চাইছি তোমার বন্ধুতা

বৈরিতা (জুন ২০১৫)

Fahmida Bari Bipu
  • ২৪
  • ১৬
‘কৃষ্ণ মেঘের চাদর সরিয়েছি দেখ,
ঝলমলে রোদকে গায়ে মেখে
হাসিমুখে তাকিয়ে আছি তোমার পানে।
তবু মুখটি কালো করে রেখেছো কেন অরণ্যদা?’
“মনটা ভাল নেই,আকাশ।
দেখেছি তোমার ঝলমলে উজ্জ্বলতা।
তোমার শুভ্রতাকে কী করে অগ্রাহ্য করি বল?
তোমার আলোর নির্যাস বাঁচিয়ে রেখেছে আমার সজীবতা,
বুক চিরে ঝরে দেওয়া তোমার অঝোর ধারায়
ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে আমার ছায়াঘেরা প্রান্তর।
প্রতিদিন আন্দোলিত হই তোমার অকৃপণ বন্ধুতায়।
কিন্তু...আজ,
অসহায় নির্বাক দর্শক আমি এক।
চাপা পড়ে আছি মানুষ নামক কোন এক বিচিত্র প্রাণীর
হিংস্র বণ্য বৈরিতায়।
দলে দলে আমার বুকটাকে উজাড় করে
মেতে উঠেছে সে এক নিষ্ঠুর পৈশাচিক আনন্দে।
তার দুর্বিণীত ঔদ্ধত্যের ডামাডোলে
হারিয়ে গেছে আমার সজীবতার উল্লাস।
শুধু প্রাণপণে টিকিয়ে রাখা
অস্তিত্বের মহিমাটুকু।
দিবানিশি তার ঢেলে দেয়া গরলকে শুষে নিয়ে,
জীবনের অমৃতসুধা সিঞ্চন করি প্রতিনিয়ত।
অথচ আজ, আমারই সমাধিতে বসে
ধারণ করেছে সে,
সৃষ্টির শ্রেষ্ঠত্বের গৌরব।
রূঢ় পাশবিকতায় চেপে ধরেছে, সবুজ পৃথিবীর
অবিনাশী শক্তি যত।
এ কেমন বৈরিতায় বসবাস,
যার দাবানলের বিষবাষ্পে বিপন্ন এই সভ্যতা?
ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
রুদ্ধশ্বাস প্রহর গোনা।
পৃথিবীর অনিবার্য এই পরিণতি ঠেকাতে
একত্রিত হোক শুভপ্রারম্ভের সকল স্মারক।
আজ সুন্দরের আবাহনে সাড়া দিতে
হে পৃথিবীর বংশধর,
চাইছি তোমার বন্ধুতা.........।।”
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মুর্শিদা আখতার মিলি রূঢ় পাশবিকতায় চেপে ধরেছে, সবুজ পৃথিবীর অবিনাশী শক্তি যত। এ কেমন বৈরিতায় বসবাস, যার দাবানলের বিষবাষ্পে বিপন্ন এই সভ্যতা? ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রুদ্ধশ্বাস প্রহর গোনা।
শামীম খান দারুণ বোধের কবিতা । পরিচ্ছন্ন চিন্তার ফসল । কবিতার সাবলীলতা মুগ্ধ করলো । আপনার প্রতিটি লেখাই মন দিয়ে পড়ি । মাশা'আল্লাহ , লেখার মধ্যে একটা পেশাদারিত্ব আর প্রতিশ্রুতি আছে । সৃজনশীলতার প্রকাশ ঘটুক নিরন্তর , এই প্রার্থনা । ভাল থাকবেন ।
অনেক ধন্যবাদ শামীম ভাই। অনুপ্রাণিত হলাম।
gayer pothe চমৎকার হয়েছে কবিতা, শুভেচ্ছা থাকল।
মোস্তফা সোহেল এতো সুন্দর লেখেন কী করে ?
পড়ার জন্য ধন্যবাদ।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো কবিতাটি ।
অসংখ্য ধন্যবাদ।
monir hossain সত্যি অসাধারন, কিন্তু ভোটিং বন্ধ ভোট দিতে পারি নাই।
পড়েছেন এতেই খুশী। অনেক ধন্যবাদ।
জসীম উদ্দীন মুহম্মদ চরম বাস্তবতার কবিতা!! প্রতিটি চরণ মন ছুঁয়ে যায় প্রিয়কবি ।।
আপনাকেও অনেক ধন্যবাদ জসীম ভাই।
তুহেল আহমেদ সাধু সাধু সাধু ! ভোট কিভাবে দিতে হয় ? জানা থাকলে এই লিখায় আমার থেকে এক পয়েন্টেরও কমতি হতো না ! যারা কবিতা ভালোবাসে , তাদের ভালোবাসা দীর্ঘজীবি হোক ভালোবাসাময়তার রাজ্যে । তাদের জন্যই আজও মানুষের অনুভূতির অস্তিত্ব জিয়িয়ে জিয়িয়ে বেঁচে আছে ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সৈয়দ আহমেদ হাবিব ভোট দিইনাই কিন্তু.............হা হা হা সুন্দর সুন্দর সুন্দর
দুঃখ পাই নাই কিন্তু...। পড়ার জন্য ধন্যবাদ।
মোহাম্মদ সানাউল্লাহ্ “পৃথিবীর অনিবার্য এই পরিণতি ঠেকাতে একত্রিত হোক শুভপ্রারম্ভের সকল স্মারক। আজ সুন্দরের আবাহনে সাড়া দিতে হে পৃথিবীর বংশধর, চাইছি তোমার বন্ধুতা.........।।------------------ ঠিক এই মুহুর্তে আমার মনে পড়ে গেল সেই শ্লোগানটির কথা, “ এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় !“ আসলে বৈরিতা বিণাশের মিছিলে আমি ছিলাম কিন্তু এখন আর মাটির সেই মিষ্টি ঘ্রাণ টা পাইনা । যা আমাকে মায়ের মত করে হাতছানী দিত, তাইতো কবিতাকে সাথে নিয়ে সময় কাটাবার বাহানা ! আপনার অাহবান সবার মাঝে জাগরনের সৃষ্টি করুক ।

০১ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৬৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪