ঘৃণা কি না অভিমানে আত্মনিগৃহীত

ঘৃনা (আগষ্ট ২০১৫)

আল আমিন
কলঙ্কিত নই; ঘাতগ্রস্ত আমি।
পরিত্যাক্ত নই; আত্ম-নিগৃহীত আমি।
নিজেকে সরিয়ে নিয়ে এসেছি
দূর সীমান্তের পার; কোন সম্ভাবনা নেই এখানে হিসেবে গড়মিল হওয়ার ।

আমি তো কেউ নই; নই মনচোর,
কারো চোখের দিগন্ত-রেখায় ভোর নই আমি।
কখনো কারো হাসির-সন্ধ্যা-প্রদীপে
একটুখানি ছুঁয়েছিল হৃদয় আমার---
সেই থেকে পুড়ে পুড়ে হচ্ছি খাক।

হিসেবে বারবার ভুল হয়ে যায় বলে
দূরে সরে একা একা পুড়ি,
করে নিয়েছি নিজের জন্য
একা কাটানোর সময়।

অতি-প্রত্যুষে অঙ্কুরিত স্বপ্নগুলো
বীজ থেকে স্খলিত হয়ে গেল আজ
সকালের আলো ছড়াবার আগেই।
বিশ্বাস করো মৃন্ময়ী!
বিশ্বাস করো, স্বপ্নগুলো আমার নয়;
আমি সুধু মৃন্ময় হতে চেয়েছিলাম,
মিশে যেতে চেয়েছিলাম মৃত্তিকা হয়ে
ঝুর-ঝুরে মাটির বৈশিষ্ট্য নিয়ে
মিশে যেতে চেয়েছিলাম তোমার মাঝেই।
বিশ্বাস করো--- লোভী নই আমি।
আগুনের মত তিল-তিল করে
গ্রাস করার স্বভাব নয় আমার।

জানিনা ঘৃণা কিনা অভিমানে,
ঘেঁটে-ঘুঁটে এঁটে এনে সাঁজিয়ে রেখেছ যা
ওটা আমি চাইনে;
তুমি বরং আমার অন্ধকারটুকু নাও,
বিদেয় করো আমায়।
তোমার বায়না-ধরা-স্বপ্নের দায়ভার
আমার নয়; তুমি যে খেয়ালে বিকিয়েছ জল
তোমাকেই ভোগ করতে হবে আজ
তোমার কাজের ফল; তুমি নিশি-শ্রান্ত মেঘ
তুমি বৃষ্টির শব্দে ঘোর-অন্ধকার
টেনে এনেছো ভর-দুপুরে;
সূর্য্যের ক্ষণজন্মা-স্ফুলিঙ্গের সাথে
চড়ুইভাতিতে মেতেছ অকাল-বৈশাখে।

আমি শরতের-শিশির নই
বসন্তের-কোকিল নই
নই কারো শরীরের ছল-মেটানো বাহানা।
আমি চাইনে তোমায়;
তুমি কচুর-পাতায় ক'ফোটা শিশির-দানায়
যদি পাও সুখ তবে
সেখানেই ভাসো; রাত-ভোরে সময় ফুরোলে
ঢেউ হবে কি জল হবে তুমি
দেখতে যাবোনা আমি ।

তোমার সুখ সন্ধানে সন্ধ্যা হয়েছি,
অনেকবার আওড়েছি তোমার হয়ে
তোমার প্রিয় কিছু বর্ণমালা;
ভুলে যাবো সব;
আর তোমায় ডাকতে যাবোনা।
রাত হলে আমার ঘুম
গুঁছিয়ে নেবো আমি নিজেই;
জানিনা পারবো তা কতখানি।
পথের বাঁকে পথ হারালে তখনো
হাতখানি চাইবোনা তোমার।

জানতে চেয়োনা তুমি
কেন ফিরবোনা আমি আর এই পথে;
রাত-ফেরারী হয়ে তোমার দরজায়
লাথি মারতে চাইনি বলে
তোমার দেয়ালী-আলোর ছায়া হয়ে
সরে এসেছি তোমাকে ছেড়ে।
জানালার ফাঁক দিয়ে তীর্যক আলো দেখে
ভুলেও সন্দেহ করোনা আমায়
অন্ধকার দেখতেও আসবোনা আমি আর।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবুল বাসার অনেক শুভেচ্ছা রইল।ভাল লাগল।
গোবিন্দ বীন জানালার ফাঁক দিয়ে তীর্যক আলো দেখে ভুলেও সন্দেহ করোনা আমায় অন্ধকার দেখতেও আসবোনা আমি আর। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ধন্যবাদ কবি।
মোহাম্মদ সানাউল্লাহ্ আপনার আবেগ আর ধৈর্য আপনাকে এগিয়ে নিয়ে যাক আপনার কাঙ্খিত লক্ষ্যে ।
ধন্যবাদ কবি। শুভেচ্ছা নিবেন।
Fahmida Bari Bipu এত দীর্ঘ কেন? ভাব ও ভাষার সমন্বয় বেশ। ভোট রইল।
ভাবের বেনোজলই তো টেনে নিয়ে এলো এতোদূর । আবেগের প্লাবন ধুঁয়ে-মুছে না শেষ হলে কি কবিতা শেষ হয় আপু! তাইই... অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো।

২৩ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪