নামছো কোথায়

আঁধার (অক্টোবর ২০১৭)

Fahmida Bari Bipu
  • ১২
  • ১১

এক
দুই
তিন
নেমে এসো...
আরো বেশ অনেকটা দূর যেতে হবে।
সুমসৃণ মিহি নিষ্কন্টক পথ, তবু পা জড়িয়ে যায় প্রথম প্রথম...
উঁহু, ওখানে পা দিও না...কিছু শ্যাওলা জড়িয়ে আছে সিঁড়ির ধাপে,
অসাবধানে পিছলে যেতে পারো।
ক্রমবর্ধমান অন্ধকারের গহ্বরে মাকড়সারা সানন্দে জাল বুনেছে,
নিশিভূক পতঙ্গরা আস্তানা বেঁধেছে হেথা হোথা খানা খন্দ ফাঁক ফোঁকরে।
ধীরে ধীরে নেমে এসো...
একেবারে অতলে নামার আগে পথঘাটটা চিনে নাও ভালো করে।
দেখতে পাচ্ছো না কিছু?
বেশ, হাতটি ধরো আমার...আমি তোমাকে চিনিয়ে দেব নিকষ কালো দেওয়াল,
গুপ্ত কুঠুরি, অজানা গোপন সুড়ঙ্গ...
খাঁজে খাঁজে লুকিয়ে রাখা কেড়ে আনা বৈভব।
হীরে মনি মানিক্যের মতো সাজানো আছে থরে থরে
ইচ্ছেমত তুলে নিও যত খুশি তত।
অফুরন্ত ভাণ্ডার...আজ অবধি কেউ পারে নাই ফুরোতে।
কতজনাই এই অতল গহ্বরে এসে ধনবান হয়েছে,
ক্ষমতা আর ত্রাসের যুগলবন্দিতে জাঁকিয়ে বসেছে সুরম্য সিংহাসনে।
তাদের সাথে একই কাতারে চাও না দাঁড়াতে?
আমি তোমাকে পাইয়ে দিব আলাদীনের চেরাগ,
গা ঘষলেই এসে যাবে হুকুমের গোলাম...
একচ্ছত্র সাম্রাজ্য লুটিয়ে দেবে পদতলে তোমার।
কী বলছো? এতকিছু কীভাবে জানি?
আমি তো এখানেই বাস করছি আজ এতগুলো বছর!
শুধু আমি কেন, একবার এসেছে যারা... ফিরতে পারেনি কেউই।
তুমিও রয়ে যাবে আমাদের সাথে, আমাদেরই একজন হয়ে...
ও কী! কোথায় চললে? ফিরে যেতে চাও?
লাভ নেই তো! আগেই বলেছি...
একবার আসলে আর যে উপায় নেই ফিরে যাওয়ার!
ভয় পেও না...অনভ্যাসে ওরকম হয়েই থাকে প্রথমদিকে,
ধীরে ধীরে সয়ে যাবে সব।
ওজুত নিযুত ধাপ পাড়ি দিয়ে তুমিও পৌঁছে যাবে নিশ্ছিদ্র লক্ষ্যে,
কোনো আলোই ছিঁড়তে পারবে না সেই নিশ্ছিদ্রতা।
তখন অন্য কাউকে নিয়ে এসো পথ দেখিয়ে, আজকের মতো।
সংখ্যা বাড়াতে হবে তো!
দুয়ে দুয়ে চার হবো...চারে চারে ষোল...
রেখে যাবো অগুনতি উত্তরসূরী।
এ সাম্রাজ্য হয়ে উঠবে আরো আকাঙ্ক্ষার, অনেক কামনার ...
পাঁচশো
পাঁচশো এক
পাঁচশো দুই
এই তো দিব্যি তরতরিয়ে নেমে আসছো এখন,
আমার তবে সময় হলো ফেরার।
বাকী পথটুকু তুমিই চিনে নিতে পারবে ঠিকঠাক...
স্বাগতম তোমায় অন্ধকারের রাজ্যে!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া বাহ্‌ আমি কবিতাতো বেশ ভালো লেখেন। নিয়মিত লিখেন না কেন?
এশরার লতিফ আগেই পড়েছি কিন্তু মন্তব্যে দেরী হয়ে গ্যালো। সুন্দর লিখেছেন। অনেক শুভেচ্ছা।
ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা আপনার জন্য।
পন্ডিত মাহী সুন্দর কল্পনা । ভালো লেগেছে
কবিতার মানুষ আমার কবিতা পড়েন না। লজ্জার বিষয়!
ও বোঝেননি আমার কথা। আমি বলতে চেয়েছি, আপনি হলেন কবিতার মানুষ। আমার ভাংগা ভাঙ্গা কবিতা পইড়েন না। কারণ আমি তাহলে লজ্জার মধ্যে পড়ে যাবো। এটা বলতে চেয়েছি।
আমিও কি লিখতে পারি! এখন আর আপনার কবিতা ভাঙা ভাঙা নয়, ভালো হচ্ছে ।
বিনায়ক চক্রবর্তী এইতো!
আরে দূর! কিছু হইছে?
আপনি কবিতা নিয়ে আলোচনা করতে বলছেন আমাকে! :o আমার চোখে তো সকলই শোভন সকলই নবীন সকলই বিমল :D
মোঃ মোখলেছুর রহমান বাকি পথ টুকু তুমি চিনে নিতে পারবে...ভাল লাগল।
ধন্যবাদ।
নূরনবী পাঠের পুরো সময়টা, চরিত্রগুলো সামনে সামনে ভাসছে
কৃতজ্ঞতা অশেষ। :)
সাদিয়া সুলতানা আপা, মুগ্ধতা
আন্তরিক ধন্যবাদ। :)
মোঃ নুরেআলম সিদ্দিকী নিচে ই তো ফলাফল, আর না নামলে তো সেটা পাবে ই না, দারুণ ছাড়া বলার কিছু নেই... শুভকামনা সহ ভোট রইল আপু। ভালো থাকুন নিরন্তর....
অনেক ধন্যবাদ। :)
আলমগীর সরকার লিটন নামার মতো নামতে হবে না হলে রক্ষা নাই-------সুন্দর কবিতা-----
কৃতজ্ঞতা জানবেন।
সেলিনা জাহান প্রিয়া ভাল লাগা রইল
অনেক ধন্যবাদ:)

০১ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৬৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪