সংক্ষিপ্ত প্রেমকাহিনী

ভালবাসি তোমায় (ফেব্রুয়ারী ২০২১)

আহমাদ মাগফুর
  • ৫৬
অক্টোবরের হালকা শীতের রাত
দেয়ালঘড়ির চিকন কাটার ডাক,
একটু আশা একটুখানি ভীতি
কষ্টমাখা রাতের প্রজাপতি।

গলির মাথায় একটা দোকান খোলা
হিমবাতাসে ভাসছে প্রেমের গান,
গানের সুরে চাঁদের মত মায়া
বুকের ভেতর নতুন একটা ঘ্রাণ।

শিশির ঝরছে ভিজছে রাতের ঘাস
'উড়াল তারে' কার যে দীর্ঘশ্বাস,
ঘুম হারিয়ে হাসছে দুটি চোখ
এই কি ছিল প্রথম প্রেমের সুখ!

সুখ'ও বুকে ব্যথার মত বাজে
মন চলে যায় দূরের কোন সাঁঝে,
চোখে ভাসে একটি হাসিমুখ
হাসির নিচে যত্নে-রাখা দুখ।

হাত দিয়ে সেই দুঃখ মুছতে থাকি
মুছতে মুছতে কোথায় যে কী আঁকি,
কবিতা না গল্পের শিরোনাম?
দেখছি শেষে লিখছি 'তাহার' নাম।

নামটা তখন আমায় ভালোবাসে
অশ্রু মুছে নতুনকরে হাসে,
আমিও বলি 'তোমায় ভালোবাসি'
চন্দ্র তারায় কী যে হাসিহাসি।

সব হাসি আজ মিলিয়ে গেছে জলে
জলে জলে বয়ে গেছে নদি,
সেই নদিটার দুই পাড়েতে বসে
ভাসছি দুজন, ভাসবো নিরবধি।

তবুও ভাবি, শীত যদি ফের আসে
যায় শুকিয়ে এই নদিটার পানি
হাসবে আবার আকাশ, চন্দ্রতারা
এই কথাটা আমরা উভয়ই জানি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
juham দারুণ লিখেছেন কবিতা খানি। ভোট রাখলাম। আমার পাতায় নেমন্তন্ন রইল ভোটের জন্য। দয়া করে ভোট রাখবেন।
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০২১
পাট, মন্তব্য এবং ভোট প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ!
ফয়জুল মহী খুব সুন্দর অনুভূতির নিখুঁত কাব্য নির্মাণ, মুগ্ধতায় ছুঁয়ে গেলো মন। ভালোলাগা আকাশসম। শুভকামনা নিরন্তর
ভালো লাগেনি ৬ ফেব্রুয়ারী, ২০২১
আপনার জন্যও অনেক শুভকামনা এবং ভালোবাসা। কবিতাটি ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

'নামটা তখন আমায় ভালোবাসে অশ্রু মুছে নতুনকরে হাসে, আমিও বলি 'তোমায় ভালোবাসি' চন্দ্র তারায় কী যে হাসিহাসি।'

০৮ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪