ভয়কে জয়

ভয় (এপ্রিল ২০১৫)

মোহাম্মদ আহসান
  • ১০
রক্ত বিন্দুতে গড়া
মহা সিন্ধুর প্লাবনে
ভেসে যাওয়া এ মাটি
এ পথ ঘাট প্রান্তর
পুড়ে যাওয়া বাঙ্গালীর
হৃদয়ের ভালোলাগা সব,
লাখো শহীদের লাশে
গড়ে উঠা পিড়ামিড
শকুনেরা চুড়ায় বসে
হায়নারা হাড় চাটে
ধূর্ত শিয়ালেরা ঘুরে
বিশ্বাসঘাতকেরা আজো
লোভ লালসার লালায়
উৎসবে করে কলোরব।
খুনির রক্ত চক্ষুর
শানিত খঞ্জর চমকিতে
এ প্রজন্মের নাহি ডর ভয়,
ছুটন্ত তপ্ত বুলেটের
পাগল করা রক্ত নেশাকে
এ প্রজন্ম পদধূলিসম
ভৈরবী নৃত্যে করেছে জয়।
ধর্মের নামে খুনি বনে যাওয়া
স্বার্থ সিদ্ধিতে মুনি বনে যাওয়া
মিথ্যা ধোঁকাবাজী ভন্ডামী
যে নীতির অসচ্ছ গতি,
গণ হত্যায় গণতন্ত্র রক্ষা
হাস্য রসের উদ্ভট ব্যাখ্যা
জনসম্পদ পুড়ে কয়লা ছাই
নীতিবাক্য কর্মে শুধুই অসংগতি।
জুঁজুঁর ভয় দেখিয়ে প্রজা শাসন
মানুষ পুড়িয়ে অসভ্যকরন
দুঃখিনী মায়ের বুকে রক্তক্ষরন
পুঁড়ে সন্ত্রাসে বাংলার জণপথ,
শান্তির নামে শয়তানের চাষ
আবাস ছেড়ে বাজারে বসবাস
এ প্রজন্ম মিথ্যার টুটি চেঁপে ধরে
কালনাগের মনি ছিনিয়ে খেলা করে
ভয়কেই ভয়ে কাঁপাতে করেছে শপথ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জুন বাহ বেশ ভালো।
নাসরিন চৌধুরী বেশ লিখেছেন--কলম ধরুন সবাই।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর ।।
এস আহমেদ লিটন সমসাময়িক বাস্তব চিত্র ফুটে উঠেছে! অনেক ধন্যবাদ!
ভাই লিটন চেষ্টা করেছি মাত্র ধন্যবাদ।
মোহাম্মদ সানাউল্লাহ্ বিক্ষুব্ধ একজন দেশপ্রেমিকের কলম থেকে এমন বারুদের উদ্গীরণ ঘটবে, এটাই তো স্বাভাবিক । খুব ভাল লাগল তাই ভোট রেখে গেলাম ।
সানাউল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ।ভোট আর লাইক তো পুরস্কার যোগ্য কবিদের জন্য আমি ও দুটোর কোনটারই যোগ্য নই আপনাদের মত কয়েক জনের ভালো লাগলেই আমার কষ্ট সার্থক।উৎসাহ মূলক মন্তব্যের জন্য কৃতজ্ঞ।
আখতারুজ্জামান সোহাগ ‘‘বিশ্বাসঘাতকেরা আজো লোভ লালসার লালায় উৎসবে করে কলোরব।’’ দারুণ বলেছেন। শুভকামনা কবি।
শামীম খান ভাল লিখেছেন । শুভ কামনা রইল ।
Tumpa Broken Angel দেশকে নিয়ে লেখা কবিতা সব সময়ই অসাধারণ। শুভকামনা কবি।

০৬ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪