দিগন্ত পারি

দিগন্ত (মার্চ ২০১৫)

Syed Masum Jaman
  • ৩৩
আমার মত এমন ছেলে কতটা আছে জানিনে ,
সকাল হলেই সূর্য উটে সবাই জানে গগনে ।
নিল দিগন্ত পারি দিতে চাই থেকে আমি ভভূনে ,
খাওয়া-নাওয়া সব ছেড়ে যে ,
ব্যস্ত থাকে যে আবিস্কারের কাজে ,
বলোন সে কি ঘরে থাকতে পারে ?


তাই তো চোটে বনের দারে
বসে কোনো নদীর পারে ,
ভাবে, কি করে যায় পাখি উড়ে ,
মানুষ কি ত়া করতে পারে ?


এমন আপন ভুলা ছেলে ,
পড়াশোনায় অবহেলে ,
উটছে কোনো গাছের ডালে ,
নৌকায় উটে দু পা দুলে ,
দেখছে পাখি গাছের ডালে ,
পাল উড়িয়ে নৌকায় বসে ,
কঠিন কঠিন অংক কসে ,
সে কি কিছু করতে জানে ?

সময় কাটে যার রংধনু দেখে ,
সে কি করে কবিতা লেখে ,
এই কথা যায় লোকে বলে
সে তো আপনভোলা ছেলে

ছেলে শুধু নদীর তীরে,
চেয়ে কোনো দিগন্ত পানে ,
মুগ্ধ হয় সে পাখির গানে ,
সে কি পড়া শিখতে জানে ?

এমন ছেলে বলে কি না !
দিগন্ত নাকি তার টিকানা ,
দিগন্তর এই বসুধা তে
নেবে নাকি আমায় সাথে ।
আমায় নিয়ে অনেক দুরে ,
আসবে নাকি জগত ঘুরে ,
যেতে আমি করলে নারাজ ,
করবে নাকি সে বড্ড আরি ,
আমায় নিয়ে ঘুরবে দেশে ,
দেবে নাকি দিগন্ত পারি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
অভিজিৎ দাস ভাল লাগলো কবি । শুভকামনা রইল ।
শেখ শরফুদ্দীন মীম ভালো লাগলো প্রিয় কবি। সময় করে আমার কবিতাটি পড়বেন ।
মোহাম্মদ সানাউল্লাহ্ প্রথম কবিতা ! সুন্দর ! বেশ ভাল লাগল ।
প্রিন্স ঠাকুর ভাল লাগল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।
গোবিন্দ বীন সময় কাটে যার রংধনু দেখে , সে কি করে কবিতা লেখে , এই কথা যায় লোকে বলে সে তো আপনভোলা ছেলে। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
রুহুল আমীন রাজু ভালো ...তবে সামনে আরো ভালো হবে আশা করি .(আমার পাতায় 'কালো চাদ ' গল্পটি পড়ার আমন্ত্রণ রইলো )
মোস্তফা সোহেল বানানের দিকে আরেকটু খেয়াল রাখবেন । সেই সাথে শব্দ চয়নেও

০৫ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫