পাখির বন্ধু

বৈরিতা (জুন ২০১৫)

মোঃ সাইফুল ইসলাম
বাঁধন দেখতে যেমন মিষ্টি, দুষ্টুমিতেও হয়েছে সবার সেরা। খুব রাগ। ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে যায় না কারণ কান্নাকাটি একবার শুরু করে দিলে দুবেলা পার হয়ে যাবে তবুও তার সুমধুর সুরের কন্দনসংগীত আর শেষ হবে না। বাঁধনের বাবা শহরে চাকুরি করে। সেই সুবাদে ওরা ঢাকাতেই থাকে। বাধঁন ঢাকার একটি স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। শীতকালীন ছুটি। তাই বাবা মায়ের সাথে দাদু বাড়ী বেড়াতে এসেছে।
শীত প্রায় যাই যাই করছে। চৈত্র মাসের সকালেও শীতের মিষ্টি আমেজ থাকে। বাঁধনের বাবা তখনও ঘুম থেকে উঠেনি। বাধঁন কোত্থেকে দৌড়ে এলো। হন্তদন্ত। হাপাতে হাপাতে বললঃ বাবা, ‘বাবা দেখ বকের বাচ্চা ধরেছি!’
বাধঁনের বাবা মনির চোখ মেলে দেখল, ছোট একটা বকের বাচ্চা কাঁদা জলে লুটোপুটি খেয়ে তার নাকের উপর ঝুলছে। মনির সাহেব চোখ মেলতেই ছোট্ট কর্দমাক্ত বকের বাচ্চাটা “খ্যাক” শব্দ করে বুলে উঠল। যেন মনির সাহেবকে দেখে বলতে চাইল, গুড মনির্ং টাইপ কিছু কিন্তু ঠান্ডা জলে ভিজে বকের বাচ্চার গলাটা বসে গিয়েছিল তাই পুরাটা বুঝা গেল না। মনির সাহেব বাধঁনের মুখের দিকে তাকাতেই সে আনন্দে নেচে উঠল আর হাস্যবিচ্ছুরিত কণ্ঠে গানের মত করে বারবার বলতে লাগল,
‘হা-হা দেখ বাবা,দেখ। কত সুন্দর বকের ছানা, ধরে নিয়ে এসেছি! হা-হা দেখ, দেখ বাবা, দেখ... ’
মনির সাহেব চেঁচিয়ে উঠল, ‘কই গেলে। দেখ। তোমার ছেলে কি ধরে এনেছে। তারাতারি এসো। দেখ, তাও আবার বিছানার উপর নিয়ে এসেছে।’
বাঁধন মায়ের আগামন পথে একবার উঁকি দিয়ে দিল দৌড়। সাথে পাড়ার বয়াতি বাড়ীর দুটি সমবয়সী বাচ্চা ছিল তারাও বাঁধনকে অনুসরণ করে দৌড়াল।
মনির সাহেব ছেলেকে কখনো শাসন করে না। শুধুই আদোর করে। পৃথিবীর যত আদোর আছে সব বাধঁনের জন্য বরাদ্ধ দিয়ে রাখে। বাঁধনের কাছে তার বাবা-মা দুজনের মধ্যে অপেক্ষাকৃত কে ভাল জানতে চাইলে তার নানী বাড়ীর লোকেদের মুখগুলো কেমন হাড়ি হাড়ি হয়ে থাকে। তার দৃষ্টিতে বাবা খুব খুব ভাল আর মা একটু ভাল অনেক পঁচা।
বাঁধনের মা কিন্তু ছেলের অপরিপক্ক বিচারে মোটেও রাগ করে না। বরং ছেলের কথায় তার আহ্লাদ আর ধরে না। বাঁধনকে দৌড়ে ধরে এনেছে। দৌড়ে তিনিও কম যান না। গ্রামের মেয়ে। বৌ ছি খেলার বয়সটার রেশ এখনো যাই যাই করছে।
টিউবওয়েলের পাড়ে নিয়ে বাঁধনের মা বাধঁনের গায়ের কাঁদামাটি ধুঁয়ে দিলো। আর বকের ছানা সম্পর্কে বহুবিদ নেতিবাচক ধারণা দিতে চাইল যাতে সে ওটা ছেড়ে দেয়। যতক্ষণ বাঁধনের গায়ে পানি ঢেলেছেন ততক্ষণ বলেছেন, বকের ছানা পঁচা। ওটা দেখতে ভাল না। বকের ছানা পচাঁরা ধরে। কত্তো কথা কিন্তু বাঁধনের সাফ কথা, সে কাউকে বকের ছানা ধরতেও দেবে না। এমনকি তার দাদুকেও না।
উপায়ন্তর না দেখে বাঁধনের মা বললঃ ‘আচ্ছা বকের ছানা কারো কাছে দিতে হবে না। তুমি ওটা দিয়ে কি করবে আগে সেটা বলো?’ বাঁধন এবার সানন্দে বলল ‘ওটা আমি আমাদের কবুতরের সাথে পুষবো।’ বাঁধনের মা ছেলের কথায় সায় দিয়ে এ যাত্রা তাকে প্রশমিত করার চেষ্টাটাই করল। বাঁধনের মা জানে কিভাবে ছেলেকে পটাতে হয়। তার সাথে জোর করলে হবে না। তাকে বশে আনার প্রধান অস্ত্র হচ্ছে আদোর। আদোর দিলে বাঁধন আস্ক্রিমের মত গলে পানি হয়ে যায়। ‘আমার ল²ীবাবাটা পাখি পুষবে।’ বলে বাধঁনের গালে বাধঁনের মা একটা চুমু দিল। বাধঁন এবার বেশ খুশি। বাঁধনের মা বকের বাচ্চাটা গোসল করিয়ে দিয়ে রান্না ঘরের দিকে চলে গেল।
নাস্তার সময় হয়ে গেল কিন্তু বাঁধনের নাস্তার টেবিলে যাওয়ার কোন লক্ষণ নেই। বাবা, দাদু, দাদি, চাচ্চু, ফুপি কারও কথায় সে কর্ণপাত করছে না। বাঁধনের বাবা ছুটির দিনে সাধারণত ছেলেকে ছাড়া নাস্তা খায় না। বাঁধনের মা গেল দেখল বাধঁন আর পাড়ার গোত্রালঙ্গ কিছু ছেলে মেয়ে উঠুনে গোল করে বসে আছে। আর সবার মধ্যেমণি হয়ে আছে বকের বাচ্চাটা। বাঁধনের মা ব্যাপারটা বুঝতে পারল। জিজ্ঞেস করলঃ ‘বাবা কি করছ?’ বাধঁন হেসে হেসে বললঃ ‘ছানাটার অনেক শীত ধরেছে তাই রোদে রেখেছি।’
‘ঠিক আছে।’ বাবা নাস্তা খেতে ডাকছে। চল, নাস্তা খাবে।
না সে এখন নাস্তা খাবে না। পরে খাবে। বাধঁনের মা পাড়ার ছেলেগুলোকে দিল একটা ধমক,
‘এই তোরা কি করছিস। যা । যার যায় বাড়ি যায়।’
বাঁধনের মা লক্ষ্য করে দেখল মা পাখিটা দূরে রেন্টি গাছের ডালে মন খারাপ করে বসে আছে। বাঁধনের মায়ের বিষয়টা খুব খারাপ লাগল। বাঁধনকে ডেকে বলল, ‘বাবা ঐ যে আর একটা বড় বক দেখতে পাচ্ছ।’ বাধঁন মায়ের কথায় সায় দিয়ে বলল, ‘হ্যাঁ দেখতে পাচ্ছি।’
-‘ওটা এই বাচ্চাটার মা। বাচ্চার জন্য মা পাখিটার মনটা দেখ কেমন খারাপ করে আছে। তুমি বরং বাচ্চাটা ছেড়ে দাও।’ বাঁধন না বলে দিল সে কিছুতেই বকের বাচ্চাটা ছাড়বে না। সে এটা পুষবে। মা বাঁধনকে আবার বুঝালো,
-‘দেখ। বাচ্চাটার জন্য মা বকটা কেমন কান্না করছে আর বলছে, তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক দোয়া করবো, তুমি একদিন অনেক বড় হবে।’
বাঁধনের মনে এবার কৌতুহল জাগল। বাঁধন মাকে জিজ্ঞেস করে, ‘তাহলে পাখিও কথা বলতে পারে? কিন্তু কই আমি তো কখনো শুনতে পাইনি।’ বাঁধনের মা বলল, ‘হ্যাঁ পাখি কথা বলতে পারে তবে তুমি যখন আমার মত বড় হবে তখন ঠিকই তুমি পাখির কথা বুঝতে পারবে।’
বাধঁন বিশ্বাস করল তার মা পাখির কথা বুঝতে পারে।
বাঁধন বলল, ‘ঠিক আছে তুমি তা হলে মা পাখিটাকে বলে দাও আমরা তোমার বাচ্চাটাকে অনেক আদোর করব। অনেক মাছ,মাংস খেতে দেব। আর আমি কখনো ওর সাথে ঝগড়া করব না।’
বাঁধন তার মাকে আবার জিজ্ঞেস করল,
‘আচ্ছা পাখিটা কিছু বলল?’
-হ্যাঁ , মা পাখিটা তোমাকে বলতে বলল, সে যদি তোমাকে তোমার মায়ের কাছ থেকে নিয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে?
বাধঁন তার মায়ের গলা জড়িয়ে ধরে বলল, ‘আমার ভীষণ খারাপ লাগবে। আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না।’
বাঁধনের মা শুনে হেসে দিয়ে বলল, ‘তা হলে যে বলো আম্মু অনেক পচাঁ?’
বাঁধন কাদো কাদো গলায় বলল, ‘না আর কখনো বলবো না।’
বাঁধনের মা বাঁধনকে আরও জোরে জড়িয়ে ধরে দু গালে চুমু খায়। বলে, ‘আমার সোনা যাদু, টিয়া পাখি বাবাটা। এখন থেকে মায়ের সব কথা শুনবে তো?’
বাধঁনও মায়ের গালে চুমু দিয়ে বলে, ‘হ্যাঁ সব কথা শুনবো।’
বাঁধনের মা বলল, ‘তা হলে বকের বাচ্চাটা ছেড়ে দেই?’
বাঁধন রাজি হল। বাচ্চাটা ছেড়ে দেওয়া হল। বাচ্চাটা উড়াল দিয়ে মায়ের কাছে রেন্টি গাছের ডালে গিয়ে বসলো। মা পাখিটা আনন্দে আত্মাহারা হলো। বাচ্চার পালকে ঠোট বুলিয়ে আদোর করে দিলো। দৃশ্যটা দেখে বাধঁনের খুব আনন্দ হলো। বাঁধন মাকে জিজ্ঞেস করল, ‘আচ্ছা, ওরা মা এখন ওকে কি বলছে?’
বাঁধনের মা বলল ওর বাচ্চাটাকে ও বকে দিচ্ছে। বলছে, ‘তোকে না কতো বার শিখিয়েছি। মানুষের কাছে যাবি না। মানুষেরা আমাদের ক্ষতি করে। তারপরও কেন ওদের কাছে ধরা দিতে গেলি।’
বাঁধন মন খারাপ করে বলল, ‘কেন? আমরা তো ওর কোন ক্ষতি করিনি, বাচ্চাটা তো শুকনো পুকুরে কাদায় আটকে গিয়েছিল, আমরা ওকে এনে গোসল করালাম। কত কিছু খেতে দিলাম কিন্তু খায়নি। ওর বাড়ী কোথায় জিজ্ঞেস করলাম কিন্তু পেঁচার মত গাল ফুলিয়ে ছিল কোন কথা বলেনি। আমরা কেউ ওকে তো মারিনি।’
বাঁধনের মা বলল, ‘হ্যাঁ বাচ্চাটা তো ওর মাকে সে কথা বলেছে। তোমরা ওকে অনেক আদোর করেছো। মারো নি বরং আদোর করেছো। তাইতো ওর মা পাখিটা তোমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। আর বলেছে তুমি খুব ভাল। তুমি আজ থেকে ওদের বন্ধু হয়ে গেলে।’ শুনে বাঁধনের মুখে আনন্দের ঝিলিক বিচ্ছুরিত হল। পাখিরাও তার বন্ধু! এবার স্কুলে গিয়ে এশা, জাহান, রনি আর জায়মাকে সব বলবে। ওরা শুনে খুব অবাক হবে। সবাই বলবে পাখির বন্ধু বাঁধন। তখন অনেক মজা হবে।
***
পাখির বন্ধু বাধঁন
বাঁধন দেখতে যেমন মিষ্টি, দুষ্টুমিতেও হয়েছে সবার সেরা। খুব রাগ। ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে যায় না কারণ কান্নাকাটি একবার শুরু করে দিলে দুবেলা পার হয়ে যাবে তবুও তার সুমধুর সুরের কন্দনসংগীত আর শেষ হবে না। বাঁধনের বাবা শহরে চাকুরি করে। সেই সুবাদে ওরা ঢাকাতেই থাকে। বাধঁন ঢাকার একটি স্কুলে ক্লাস ওয়ানে পড়ে। শীতকালীন ছুটি। তাই বাবা মায়ের সাথে দাদু বাড়ী বেড়াতে এসেছে।
শীত প্রায় যাই যাই করছে। চৈত্র মাসের সকালেও শীতের মিষ্টি আমেজ থাকে। বাঁধনের বাবা তখনও ঘুম থেকে উঠেনি। বাধঁন কোত্থেকে দৌড়ে এলো। হন্তদন্ত। হাপাতে হাপাতে বললঃ বাবা, ‘বাবা দেখ বকের বাচ্চা ধরেছি!’
বাধঁনের বাবা মনির চোখ মেলে দেখল, ছোট একটা বকের বাচ্চা কাঁদা জলে লুটোপুটি খেয়ে তার নাকের উপর ঝুলছে। মনির সাহেব চোখ মেলতেই ছোট্ট কর্দমাক্ত বকের বাচ্চাটা “খ্যাক” শব্দ করে বুলে উঠল। যেন মনির সাহেবকে দেখে বলতে চাইল, গুড মনির্ং টাইপ কিছু কিন্তু ঠান্ডা জলে ভিজে বকের বাচ্চার গলাটা বসে গিয়েছিল তাই পুরাটা বুঝা গেল না। মনির সাহেব বাধঁনের মুখের দিকে তাকাতেই সে আনন্দে নেচে উঠল আর হাস্যবিচ্ছুরিত কণ্ঠে গানের মত করে বারবার বলতে লাগল,
‘হা-হা দেখ বাবা,দেখ। কত সুন্দর বকের ছানা, ধরে নিয়ে এসেছি! হা-হা দেখ, দেখ বাবা, দেখ... ’
মনির সাহেব চেঁচিয়ে উঠল, ‘কই গেলে। দেখ। তোমার ছেলে কি ধরে এনেছে। তারাতারি এসো। দেখ, তাও আবার বিছানার উপর নিয়ে এসেছে।’
বাঁধন মায়ের আগামন পথে একবার উঁকি দিয়ে দিল দৌড়। সাথে পাড়ার বয়াতি বাড়ীর দুটি সমবয়সী বাচ্চা ছিল তারাও বাঁধনকে অনুসরণ করে দৌড়াল।
মনির সাহেব ছেলেকে কখনো শাসন করে না। শুধুই আদোর করে। পৃথিবীর যত আদোর আছে সব বাধঁনের জন্য বরাদ্ধ দিয়ে রাখে। বাঁধনের কাছে তার বাবা-মা দুজনের মধ্যে অপেক্ষাকৃত কে ভাল জানতে চাইলে তার নানী বাড়ীর লোকেদের মুখগুলো কেমন হাড়ি হাড়ি হয়ে থাকে। তার দৃষ্টিতে বাবা খুব খুব ভাল আর মা একটু ভাল অনেক পঁচা।
বাঁধনের মা কিন্তু ছেলের অপরিপক্ক বিচারে মোটেও রাগ করে না। বরং ছেলের কথায় তার আহ্লাদ আর ধরে না। বাঁধনকে দৌড়ে ধরে এনেছে। দৌড়ে তিনিও কম যান না। গ্রামের মেয়ে। বৌ ছি খেলার বয়সটার রেশ এখনো যাই যাই করছে।
টিউবওয়েলের পাড়ে নিয়ে বাঁধনের মা বাধঁনের গায়ের কাঁদামাটি ধুঁয়ে দিলো। আর বকের ছানা সম্পর্কে বহুবিদ নেতিবাচক ধারণা দিতে চাইল যাতে সে ওটা ছেড়ে দেয়। যতক্ষণ বাঁধনের গায়ে পানি ঢেলেছেন ততক্ষণ বলেছেন, বকের ছানা পঁচা। ওটা দেখতে ভাল না। বকের ছানা পচাঁরা ধরে। কত্তো কথা কিন্তু বাঁধনের সাফ কথা, সে কাউকে বকের ছানা ধরতেও দেবে না। এমনকি তার দাদুকেও না।
উপায়ন্তর না দেখে বাঁধনের মা বললঃ ‘আচ্ছা বকের ছানা কারো কাছে দিতে হবে না। তুমি ওটা দিয়ে কি করবে আগে সেটা বলো?’ বাঁধন এবার সানন্দে বলল ‘ওটা আমি আমাদের কবুতরের সাথে পুষবো।’ বাঁধনের মা ছেলের কথায় সায় দিয়ে এ যাত্রা তাকে প্রশমিত করার চেষ্টাটাই করল। বাঁধনের মা জানে কিভাবে ছেলেকে পটাতে হয়। তার সাথে জোর করলে হবে না। তাকে বশে আনার প্রধান অস্ত্র হচ্ছে আদোর। আদোর দিলে বাঁধন আস্ক্রিমের মত গলে পানি হয়ে যায়। ‘আমার ল²ীবাবাটা পাখি পুষবে।’ বলে বাধঁনের গালে বাধঁনের মা একটা চুমু দিল। বাধঁন এবার বেশ খুশি। বাঁধনের মা বকের বাচ্চাটা গোসল করিয়ে দিয়ে রান্না ঘরের দিকে চলে গেল।
নাস্তার সময় হয়ে গেল কিন্তু বাঁধনের নাস্তার টেবিলে যাওয়ার কোন লক্ষণ নেই। বাবা, দাদু, দাদি, চাচ্চু, ফুপি কারও কথায় সে কর্ণপাত করছে না। বাঁধনের বাবা ছুটির দিনে সাধারণত ছেলেকে ছাড়া নাস্তা খায় না। বাঁধনের মা গেল দেখল বাধঁন আর পাড়ার গোত্রালঙ্গ কিছু ছেলে মেয়ে উঠুনে গোল করে বসে আছে। আর সবার মধ্যেমণি হয়ে আছে বকের বাচ্চাটা। বাঁধনের মা ব্যাপারটা বুঝতে পারল। জিজ্ঞেস করলঃ ‘বাবা কি করছ?’ বাধঁন হেসে হেসে বললঃ ‘ছানাটার অনেক শীত ধরেছে তাই রোদে রেখেছি।’
‘ঠিক আছে।’ বাবা নাস্তা খেতে ডাকছে। চল, নাস্তা খাবে।
না সে এখন নাস্তা খাবে না। পরে খাবে। বাধঁনের মা পাড়ার ছেলেগুলোকে দিল একটা ধমক,
‘এই তোরা কি করছিস। যা । যার যায় বাড়ি যায়।’
বাঁধনের মা লক্ষ্য করে দেখল মা পাখিটা দূরে রেন্টি গাছের ডালে মন খারাপ করে বসে আছে। বাঁধনের মায়ের বিষয়টা খুব খারাপ লাগল। বাঁধনকে ডেকে বলল, ‘বাবা ঐ যে আর একটা বড় বক দেখতে পাচ্ছ।’ বাধঁন মায়ের কথায় সায় দিয়ে বলল, ‘হ্যাঁ দেখতে পাচ্ছি।’
-‘ওটা এই বাচ্চাটার মা। বাচ্চার জন্য মা পাখিটার মনটা দেখ কেমন খারাপ করে আছে। তুমি বরং বাচ্চাটা ছেড়ে দাও।’ বাঁধন না বলে দিল সে কিছুতেই বকের বাচ্চাটা ছাড়বে না। সে এটা পুষবে। মা বাঁধনকে আবার বুঝালো,
-‘দেখ। বাচ্চাটার জন্য মা বকটা কেমন কান্না করছে আর বলছে, তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও। আমি তোমাকে অনেক দোয়া করবো, তুমি একদিন অনেক বড় হবে।’
বাঁধনের মনে এবার কৌতুহল জাগল। বাঁধন মাকে জিজ্ঞেস করে, ‘তাহলে পাখিও কথা বলতে পারে? কিন্তু কই আমি তো কখনো শুনতে পাইনি।’ বাঁধনের মা বলল, ‘হ্যাঁ পাখি কথা বলতে পারে তবে তুমি যখন আমার মত বড় হবে তখন ঠিকই তুমি পাখির কথা বুঝতে পারবে।’
বাধঁন বিশ্বাস করল তার মা পাখির কথা বুঝতে পারে।
বাঁধন বলল, ‘ঠিক আছে তুমি তা হলে মা পাখিটাকে বলে দাও আমরা তোমার বাচ্চাটাকে অনেক আদোর করব। অনেক মাছ,মাংস খেতে দেব। আর আমি কখনো ওর সাথে ঝগড়া করব না।’
বাঁধন তার মাকে আবার জিজ্ঞেস করল,
‘আচ্ছা পাখিটা কিছু বলল?’
-হ্যাঁ , মা পাখিটা তোমাকে বলতে বলল, সে যদি তোমাকে তোমার মায়ের কাছ থেকে নিয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে?
বাধঁন তার মায়ের গলা জড়িয়ে ধরে বলল, ‘আমার ভীষণ খারাপ লাগবে। আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না।’
বাঁধনের মা শুনে হেসে দিয়ে বলল, ‘তা হলে যে বলো আম্মু অনেক পচাঁ?’
বাঁধন কাদো কাদো গলায় বলল, ‘না আর কখনো বলবো না।’
বাঁধনের মা বাঁধনকে আরও জোরে জড়িয়ে ধরে দু গালে চুমু খায়। বলে, ‘আমার সোনা যাদু, টিয়া পাখি বাবাটা। এখন থেকে মায়ের সব কথা শুনবে তো?’
বাধঁনও মায়ের গালে চুমু দিয়ে বলে, ‘হ্যাঁ সব কথা শুনবো।’
বাঁধনের মা বলল, ‘তা হলে বকের বাচ্চাটা ছেড়ে দেই?’
বাঁধন রাজি হল। বাচ্চাটা ছেড়ে দেওয়া হল। বাচ্চাটা উড়াল দিয়ে মায়ের কাছে রেন্টি গাছের ডালে গিয়ে বসলো। মা পাখিটা আনন্দে আত্মাহারা হলো। বাচ্চার পালকে ঠোট বুলিয়ে আদোর করে দিলো। দৃশ্যটা দেখে বাধঁনের খুব আনন্দ হলো। বাঁধন মাকে জিজ্ঞেস করল, ‘আচ্ছা, ওরা মা এখন ওকে কি বলছে?’
বাঁধনের মা বলল ওর বাচ্চাটাকে ও বকে দিচ্ছে। বলছে, ‘তোকে না কতো বার শিখিয়েছি। মানুষের কাছে যাবি না। মানুষেরা আমাদের ক্ষতি করে। তারপরও কেন ওদের কাছে ধরা দিতে গেলি।’
বাঁধন মন খারাপ করে বলল, ‘কেন? আমরা তো ওর কোন ক্ষতি করিনি, বাচ্চাটা তো শুকনো পুকুরে কাদায় আটকে গিয়েছিল, আমরা ওকে এনে গোসল করালাম। কত কিছু খেতে দিলাম কিন্তু খায়নি। ওর বাড়ী কোথায় জিজ্ঞেস করলাম কিন্তু পেঁচার মত গাল ফুলিয়ে ছিল কোন কথা বলেনি। আমরা কেউ ওকে তো মারিনি।’
বাঁধনের মা বলল, ‘হ্যাঁ বাচ্চাটা তো ওর মাকে সে কথা বলেছে। তোমরা ওকে অনেক আদোর করেছো। মারো নি বরং আদোর করেছো। তাইতো ওর মা পাখিটা তোমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে। আর বলেছে তুমি খুব ভাল। তুমি আজ থেকে ওদের বন্ধু হয়ে গেলে।’ শুনে বাঁধনের মুখে আনন্দের ঝিলিক বিচ্ছুরিত হল। পাখিরাও তার বন্ধু! এবার স্কুলে গিয়ে এশা, জাহান, রনি আর জায়মাকে সব বলবে। ওরা শুনে খুব অবাক হবে। সবাই বলবে পাখির বন্ধু বাঁধন। তখন অনেক মজা হবে।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হাসনা হেনা পাখির প্রতি ভালবাসা। ভাল। শুভ কামনা।
কবিরুল ইসলাম কঙ্ক বেশ ভালো লাগলো পড়ে । ভোট রইলো । রইলো শুভেচ্ছাও ।
পারভেজ রাকসান্দ কামাল ভাল লাগল...ভোট রইল। আমার পাতায় আমন্ত্রন রইল...
ফয়সল সৈয়দ লিখেছেন ভাল । বানান ভুলে জন্য পাঠক পড়তে গিয়ে হোঁচট খাবে।
Fahmida Bari Bipu মোটামুটি ঠিকঠাক। লিখতে থাকুন। বানানের ব্যাপারে সতর্কতা প্রয়োজন। ভোট রইল।
গোবিন্দ বীন ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।

০৯ মে - ২০১৫ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী