মায়ালু'র মহলায়

গভীরতা (সেপ্টেম্বর ২০১৫)

আল আমিন
  • 0
  • ২৫
অনুভূতি জুড়ে অবশ কেমন এক
ঘুমকাতুরে যন্ত্রণায়--- জ্বলছে হৃদয় আমার;
যেন গো-গ্রাসে আমি গিলেছি হেমলক
অথবা ক্ষুধার্ত আফিমের প্রলোভন।
একটা মিনিট চলে গেল;
আমি ডুবে গেলাম---
গ্রীক-পুরাণের সেই বিস্মৃতির পাতালপুরীতে,
লিথী নদীর অতল গহীণে।

না' তোমার সুখে--- আমার কোন জ্বলুনি নেই,
হিংসা নেই; বরং
তোমার খুশিতেই আমি হারাই বিহ্বলতায়
জ্বল-জ্বলে চোখ আমার জ্বলে ওঠে আলোয়
তোমার সুখেরই দোদুল্যমান ফোয়ারায়।

গ্রীষ্মের শেষ রাতে
কিছু মৌন সুরের মাঝে
তুমি নিজেই সুর হয়ে বেঁজে ওঠো---
লতায়-পাতায় বিস্মৃত
এই সবুজ-শ্যামলের ভাবালু ছায়ায়,
মায়ালু! তুমি বনপরী হয়ে ওঠো---
উজ্বল ডানার বনপরী!
গেয়ে ওঠো গলা ছেড়ে।

আহ! এক চুমুক; মাত্র এক চুমুক
তোমার কণ্ঠের গভীরে---
মহাকালের হাজারটা যুগ ধরে
ঘনীভূত হতে থাকা এক চুমুক
আঙ্গুরের রস দাও আমায়।
সুদূর ফ্রান্সের
মধ্যযুগীয় সেই সব সঙ্গীত
আর নৃত্যের ঘোরে--- সবুজের পেয়ালায়
গিলব তোমার ফ্লোরা ফুলের মত সুস্বাদ।

ওফঃ পরিপূর্ণ তোমায় উষ্ণ-গাহণে
আকণ্ঠ গিলে যাবো
নেশার বুঁদবুঁদ ঢেকুর তোলার আগ পর্যন্ত---
নীল হবো গাঢ়-নীল,--- এই রক্তরাঙা ঠোঁটে
ছেড়ে যাবো পৃথিবীর অজান্তে
অমরত্ব আর তোমায়
হারিয়ে নেবো আমাতে,
চলে যাবো তারপর।

***
John Keats এর Ode to a Nightingale এর প্রথম দুই স্তবকের ছায়া অবলম্বনে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আলী হোসাইন জ্বলুনি ও মায়ালু শব্দের জায়গায় জ্বালা ও মায়া'র ব্যবহার ভালো হতো। নি'র ব্যবহার আছে কিন্তু তা শব্দের আঙ্গিক ঠিক রেখে ব্যবহার করতে হবে। কিটসের কবিতা অবলম্বনে হলেও বাংলা শব্দের যথার্থ ব্যবহার হওয়া উচিত।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৫
আপনাকে ধন্যবাদ ভাইয়া। এখানে আমি আমার বিশেষ একটা tone এ লিখেছি, আর যেহেতু আক্ষরিক অনুবাদ নয় আর গদ্য ছন্দে লেখায় কথ্যভাষা 'জ্বলুনি' এতে আমি কোন অযথার্থতা দেখছিনা। আবারো বলছি এটা আমি আমার বিশেষ একটা ঢঙে লিখেছি আর নাইটিঙ্গেল এর স্থানে 'মায়ালু' ব্যাবহার করেছি--- এখানে মায়ালু সুধু একটা শব্দ নয় এটা আমার একটা কাল্পনিক চরিত্র।
ভালো লাগেনি ৮ সেপ্টেম্বর, ২০১৫
গোবিন্দ বীন নীল হবো গাঢ়-নীল,--- এই রক্তরাঙা ঠোঁটে ছেড়ে যাবো পৃথিবীর অজান্তে অমরত্ব আর তোমায় হারিয়ে নেবো আমাতে, চলে যাবো তারপর। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রনআমন্ত্রন রইল।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০১৫

২৩ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী