আমার শার্টটা আজ মাস্টার্সে উঠলো আজ থেকে পাঁচ বছর আগে শরতের একদিন তোর সাথে দেখা পাশে আমার বাড়ি তুই কাছে এসে দাঁড়ালি আমি তখনও আনাড়ি তুই বললি আমি সেকেন্ড ইয়ার পড়ি; সকালের শিউলি তখন সুগন্ধ হারিয়ে নিস্তেজ কিন্তু তুইতো কাছে তাই সমস্ত পৃথিবী সতেজ; মনে হলো, যখন কথা বলছিলি আকাশের ওপারের কেউ আমার বুকে এক সাগরের ঢেউ সেই মনে আছে সাদা কালো চেক? জানি সব ভুলে যাস তোর মনে এখন নতুন ফুলের চাষ আগের দিনই কিনেছিলাম; কী সৌভাগ্য শার্টটার তোর সাথে তার দেখা; আমার মনে আছে সবগুলো কথা মিথ্যা, সত্য, সুন্দর, অসুন্দর ধোঁকা সব কথা ছিল রঙিন তুই থাকলে রঙহীনও অমলিন ; সেই পাঁচ বছর আগে আজ আবার চোখের সামনে ভেসে উঠলো ড্রয়ার টানতেই সেই শার্টটা অবশ হয়ে এলো হাতটা নাকি মন- সবি একি এখন তুই সেদিন কী পরেছিলি? তোর চেয়ে তো তুচ্ছ ; হোক দামি পোষাক তো দামি নয় আর সব তুচ্ছ তোর তুলনায়; তুই এখন মাস্টার্স আমার মনে এখনও নীল শিউলি সুবাস; তুই নেই তবু তুই সেকেন্ড ইয়ার থেকে এখন মাস্টার্স শার্টটা মাস্টার্সে উঠলো শুধু আমি আটকে থাকি এক শরতে শার্টটার দিকে তাকিয়ে দেখি তুই ওর পরতে পরতে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Muhin Sarker
তুই নেই তবু
তুই সেকেন্ড ইয়ার থেকে এখন মাস্টার্স
শার্টটা মাস্টার্সে উঠলো
শুধু আমি আটকে থাকি এক শরতে
শার্টটার দিকে তাকিয়ে দেখি
তুই ওর পরতে পরতে। শেষের চরণটি অনেক অনেক সুন্দর হয়েছে। কবির জন্য অনেক অনেক শুভ কামনা
ওয়াহিদ মামুন লাভলু
যে নেই তার কথা মনে পড়লে কষ্ট তো হবেই। যে শার্টটার পরতে পরতে সে, সেই শার্টটাকে দেখলে তার কথা তো মনে পড়বেই। অনেক ভাল কবিতা। শ্রদ্ধা জানবেন। শুভেচ্ছা। ভাল থাকবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।