের কন্ঠটা চুরির তাড়ায়
ঝুপ ঝাড় ছাড়িয়ে সেই ঝাপ দেওয়া ..
দোয়েল তোর অনেক প্রিয় বলেছিলি
জিভেও জল এসেছিল লোভে,
তবু জানিনা দোয়েলের পালকে তোর দৃষ্টি কিনা!
জানিনা.. সত্যি কি কখনো তোদের পুকুর পাড় ঘেসে
এক ঝাক মাছরাঙ্গার দল স্বপ্ন পুঁতেছিল !
বা পুকুরই আছে কি ?
জড়াতে চাই না আমি কোন সত্য-মিথ্যার ফাংশনে,
হতে চাই না কখনো রক্ত চোক্ষুর দাবী ..
ভার্চুয়াল তুই ভার্চুয়ালই থাকবি ...
আমার তালগাছের স্ট্যাটাসে তুই তাল পেড়েছিলি ,
স্ট্যাটাস জুড়েই হয়েছিল পিঠাপুলি ,,
আমি কিন্তু তার গন্ধও পাইনি !
যদিও পিঠা শেষ হয়ে যাওয়ায় আফসুসে পুড়েছিলাম !
ভেজা বালিশে মাথা দিয়ে শুয়ে
চ্যাটে আমি রুপকথা হয়ে যাই !
ইমোর উপর ইমো'তে চলে সস্তা সুখের সফল বিদ্রুপ ...
জয় ভার্চুয়ালের জয় ..
তুই না আসলে জানাই হতো না
কাঠপাতার শব্দে কাঠেরাও জল ধরে ..
জানি তুই ভার্চুয়াল ,
তোর টেবিলের উপর ডাটাহীন চায়ের কাপটাও
তার আলাদা নয় ..
মশারীর ছিদ্র দিয়ে মশা ঢুকাটাও জানি ,
মনে আছে সিলিং ফ্যানের বেঁকে যাওয়া ডানার কথা ,
ভাগ্যিস সেদিন মাথায় পড়েনি !
মানবিক চেঁচামেচিতে ঘুম ভাঙ্গলেই মনে পড়ে
তোদের পাশের ফ্ল্যাটের ওই মেয়েটির
রবীন্দ্র গলার কথা !
আমার কড়িকাঠরাও হিংসা করে
তোর ভোরের জানালার চড়ুইয়ের নাচ দেখে ..
ইশ! তোর মতো কেউ যদি রাস্তায় আমার পিছু নিতো!
জানি আমি তুই ভার্চুয়াল ,
তবু রাস্তায় বের হলেই ক্ষেপা চোখ খোঁজে,,
ওই উঁচু দেয়ালে পিঠ করে বসা ছেলেগুলোই কি
তোকে নোংরা কথা বলেছিল ?
জানি তোর মতোই তুই হেঁটে যাবি ..
ভার্চুয়াল তুই ভার্চুয়ালই থাকবি ...
লাইক, কমেন্টস আর চ্যাট রাজ্যেই তোর বসবাস ,
পোকে কি আছে কে জানে ?
ইমো জুড়েই তোর ভালোবাসার চাষ ..
এই ভালোবাসাটাও হয়তো ভার্চুয়াল,
আমি নিজেই বা আলাদা কি ?
কাঠের পুতুলের জড়তা পেয়েও তার অপমান করে
বার বার ঘুরেও ফিরে তাকিয়েছি ..
ভার্চুয়াল তুই কি কায়া ?
ধুলিকণার অসহায় চোখে পরাজিত হয়ে আবার আসি ..
জল নুপুরের টাপুর টুপুরে
হৃৎপিন্ড আজ তোর দখলে !
তোর চেয়ারে না বসলে কেন জানি গল্প আসে না !
তুই ই আমার কবিতা যার সব তোর আপন কৃতিত্ব ..
ভার্চুয়াল.. তুই কিরে ?
তোর যন্ত্রনা ভরা ছোট ছোট পোক গুলো
খেলার ছলে মাঝে মাঝে ঝড় তোলে
চোখের ঘরে ..
ভাবিনি কাকতাড়ুয়া দেখার অজুহাতে আমায়
কাকতাড়ুয়াই বানিয়ে দিবি !
ভার্চুয়াল তুই ভাচুর্য়ালই থাকবি ...
জানিনা কি তুই ?
তবু একা ভাবি প্রায়ই ,
আজও কি তোর পায়ের ফোস্কা গুলো চুম্বন কাটে ?
যেগুলো পাহাড়ের রুপে কুড়িয়েছিলি ..
আজ আমার নিঃশ্বাস গুলোও তোর
নাক গলে !
একটি অমর কাব্য লিখার ঘুমে ,
আজ নিজেই তোর কাব্য হয়ে
বসে আছি নোটে ...
আমি সত্যি জানিনা,
তোর তোয়ালেটা এখনো ভেজা কিনা!
দিয়েছিলি কিনা কখনো প্রতিটি অশ্রু বিন্দুর
কোণে থেকে এক একটি হাসি ,
যেটা আমায় তাচ্ছিল্য করে !
তবু আমি অশ্রু মুছে না দিয়ে সূর্যের দেশ ঘুরে ফিরতাম ..
কে জানতো ? অশ্রুবিন্দুর ঝরার আগেই তুই চলে যাবি !
ভার্চুয়াল তুই ভার্চুয়ালই থাকবি ...
বাস্তবতার পাপ তোকে স্পর্শ করেনি জানি ,
প্রকৃতির শুদ্ধতম কুৎসিত ভঙ্গিমায় আজ আমি মানুষ ..
তাইতো ,
ভার্চুয়াল তোকে ভার্চুয়ালই জানি
তবু তুই ছাড়া সকালের চা'য়ে
লিকার হয় না !
বিশ্বাস করি তুই আমার লাঞ্চেও থাকবি ,
ডিনার শেষে ঘুম না এলে ,
তুই আমায় ঘুম পাড়াবি ..
ভার্চুয়াল তুই আমার কফির মগে
ভার্চুয়াল হয়েই থাকবি ...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তৌহিদুর রহমান অনেক অনেক ভাল লিখেছেন। আসলে লেখাটা অনেক সুন্দর। আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০১৫
মন্তব্যের জন্য ধন্যবাদ --
ভালো লাগেনি ২৩ সেপ্টেম্বর, ২০১৫
জুন কি লিখেছেন ভাই......।ভালো লাগা ছাড়া উপায় দেখি না। মজার ছিল লেখাটা।মাঝে মাঝে শব্দ চয়ন গুলো চোখে পড়ার মত।ভালোলাগা সাথে নিরন্তর শুভ কামনা রইল।
ভালো লাগেনি ১৩ সেপ্টেম্বর, ২০১৫
সময় নিয়ে পড়েছেন দেখে ভালো লাগলো , ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন --
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১৫
গোবিন্দ বীন ভার্চুয়াল তোকে ভার্চুয়ালই জানি তবু তুই ছাড়া সকালের চা'য়ে লিকার হয় না ! বিশ্বাস করি তুই আমার লাঞ্চেও থাকবি। ভাল লাগল,পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৫
ধন্যবাদ --
ভালো লাগেনি ১৪ সেপ্টেম্বর, ২০১৫
আবুল বাসার সুন্দর লিখেছেন।অনেক শুভ কামনা রইল।সাধুবাদ জানবেন।পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৫
আপনার প্রতিও শুভ কামনা ভাইয়া , আপনার লিখা পড়লাম তো সেই প্রথম দিনেই ! ভালো থাকবেন --
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৫
দীপঙ্কর বেরা বেশ । ভাল লাগার কবিতা
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৫
তাই ? ধন্যবাদ পড়ার জন্য --
ভালো লাগেনি ১২ সেপ্টেম্বর, ২০১৫
এই মেঘ এই রোদ্দুর ভার্চুয়াল কবিতা ভাল লাগল
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৫
ধন্যবাদ আপনাকে , ভালো থাকবেন --
ভালো লাগেনি ১১ সেপ্টেম্বর, ২০১৫
মিলন বনিক সুন্দর সাবলীল দীর্ঘ কবিতা...খুব ভালো লাগলো...শুভকামনা....
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৫
ধন্যবাদ ভাইয়া ,শুভকামনা আপনার প্রতিও --
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৫
জসীম উদ্দীন মুহম্মদ দীর্ঘ কবিতা ----- কর্তৃপক্ষের নিয়ম কানুনের বারোটা বাজিয়ে দিলেন ভাই!! তবে কবিতায় গতি আছে তা মানছি।। সুন্দর প্রকাশ!!
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০১৫
শেষ হতেই চায় না, কি আর করা বলেন ! :D
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৫
রানা টাইগেরিনা খুব ভাল হয়েছে।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৫
পড়ার জন্য ধন্যবাদ --
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ আনন্দ ছড়িয়ে দিলেন ! বেশ ভাল লাগল ।
ভালো লাগেনি ২ সেপ্টেম্বর, ২০১৫
আনন্দ খোঁজে পেয়েছেন দেখে ভালো লাগলো , ভালো থাকবেন --
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৫

৩০ মে - ২০১৫ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী