দিগন্তের হাতছানি

দিগন্ত (মার্চ ২০১৫)

Fahmida Bari Bipu
মোট ভোট ৪১ প্রাপ্ত পয়েন্ট ৪.৯
  • ৩৯
  • ১৫
ছোটবেলা থেকেই--
এক অদ্ভূত স্বপ্নের সাথে আমার বসবাস।
আকাশটাকে ছোঁব আমি...।
মা'র হাজার প্রবোধ, শত প্রলোভনেও,
ইচ্ছেচ্যূতি ঘটতো না আমার।
ঐ আকাশটা আমার চাই।
শেষমেষ আমার জেদের কাছে হেরে যেত মা,
'কী দস্যি মেয়েরে বাবা!'
তবু আকাশপ্রাপ্তি হত না আমার।
কিশোরী জীবন যখন,
পুকুর জলে ঝাঁপাঝাঁপি আর গাছের শাখায় ডেরা বাঁধা।
তখনও গাছের মগডালে উঠে,
আকাশের দুরতব টা ঠিক মেপে দেখতাম।
যতদূর চোখ যায়...
বিস্তীর্ণ ফসলের খেতের,
আল ধরে চলতে চলতে,এমনি একদিন...
মনের মাঝে জ্বলে উঠলো সহস্র খুশীর পিদিম।
ঐ তো আকাশ...কত কাছে...
মাটির উপর ক্লান্ত দেহে এলিয়ে আছে।
আজ না হোক, কাল ঠিক ছোঁব তাকে।
আকাশ পেয়ে গেছি এই খুশীতেই,
মাতোয়ারা আমি তখন।
এখন তো কেবল ছোঁয়ার অপেক্ষা...
দিন ঘুরে মাস যায়, মাস ঘুরে বছর।
ঐ কয়েকটা পদক্ষেপ আর হাঁটা হয় না আমার,
ছুঁয়ে দেখা হয়না আকাশটাকে,
ইচ্ছেটা শুকিয়ে যায় বুকের ভেতর।
দিনগুলো হয়ে ওঠে অথর্ব, ক্লান্তিকর।
বয়সের ভারে ন্যূজ আমার মা,
একদিন বলেই ফেললেন কথায় কথায়;
'তুই না আকাশ ছুঁতে চেয়েছিলি?!'
জীবনের অনেকগুলো বছর পেরিয়ে-
আত্মজার মুখোমুখি দাঁড়িয়ে আমি,
কণ্ঠে তার একই ইচ্ছের প্রতিধবনি...
'মা, আমি আকাশ ছোঁব।'
মুহূর্তেই জ্বলে ওঠে আমার নিভন্ত চোখের তারা,
উদ্দীপ্ত হয়ে উঠি আমি।
মেয়েকে বলি,
"হ্যাঁ মা, ঐ তো আকাশ, খুব কাছে।
কিন্তু তোমায় পাড়ি দিতে হবে অনেক পথ,
যেতে হবে বহূদূর,
গড়তে হবে আপন দিগন্ত।
তাহলেই আকাশটা তোমার।।"
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোস্তফা হাসান অসাধারণ- অনুভূতির অনুরনণ।
মোঃ নুরেআলম সিদ্দিকী দারুন এক কবিতা। ভোট দেয়া আমার পক্ষে সে সময় ঝুটলো না, তবুও অভিনন্দন।
মোঃমোকারম হোসেন দারুন ভোট রেখে গেলাম
Morshad Ali গ্রেট হইছে
মো সাইফুল ইসলাম রনি খুব ভালো লিখেছেন।
শ্রী সঞ্জয়--- অপূর্ব লেখনী কবিবন্ধু .
রাজু অভিনন্দন ও শুভেচ্ছা আপু।

০১ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৬৭ টি

সমন্বিত স্কোর

৪.৯

বিচারক স্কোরঃ ৩.০১ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৮৯ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪